এস. ওয়াজেদ আলি

Estimated Reading Time: 4 Minutes

প্রাবন্ধিক

জন্ম: ১৮৯০, হুগলি; মৃত্যু: ১৯৫১, কোলকাতা

একজন প্রখ্যাত প্রাবন্ধিক। তিনি বাঙালি জাতিয়তাবাদ ও ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাহিত্য রচনা করেন। তার প্রকাশিত প্রথম ছোটগল্প ‘রাজা’ (১৯২৫) এবং গল্পগ্রন্থের নাম ‘গুলদস্তা’ (১৯২৭)। কর্মজীবনে এস. ওয়াজেদ আলি ছিলেন একজন সরকারী কর্মকর্তা। তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। পরপর দুবার (১৯২৫ ও ১৯২৬) তিনি এ সমিতির সভাপতি নির্বাচিত হন।

সম্পাদিত পত্রিকা: গুলিস্তা (মাসিক সাহিত্য পত্রিকা), Bulletin of the Indian Rationalistic Society

প্রবন্ধ

অতীতের বোঝা: ১৯১৯ সালে ‘সবুজপত্রে’ তার প্রথম বাংলা প্রবন্ধ ‘অতীতের বোঝা’ প্রকাশ হয়।

ভবিষ্যতের বাঙালি: দিক নির্দেশনামূলক প্রবন্ধ সংগ্রহ। ১৯৪৩ সালে প্রকাশিত এই রচনাগুলোতে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের বাঙালি পরিচয়কে লেখক বড় করে দেখিয়েছেন। এতে লেখক বাংলাভাষীদের রাষ্ট্র গঠন সম্পর্কে ইঙ্গিত করেন। সমাজ-বিনির্মিতা হিসেবে সাহিত্যিকদের সাহিত্য থেকে সাম্প্রদায়িক মানসিকতা পরিহারেরও নির্দেশনা দিয়েছেন এস. ওয়াজেদ আলি। সর্বপরি লেখক বইটিতে ভবিষ্যতের সমৃদ্ধি বাঙালি জাতির চিত্ররূপ প্রদানের চেষ্টা করেছেন।

প্রাচ্য ও প্রাতীচ্য: সামগ্রিকভাবে এ গ্রন্থে বিষয়গত কোনো ঐক্য নেই। দেশি ও বিদেশি, পূর্ব-পশ্চিমের বিভিন্ন বিষয়ের লেখা এ গ্রন্থে আছে বলেই এই গ্রন্থের নাম ‘প্রাচ্য ও প্রতীচ্য’।

আকবরের রাষ্ট্রসাধনা

জীবনের শিল্প

অন্যান্য রচনা

  • গল্প: মাশুকের দরবার, ভাঙাবাঁশী, গল্পের মজলিশ
  • ঐতিহাসিক উপন্যাস: গ্রানাডার শেষ বীর
  • ভ্রমণকাহিনী: পশ্চিম ভারত, মোটরযোগে রাঁচি সফর

Leave a Reply