কাজী ইমদাদুল হক

Estimated Reading Time: 3 Minutes

লেখক ও শিক্ষাবিদ; জন্ম: ১৮৮২, খুলনা; মৃত্যু: ১৯২৬, কলকাতা

কাজী ইমদাদুল হক কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিক্ষা ও নীতিমূলক শিশুসাহিত্য রচনায় খ্যাতি অর্জন করেন। বাঙালি মুসলমান সমাজের কল্যাণসাধন ছিল তার সাহিত্য সাধনার মূল উপজীব্য। তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা (১৯১৮) প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি ‘শিক্ষক’ পত্রিকা সম্পাদনা করেন। যোগ্যতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করায় সরকার তাঁকে ১৯১৯ সালে ‘খান সাহেব’ এবং ১৯২৬ সালে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে।

সাহিত্যকর্ম

রচনারচনার ধরন
আবদুল্লাহউপন্যাস
আঁখিজলকাব্য
লতিকাকাব্য
মোসলেম জগতের বিজ্ঞান চর্চাপ্রবন্ধ
প্রবন্ধমালাপ্রবন্ধ
নবীকাহিনীশিশুতোষ গ্রন্থ
কামারের কাণ্ডশিশুতোষ গ্রন্থ

Leave a Reply