বাংলায় গদ্যপাঠ্য পুস্তকের প্রবর্তক উইলিয়াম কেরি বাংলা গদ্য সূচনায় অবদান ও বাংলা লিপি সংস্কারের জন্য খ্যাত। তিনি ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। ১৮০১ সালে প্রকাশিত হয় ইংরেজি ভাষার রচিত তার বাংলা ব্যকরণগ্রন্থ ‘A Grammar of the Bengali Language’. তিনি রামায়ণ সম্পাদনা করেছিলেন। এছাড়া বাইবেলের প্রথম বাংলা অনুবাদকও উইলিয়াম কেরি। তার রচিত গ্রন্থগুলো হল –
কথোপকথন: বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ। গ্রন্থটি বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন।
ইতিহাসমালা: বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ। উল্লেখ্য ‘লিপিমালা’ (পত্রসাহিত্য) গ্রন্থের রচয়িতা রামরাম বসু।