এশিয়া মহাদেশ

Estimated Reading Time: 14 Minutes

পৃথিবীর বৃহত্তম মহাদেশ। মোট দেশ ৪৬টি এবং স্বাধীন দেশ ৪৪টি।

  • দূর প্রাচ্য – ০৬টি দেশ
  • দক্ষিণ পূর্ব এশিয়া – ১১ টি দেশ
  • দক্ষিণ এশিয়া- ০৮ টি দেশ
  • মধ্য এশিয়া – ০৫ টি দেশ
  • দক্ষিণ পশ্চিম এশিয়া – ১৬ টি দেশ

দূর প্রাচ্য: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, তাইওয়ান ও মঙ্গোলীয়া।

কোরিয়া (উত্তর ও দক্ষিণ)

১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোরীয় উপদ্বীপ জাপানের শাসনাধীন অঞ্চল ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৩৮ ডিগ্রি অক্ষরেখার দ্বারা উপদ্বীপটি উত্তর এবং দক্ষিণ কোরিয়া অংশে বিভক্ত হয়। বিভক্ত কোরিয়াকে সংযুক্তিকরণ এর লক্ষ্যে ১৯৫০ সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করেন। ১৯৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

কোরীয় যুদ্ধের পরিপ্রেক্ষিতে ১৯৫০ সালে জাতিসংঘে Uniting for Peace Resolution প্রস্তাব গৃহীত হয়। এ প্রস্তাবে বলা হয়-

“জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতবিরোধের কারণে যদি নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হয়, তবে তা অতিসত্বর সাধারণ পরিষদ কে অবহিত করতে হবে।”

আরও তথ্য –

  • পানমুন জাম কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম যা শান্তিগ্রাম নামে পরিচিত
  • চুসে তথা ‘স্বনির্ভরতা’ হলো উত্তর কোরিয়ার বর্তমান সরকারের রাজনৈতিক আদর্শ।
  • উত্তর কোরিয়াকে আলোচনায় সম্পৃক্ত করার জন্য দক্ষিণ কোরিয়া ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত সানসাইন নীতি অনুসরণ করে।
  • পীত সাগর নিয়ে দুই কোরিয়ার মধ্যে বিরোধ আছে। পীত সাগরের সীমানার নাম নর্দান লিমিট লাইন।

জাপান

জাপান একটি দ্বীপরাষ্ট্র। প্রধান ৪টি দ্বীপ: হাক্কাইডো, হানসু, শিকোকু এবং কিউসু। সবচেয়ে বড় দ্বীপ হানসু। রাজধানী টোকিও হানসু দ্বীপে অবস্থিত। ওকানিয়া দ্বীপটি জাপান ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফেরত পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র দ্বীপটি দখল করেছিল।

এক নজরে জাপান –

  • অন্য নাম: নিপ্পন।
  • জাতীয় প্রতীক: Chrysanthemum morifolium
  • আইনসভার নাম: ডায়েট। দ্বিকক্ষবিশিষ্ট। উচ্চকক্ষ: House of Councillors, নিম্নকক্ষ: House of Representatives.
  • সরকার: শাসনতান্ত্রিক রাজতন্ত্র। সম্রাট রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকারপ্রধান।
  • রাজধানী টোকিও লোকসংখ্যা অনুসারে পৃথিবীর বৃহত্তম শহর।
জাপান

চীন

১৯১১ সালে জাতীয়তাবাদী চীন প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্র ও গণতন্ত্রের দ্বন্দে চীনা কমিউনিস্ট পার্টি এবং চীনা জাতীয়তাবাদী দলের অনুসারীদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। মাও সেতুং এর নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি যুদ্ধে জয়ী হয়। ফলে ১৯৪৯ সালের ১ অক্টোবর গণচীন নামে সমাজতান্ত্রিক চীন প্রতিষ্ঠিত হয়। চীনা জাতীয়তাবাদী দলের অনুসারী তাইওয়ানে আশ্রয় নেয়। চীনের অধিবাসীদের ৯০% এর বেশি চৈনিক হান জাতির অন্তর্ভূক্ত। উইঘুর চীনের জিজিয়াং প্রদেশের তুর্কি বংশভুক্ত মুসলান জাতি।

