গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

Estimated Reading Time: 9 Minutes
মূল শব্দবিপরীত শব্দঅর্থ / তথ্য
অন্ত্যআদ্যঅন্ত্য – শেষ; আদ্য – শুরু
অধমর্ণউত্তমর্ণঅধমর্ণ – ঋণী, দেনাদার; উত্তমর্ণ – যে ঋণ দেয়, মহাজন
অনির্বাণনির্বাণঅনির্বাণ – যা নিভে যায় না; নির্বাণ – যা নিভে যায়, নিভে যাওয়া
অনুগ্রহনিগ্রহঅনুগ্রহ – কৃপা, দয়া; নিগ্রহ – শাসন, দমন; পীড়ন;
অনুরক্তবিরক্তঅনুরক্ত – অনুরাগবিশিষ্ট (কারো/কিছুর প্রতি);
বিরক্ত – অসন্তুষ্ট (কারো/কিছুর ওপর)
অধিত্যকাউপত্যকাঅধিত্যকা – পর্বতের উপরিস্থিত সমভূমি,
উপত্যকা – পর্বতের নিম্নদেশস্থ ভূ-ভাগ বা দুই পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমি
অলীকসত্য
বাস্তব
অলীক – মিথ্যা, কাল্পনিক
অপচয়সঞ্চয়
অর্বাচীনপ্রাচীনঅর্বাচীন (অর্বচ + ঈন) অর্থ অপক্কবুদ্ধি, নবীন, মূর্খ
অমৃতগরলঅমৃত – যা পান করলে (কখনও) মৃত্যু হয় না
গরল – যা পান করলে মৃত্যু হয়, বিষ
অশনঅনশনঅশন – আহার (করা); অনশন – উপবাস বা খাদ্য না খেয়ে থাকা
আকুঞ্চনবিকুঞ্চনআকুঞ্চন – সঙ্কোচন; বিকুঞ্চন – প্রসারণ
আশ্লেষবিশ্লেষআশ্লেষ – মিলন; বিশ্লেষ – আলাদা করা
আসক্তবিরক্ত
আগমননির্গমন
প্রত্যাগমন
আবির্ভাবতিরোভাবআবির্ভাব – উদয়, উপস্থিত হওয়া; তিরোভাব- অদৃশ্য হওয়া;
আবিলঅনাবিলআবিল – ঘোলা, মলিন, কলুষিত;
অনাবিল – যাহা ঘোলা নহে, নির্মল, অকলুষিত
আরোহণঅবতরণআরোহণ – ওঠা (উপরে), অবতরণ – নামা (নিচে)
আগ্রহউপেক্ষা
আদিষ্টনিষিদ্ধআদিষ্ট – (কোন বিষয়ে) আদেশ বা উপদেশ প্রাপ্ত;
নিষিদ্ধ – (কোন বিষয়) নিষেধ করা হয়েছে এমন
আকস্মিকচিরন্তন
আসামি
বিবাদি
বাদি
ইহপরত্র
ঈদৃশতাদৃশঈদৃশ – এইরূপ, এ রকম; তাদৃশ – সে রকম, তদ্রুপ
ঈর্ষাপ্রীতি
উন্মীলননিমীলনউন্মীলন – চোখ খোলা, প্রকাশ; নিমীলন – চোখ বোজা, বন্ধকরণ
উপরোধঅনুরোধউপরোধ – সনির্বন্ধ অনুরোধ, সুপারিশ; অনুরোধ – মিনতিপূর্ণ যাচঞা
উগ্রমৃদু
সৌম্য
উপচয়অপচয়উপচয় – উন্নতি, সংগ্রহ; অপচয় – ব্যয় (বৃথা), ক্ষয়
উৎকৃষ্টঅপকৃষ্ট
উপগতঅপগতউপগত- উপস্থিত, সন্নিহিত, আসক্ত, কৃতমৈথুন, লব্ধ; অপগত – বিগত, দূরীভূত, মৃত
ঊষরউর্বরঊষর – অনুর্বর, মরুময়
ঋজুবক্র
বঙ্কিম
ঋজু – সরল, সোজা;
ঊর্ধ্বঅধঃঅধঃ – নিম্নে
ঐহিকপারত্রিকঐহিক – ইহলোক সম্পর্কিত; পারত্রিক – পরলোক সংক্রান্ত
এঁড়েবকনা
ঐশ্বর্যদারিদ্র্য
ঔদ্ধত্যবিনয়
কৃপণবদান্যবদান্য – উদার, দানশীল;
করালসৌম্যকরাল – ভীষণ, তুঙ্গ, দন্তুর; ভয়ানক দন্তবিশিষ্ট; সৌম্য – শান্ত 
কপটঅকপটকপট – প্রতারণা; সরল, অকপট – কপটতাশূন্য
কৃশস্থুলকৃশ – রোগা
ক্ষীণপুষ্টক্ষীণ – শীর্ণ, ক্ষয়িত
