বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জনকে বাংলাদেশের দ্বিতীয় সর্বচ্চ বেসামরিক পুরস্কার “একুশে পদক”- ২০২১ প্রদান করা হয়েছে।
পদকপ্রাপ্ত | ক্ষেত্র |
---|---|
মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার-মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর) ও আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর) | ভাষা আন্দোলন |
পাপিয়া সারোয়ার (সংগীত) রাইসুল ইসলাম আসাদ (অভিনয়) সালমা বেগম সুজাতা (অভিনয়) আহমেদ ইকবাল হায়দার (নাটক) সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র) ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি) পাভেল রহমান (আলোকচিত্র) | শিল্পকলা |
গোলাম হাসনায়েন ফজলুর রহমান খান ফারুক বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর) | মুক্তিযুদ্ধ |
অজয় দাশগুপ্ত | সাংবাদিকতা |
ড. সমীর কুমার সাহা | গবেষণা |
মাহফুজা খানম | শিক্ষা |
ড. মির্জা আব্দুল জলিল | অর্থনীতি |
প্রফেসর কাজী কামরুজ্জামান | সমাজসেবা |
কবি কাজী রোজী বুলুবুল চৌধুরী গোলাম মুরশিদ | ভাষা ও সাহিত্য |
প্রত্যেক পদকপ্রাপ্ত পদক, সম্মাননা সনদ, একটি রেপ্লিকা এবং পুরস্কারের অর্থমূল্য পেয়ে থাকেন। ভাষা শহিদদের স্বরণে ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদান করা হচ্ছে। কবি কাজী নজরুল ইসলামকে প্রথমবারের মতো একুশে পদক প্রদান করা হয়। পরবর্তীতে কবি জসীম উদ্দীন ও বেগম সুফিয়া কামাল সহ অনেক বিশিষ্ট ব্যক্তি একুশে পদকে ভূষিত হন। একুশে পদকের নকশা করেছেন নিতুন কুণ্ডু।