লেখক ও শিক্ষাবিদ; জন্ম: ১৮৮২, খুলনা; মৃত্যু: ১৯২৬, কলকাতা
কাজী ইমদাদুল হক কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিক্ষা ও নীতিমূলক শিশুসাহিত্য রচনায় খ্যাতি অর্জন করেন। বাঙালি মুসলমান সমাজের কল্যাণসাধন ছিল তার সাহিত্য সাধনার মূল উপজীব্য। তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা (১৯১৮) প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি ‘শিক্ষক’ পত্রিকা সম্পাদনা করেন। যোগ্যতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করায় সরকার তাঁকে ১৯১৯ সালে ‘খান সাহেব’ এবং ১৯২৬ সালে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে।
সাহিত্যকর্ম
রচনা | রচনার ধরন |
---|---|
উপন্যাস | |
আঁখিজল | কাব্য |
লতিকা | কাব্য |
মোসলেম জগতের বিজ্ঞান চর্চা | প্রবন্ধ |
প্রবন্ধমালা | প্রবন্ধ |
নবীকাহিনী | শিশুতোষ গ্রন্থ |
কামারের কাণ্ড | শিশুতোষ গ্রন্থ |