ক্ষীয়মাণবর্ধমানক্ষীয়মাণ – ক্ষয় হইতেছে এমন; বর্ধমান – বর্ধিত হচ্ছে এমন
খাতকমহাজনখাতক – দেনাদার, ঋণী;
গাম্ভীর্যচাপল্য
গৌরব লাঘব
গ্রাম্যনাগরিক
শহুরে
গঞ্জনাপ্রশংসাগঞ্জনা – তিরস্কার
ঘাত প্রতিঘাতঘাত – আঘাত, প্রহার; প্রতিঘাত – আঘাতের বদলে আঘাত
ঘনতরলঘন – কঠিন
চেতনজড়
চক্ষুষ্মানঅন্ধ
জঙ্গমস্থাবরজঙ্গম – গতিশীল, অস্থাবর;
জরাযৌবনজরা – বার্ধক্য
ডাগরম্লান
ঢেংগাখাটোঢেংগা – লম্বা
ঢোসাহালকাঢোসা – বিষন মোটা, অন্তঃসারশূন্য
ত্বরাবিলম্বত্বরা – দ্রুততা
তরলকঠিন
তাপশৈত্য
তস্করসাধুতস্কর – চোর
তমসিকরাজসিক
দ্বীনধনী
দ্রুতহ্রাস্ব
দিবসশর্বরীশর্বরী – রাত্রি
দুর্বারনির্বারদুর্বার – সহজে যার প্রতিরোধ করা যায় না এমন;
নির্বার – নিবারণ করা যায় না এমন
দুষ্কৃতীসুকৃতী
দ্যুলোকভূলোক
ধূতসাধুধূত – চালাক
নিত্যনৈমিত্তিক
নিন্দুকস্তাবক
নশ্বরশাশ্বতনশ্বর – অস্থায়ী, ভঙ্গুর; শাশ্বত – চিরকালীন, অবিনশ্বর
নিরতবিরতনিরত – নিযুক্ত, নিবিষ্ট; বিরত – নিবৃত
নিমগ্নউদাসীন
নশ্বরঅবিনশ্বরনশ্বর – অস্থায়ী, ভঙ্গুর; অবিনশ্বর – চিরকালীন
পাশ্চাত্যপ্রাচ্যআবার: প্রাচ্য – প্রতীচ্য
পারত্রিকঐহিক
প্রত্যাদেশআদেশপ্রত্যাদেশ – পুনরাদেশ;
বৈরাগ্যআসক্তিবৈরাগ্য – বিষয়ভোগে বা সংসারে অনাসক্তি, ঔদাসীন্য
ব্যষ্টিসমষ্টিব্যষ্টি – পৃথক‌ পৃথক‌ ভাব, সমষ্টির বিপরীত
বিদিতঅজ্ঞাতবিদিত – যা জানা গিয়েছে এমন; জ্ঞাত;
বিশেষসামান্য
বিনীতগর্বিত
বিজেতাবিজিত
ভর্তিঊন/খালি
ভূতভবিষ্যৎ
মনীষানির্বোধমনীষা – প্রতিভা, প্রজ্ঞা, তীক্ষ্ণবুদ্ধি
মৌনমুখরমৌন – কথা না বলে চুপ করে থাকা, নীরবতা
মনোনীতঅমনোনীত
মিলনবিরহ
যশনিন্দা, অপযশ
যতিসংযতীযতি – তপস্বী, মুনি, ঋষি
যোজকপ্রণালিযোজক – দুই বৃহৎ ভূ-ভাগের মধ্যে সংযোগকারী স্থলভাগ, সংযোগকারী;
প্রণালি: দুই বৃহৎ জলভাগের মধ্যবর্তী সংযোগ রক্ষাকারী জলভাগ
রোষপ্রসাদ
রোগীনীরোগ
রিক্তপূর্ণরিক্ত – শূন্য, খালি রিক্ত হস্ত
রম্যকূৎসিত
রাগবিরাগ
লালকাল
লয়সৃষ্টিলয়- বিনাশ, প্রলয়, বিলীন, সঙ্গীতের লয়, তালের বা বাদ্যের নির্দিষ্ট কাল-পরিমাণ
শুক্লকৃষ্ণশুক্ল – সাদা
শোকহর্ষ
শুখোহাজাশুখো – অনাবৃষ্টি, হাজা – অতিবৃষ্টি
শীর্ণস্থুল
শঠসাধুশঠ –প্রতারক, খল, ধূর্ত
সন্ধিবিগ্রহ
সম্পদবিপদ
সৃষ্টিসংহারসংহার – বিনাশ, বধ; প্রলয়; ধ্বংস; প্রত্যাহার; সংকোচন, সংগ্রহ
সিতকৃষ্ণসিত – সাদা
স্মরণবিস্মরণ
স্বকীয়পরকীয়
স্বতন্ত্রপরতন্ত্র
সারঅসার
সুরভীপুতি
সমক্ষপরোক্ষ
হর্তাভর্তা
হরদমকদাচিৎ
হালসাবেক
হৃদ্যতাকপটতা
হতজীবিতহত – হত্যা বা বধ করা হয়েছে এমন; নষ্ট বা নাশপ্রাপ্ত;
হিতঅহিতহিত – উপকার, মঙ্গল, কল্যাণ, কল্যাণকর বাক্য, সৎপরামর্শ
অহিত – অমঙ্গল, ক্ষতি
হকনাহক
122
Created on

