বাংলা ভাষার কবিয়াল এন্টনি ফিরিঙ্গি ছিলেন আঠারো শতকের কবি। তার প্রকৃত নাম এন্টনি হেন্সম্যান। জাতিতে পর্তুগিজ ছিলেন বলে তিনি ফিরিঙ্গি আখ্যা পান। তার বিখ্যাত গান –
আমি ভজন সাধন জানি নে মা নিজে তো ফিরিঙ্গি,
যদি দয়া করে কৃপা কর, হে শিবে মাতঙ্গী
তিনি ১৮৩৬ সালে মৃত্যুবরণ করেন।