কবি, জন্ম: ১৮৫৭, ঢাকা; মৃত্যু: ১৯৫১; প্রকৃত নাম: মুহাম্মদ কাজেম আল কোরেশী
কায়কোবাদ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি এবং আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। তিনি মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের ধারায় মহাকাব্য রচনা করেন। মুসলমান কবিদের মধ্যে তিনিই প্রথম মহাকাব্য রচনা করেন। তার একটি বিখ্যাত কবিতার নাম ‘আযান’। পেশাগত জীবনে তিনি ডাকবিভাগে পোস্টমাস্টার পদে কাজ করেছিলেন।
উপাধি: কাব্যভূষণ, বিদ্যাভূষণ
উল্লেখযোগ্য গ্রন্থ
- বিরহ-বিলাপ (১৮৭০)
- প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- মাত্র ১২ বছর বয়সে রচনা করেন।
- অশ্রুমালা
- এটি একটি গীতিকাব্য।
- উল্লেখযোগ্য কবিতা: শ্মাশান সঙ্গীত, সিরাজ সমাধি, মোসলেম শ্মশান, উদাসীন পথিক ইত্যদি।
- মহাশ্মশান (১৯০৪)
- এটি মহাকাব্য।
- পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে রচিত।
- উল্লেখযোগ্য চরিত্র: এব্রাহিম কর্দি, জোহরা বেগম, হিরণ বালা, আতা খাঁ, সুজাউদ্দৌলা, আহমদ শাহ্ আব্দালী।
- মহরম শরীফ
- মহাকাব্যোচিত কাহিনীকাব্য।
- শিবমন্দির
- কুসুমকানন
- অমিয়ধারা