কপ-২৬ | COP 26

Estimated Reading Time: 5 Minutes

Conference of the Parties বা COP হচ্ছে বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন। এটি জাতিসংঘের একটি উদ্যোগ। UNFCCC এটি আয়োজন করে। ১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। তারই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২১ সালে ৩১ অক্টোবর থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে কপের ২৬তম সম্মেলন (‘কপ-২৬’) শুরু হয় যা প্রায় দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়।

মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চরমভাবাপন্ন আবহাওয়া তীব্রতর হচ্ছে। এ অবস্থা মোকাবেলায় ২০১৫ সালে ঐতিহাসিক প্যারিস চুক্তি হয়। এতে প্রথমবারের মতো বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা ও গ্রিনহাউজ গ্যাসের নির্সরণ কমাতে বিশ্বের দেশগুলো একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তিটিতে বৈশ্বিক উষ্ণতা প্রাক্‌-শিল্পায়ন যুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি যাতে না বাড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দেশগুলো সম্মত হয়েছিল। প্রাক্‌-শিল্পায়ন যুগের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা গেলে জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাব এড়ানো যাবে বলে অভিমত দিয়েছেন বিজ্ঞানীরা। প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫ অনুযায়ী ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কার্যত শূন্যে নামিয়ে আনার জন্য দেশগুলো ব্যাপকভাবে নিঃসরণ কমাবে।

জনবায়ু বিষয়ক নিয়মিত আলোচনার অংশ হিসেবে জাতিসংঘের উদ্দ্যোগে নিয়মিত COP সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের প্যারিস চুক্তির পর তৃতীয় COP সম্মেলন হল COP-26। এ সম্মেলনে প্রভাব বিস্তারকারী শীর্ষ ৫ বিশ্ব নেতাকে “Deal Makers” হিসেবে অভিহিত করেছে বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এ তালিকায় আছেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply