ভারতীয় উপমাহাদেশ ও বাংলায় ইউরোপীয়দের আগমন

Estimated Reading Time: 8 Minutes

ইউরোপীয়রা মূলত ব্যাবসার উদ্দেশ্যে ভারতেবর্ষে এসেছিল। কিন্তু পরবর্তীতে তারা ভারতের শাসন ক্ষমতার সাথেও যুক্ত হয়ে পরে। ভারতে ইউরোপীয়দের আগমনের ধারাবাহিক ক্রম-

পর্তুগিজ (১৪৯৮) > ইংরেজ (১৬০০) > ওলন্দাজ (১৬০২) > দিনেমার (১৬২০) > ফরাসি (১৬৬৮)

বাংলায় ইউরোপীয়দের আগমনের ধারাবাহিক ক্রম-

পর্তুগিজ (১৫১৬) > ইংরেজ (১৬০০) > ওলন্দাজ (১৬৩০) > ফরাসি (১৬৭৪) > দিনেমার (১৬৭৬)

১৪৮৭

ভারত আসার জলপথ আবিষ্কার

ইউরোপ থেকে উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ।

১৪৯৮

পর্তুগিজ আগমন

ভাস্কো দ্যা গামার নেতৃত্বে ইউরোপীয়দের মধ্যে প্রথম ভারতবর্ষে আসে পর্তুগিজরা। তারা ১৪৯৮ সালে ভারতে কেরালা রাজ্যের কলিকাট বন্দরে এসে পৌঁছায়।

১৫১০

বাণিজ্যের উদ্দেশ্যে পর্তুগিজ আগমন

১৫১০ সালে প্রথম বাণিজ্যের উদ্দেশ্যে পর্তুগিজরা ভারতে আসে।

১৫১৭

চট্টগ্রামে পর্তুগিজ আগমন

পর্তুগিজরাই ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলায় আসে (১৫১৬ সালে, হুগলিতে)। ১৫১৭ সলে তারা চট্টগ্রামে আসে এবং চট্টগ্রাম বন্দরকে পোর্ট গ্রান্ডে নামে পরিচিত করে তোলে। তারা বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে (১৫১৭ সালে, হুগলিতে)।

১৬০০

ইংরেজ আগমন

২১৮ জন বণিক নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।
রানী এলিজাবেথের অনুমতিপত্র নিয়ে ইংরেজরা সম্রাট আকবরের দরবারে আসে।

১৬০২

ওলন্দাজদের আগমন

ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গঠিত হয় এবং বাণিজ্যের উদ্দেশ্যে ওলন্দাজদের আগমন হয়।
উল্লেখ্য নেদারল্যান্ডে অধিবাসীদের ওলন্দাজ বলে।

১৬০৮

বাণিজ্যের উদ্দেশ্যে ইংরেজ আগমন

বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে ক্যাপ্টেন হকিন্স সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন।

১৬১২

ইংরেজদের প্রথম বাণিজ্যকুঠি স্থাপন

সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে প্রথম বাণিজ্যকুঠি স্থাপন করে।

১৬১৫

প্রথম ইংরেজ দূত

স্যার থমাস রো প্রথম ইংরেজ দূত হিসেবে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন।

১৬২০

দিনেমারদের আগমন

ডেনমার্কের অধিবাসীদের ডেনিস বা দিনেমার বলা হয়। তারাও বাণিজ্যের উদ্দেশ্যে ভারতবর্ষে এসেছিল।

১৬৩৩

বাংলায় ইংরেজ কুঠি স্থাপন

সম্রাট শাহজাহানের অনুমতি নিয়ে ইংরেজরা বাংলার হরহরিপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে।

১৬৬৪

ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন

উপমহাদেশে ব্যবসার উদ্দেশ্যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।

১৬৬৮

ফরাসিদের আগমন

ইউরোপীয়দের মধ্যে সবার শেষে আসে ফরাসিরা। তারা সুরাটে প্রথম বাণিজ্যকুঠি স্থাপন করে।

১৬৭৩

ফরাসি উপনিবেশ

পুদুচেরিতে (বা পন্ডিচেরিতে) ফরাসিরা উপনিবেশ গড়ে তোলে।

১৬৯০

কোলকাতা নগর প্রতিষ্ঠা

জব চার্নক ১২০০ টাকার বিনিময়ে সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে কোলকাতা, সুতানটি ও গোবিন্দপুর গ্রামের জমিদারি লাভ করেন। পরবর্তীতে সেখানেই গড়ে ওঠে বিখ্যাত কোলকাতা নগর।

১৭০২

ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ

ইংরেজরা ইংল্যান্ডের রাজা উইলিয়ামের নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে। নির্মানকাল: ১৬৯৬-১৭০২।

১৭১৫

ইংরেজদের নিজস্ব মুদ্রা ব্যবহার

মুঘল সম্রাট ইংরেজদের নিজস্ব মুদ্রা ব্যবহারের অনুমতি দেন।

১৭১৭

মহাসনদ

দিল্লীর সম্রাট ফররুখশিয়ার বিনা শুল্কে বাংলা, বিহার ও মাদ্রাজে ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দেন। এই ফরমান ইতিহাসে মহাসনদ নামে পরিচিত।

১৭৫৭

পলাশীর যুদ্ধ

ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। ফলে ভারতবর্ষে ইংরেজ শাসনের সূত্রপাত হয়।

আরও পোস্ট

বাংলাদেশ বিষয়াবলি আর্কাইভ

Leave a Reply