বিপরীত শব্দ

বিগত সালের প্রশ্ন

1 / 28

'বিদিত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

2 / 28

'নিমগ্ন' শব্দের বিপরীত শব্দ কোনটি?

3 / 28

'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ কোনটি?

4 / 28

'খাতক' শব্দের বিপরীত শব্দ কোনটি?

5 / 28

'ঋজু' শব্দের বিপরীত শব্দ কোনটি?

6 / 28

'ঐহিক' শব্দের বিপরীত শব্দ-

7 / 28

'ঊষর' শব্দের বিপরীত শব্দ কোনটি?

8 / 28

'উচাটন' শব্দের বিপরীত শব্দ কোনটি?

9 / 28

'আবাহন' শব্দের বিপরীত শব্দ কোনটি?

10 / 28

'আদিষ্ট' শব্দের বিপরীত শব্দ কোনটি?

11 / 28

'আবির্ভাব' শব্দের বিপরীত শব্দ কোনটি?

12 / 28

কোনটি 'অধিত্যকা' শব্দের বিপরীত শব্দ?

13 / 28

'অর্বাচীন' শব্দের বিপরীত শব্দ কোনটি?

14 / 28

'অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

15 / 28

'অনুগ্রহ' এর বিপরীত শব্দ-

16 / 28

'অপচয়' শব্দের বিপরীত শব্দ কোনটি?

17 / 28

'অমৃত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

18 / 28

'অলীক' শব্দের বিপরীত শব্দ কোনটি?

19 / 28

'ব্যষ্টি' এর বিপরীত শব্দ কোনটি?

20 / 28

'হিত' শব্দের বিহরীত শব্দ-

21 / 28

'সরল' শব্দের বিপরীত শব্দ কোনটি?

22 / 28

'স্থাবর' শব্দের বিপরীত শব্দ কোনটি?

23 / 28

'শর্বরী' শব্দের বিপরীত শব্দ কোনটি?

24 / 28

'ভূত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

25 / 28

'মনীষা' শব্দের বিপরীত শব্দ কোনটি?

26 / 28

'ব্যক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

27 / 28

'বিলাপ' শব্দের বিপরীত শব্দ কোনটি?

28 / 28

'মৌন'- শব্দের বিপরীত শব্দ কোনটি?

Your score is

The average score is 68%

0%

Leave a Reply