কর্ণফুলী নদীর তলদেশে মাল্টিলেন রোড টানেল নামে প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে সেতু ও সড়ক মন্ত্রণালয় ও চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। নদীর তলদেশে টানেল ২.৪৫ কিলোমিটার এবং দুই প্রান্তের তীরসহ টানেলের দৈর্ঘ্য প্রায় ৩.৪ কিলোমিটার। নদীর পূর্ব ও পশ্চিম উভয় পাশের সংযোগ সড়কসহ এ প্রকল্পের সর্বমোট দৈর্ঘ্য হবে ৯.৩৩ কিলোমিটার। নদীর তলদেশে ১৮ থেকে ৩১ মিটার গভীরে মূল টানেলের বেস হবে ১২ মিটার। এর ভেতরেই দুই পথে আলাদাভাবে যানবাহন চলাচল করবে। ২০১৭ সালের ৫ ডিসেম্বর থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়ন বা সম্পাদনের সময় ধরা হয়েছে ৫ বছর। এ প্রকল্পের বেশির ভাগ অর্থায়ন করছে চীনের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক।
সুরঙ্গ দৈর্ঘ্য
৩.৪০ কি.মি
বাস্তবায়ন ব্যয়
৯,৮৮০ কোটি টাকা
প্রকল্প অনুমোদন
২০১৫
সম্ভাব্য উদ্বোধন
২০২২