এক নজরে চীন-

  • প্রদেশ: ২২ টি।
  • স্বায়ত্তশাসিত অঞ্চল: ০৫ টি।
  • স্বায়ত্তশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল: ২টি। যথা: হংকং ও ম্যাকাও।
  • বিশ্বের ১৪ টি দেশের সাথে সীমান্ত আছে। যথা – মঙ্গোলিয়া, রাশিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, কাজাকিস্তান। এছাড়া দক্ষিণ কোরিয়া জাপানের সাথে জলসীমা রয়েছে।
  • আইনসভার সদস্য সংখ্যা ২৯৮০ (পৃথিবীর সবচেয়ে বড় আইনসভা)।
  • মহাপ্রাচীর: খ্রিস্টপূর্ব ৫ম শতকে নির্মিত। এটি চীনের উত্তর সীমান্তে অবস্থিত। দৈর্ঘ্য ২১১৯৬ কি.মি।
  • সংস্কৃতিক বিপ্লব: ১৯৬৬। চীনে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে মাও সে তুং -এর আহ্বানে এ বিপ্লব হয়।
  • তিয়েন আনমেন স্কয়ারের হত্যাকান্ড: ৪ জুন ১৯৮৯।
  • তিব্বত চীনের অন্তর্ভুক্ত হয়: ১৯৫০ সালে।
  • ব্রিটেন হংকং ফেরত দেয়: ১ জুলাই ১৯৯৭। উল্লেখ্য প্রথম আফিমের যুদ্ধে হেরে চীন হংকংকে ব্রিটেনের কাছে ১০০ বছরের জন্য লীজ দিয়েছিল।
  • পর্তুগাল ম্যাকাও ফেরত দেয়: ২০ ডিসেম্বর ১৯৯৯।
  • এক দেশ দুই পদ্ধতি চালু আছে হংকং ও ম্যাকাওয়ে।
চীনের শাসনাধীন অঞ্চল গাঢ় লাল;
চীনের দাবীকৃত কিন্তু শাসন-বহির্ভূত অঞ্চল হালকা লাল

তাইওয়ান

পূর্ব এশিয়ার একটি দ্বীপ,যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখন্ড এর দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। চীন তাইওয়ানকে নিজের অংশ হিসেবে দাবি করে।

তাইওয়ান
পতাকা
জাতীয় প্রতীক

মঙ্গোলিয়া

পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। ১২শ শতকে মঙ্গোল সেনাপতি চেঙ্গিস খান মঙ্গোল সম্রাজ্য প্রতিষ্ঠা করে। এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্থল সম্রাজ্য। মঙ্গোলিয়ার বেশির ভাগ লোক বৌদ্ধ ধর্মাবলম্বী।

মঙ্গোলিয়া
পতাকা
প্রতীক

আরও তথ্য

দেশরাজধানীমুদ্রাঅফিসিয়াল নামসরকার ব্যবস্থাআইনসভাতথ্য
উত্তর কোরিয়াপিয়ংইয়ংওনDemocratic Republic of Koreaএকদলীয় শাসনব্যবস্থায় পরিচালিত হয়।Supreme Peoples Assemblyসুপ্রিম লিডার দেশের রাষ্ট্রপ্রধান।
দক্ষিণ কোরিয়াসিউলওয়ানRepublic of Koreaরাষ্ট্রপতি শাসিত বহুদলীয় গণতন্ত্রNational Assemblyরাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম ব্লু হাউজ।
চীনবেইজিংইউয়ানPeoples Republic of Chinaসমাজতান্ত্রিক দেশNational People’s Congressআইনসভা ভবনের নাম ‘গ্রেট হল অব দ্যা পিপল”।
মঙ্গোলিয়াউলানবাটরটগরোগMongoliaসংসদীয় গণতন্ত্রস্টেট গ্রেট থুরাল (State Great Khural)স্থলবেষ্টিত রাষ্ট্র।
তইওয়ানতাইপেNew Taiwan dollarRepublic of ChinaUnitary semi-presidential constitutional republicLegislative Yuanচীন তাইওয়ানকে তার অন্তর্ভূক্ত হিসেবে দাবি করে।
জাপানটোকিওইয়ানJapanশাসনতান্ত্রিক রাজতন্ত্রডায়েট। দ্বিক্ষবিশিষ্ট। উচ্চকক্ষ: হাউস অব কাউন্সিলরস, নিম্ন কক্ষ: হাউস অব রিপ্রেজেন্টেটিভস।

পরবর্তী অংশ: coming soon.

Leave a Reply