জীবন বিমা কর্পোরেশনে নিয়োগ পরীক্ষা ২০২১ প্রশ্ন ও উত্তর | উচ্চমান সহকারী

Estimated Reading Time: 33 Minutes

English Language and Literature

1. I wish I ____ a king.

A. was
B. were
C. had
D. had been

উত্তর: were.

2. Opposite gender of ‘Administrator’ is-

A. Female Administrator
B. Administratess
C. Administratrix
D. Administrix

উত্তর: Administratrix

3. Who wrote the first English Dictionary?

A. Boswell
B. Ben Johnson
C. Milton
D. Samuel Johnson

উত্তর: Samuel Johnson

4. Slow and ……… wins the race.

A. Stidy
B. Steady
C. Steedy
D. Stedy

উত্তর: Steady

5. Helen of Troy was the wife of

A. Agamemnon
B. Ulysses
C. Achilles
D. Menelaus

উত্তর: Menelaus

6. A Person living wholly or principally on vegetable is called-

A. frultarian
B. vegetation
C. gregarious
D. vegetarian

উত্তর: vegetarian

7. ‘Prima facie’ means-

A. At the first sight
B. Face to face
C. Face reading
D. Outlook

উত্তর: At the first sight

8. Which of the following words is plural?

A. Formula
B. Vertex.
C. Memoranda
D. Agendum

উত্তর: Memoranda.

9. ‘Don’t go far’… The word far is………?

A. An Adjective
B. Verb
C. An Adverb
D. A Preposition

উত্তর: An Adverb

10. What is the antonym of sympathy?

A. Antipathy
B. Anti-Pathetic
C. Adversity
D. Oppose

উত্তর: Antipathy

11. Which one is correctly spelt?

A. Sunami
B. Tsunami
C. Tsuname
D. Tsanme

উত্তর: Tsunami

12. Choose the appropriate tag of ‘Don’t make & noise, …?

A. will you
B. shan’t you
C. do you
D. isn’t it

উত্তর: will you

13. The man was charged………. murder.

A. against
B. into
C. for
D. with

উত্তর: with

14. Stamp is attached to a/an-

A. essay
B. paragraph
C. letter
D. application

উত্তর: letter

15. Where is the …………. post office?

A. most near
B. nearest
C. nearer
D. more near

উত্তর: nearest

16. ‘Great Expectations’ is a novel written by –

A. Shakespeare
B. Thomas Hardy
C. Jane Austen
D. Charles Dickens

উত্তর: Charles Dickens

17. ‘Nota Bene’ means…………?

A. For example
B. Next page
C. Not sure
D. Onterjection

উত্তর: উত্তর নাই।

18. The antonym for ‘devoid’ is………?

A. latent
B. suspecting
C. full of
D. evident

উত্তর: full of

19. ‘Come to light’ means ……….?

A. To be born B. To publish C. To get published D. To discover

উত্তর: To get published

20. The verb form of ‘Money’ is ……..?

A. Monetise B. Monetary C. Demonetisation D. Fiscal

উত্তর: Monetise

বাংলা ভাষা ও সাহিত্য

২১. কোন বানানটি শুদ্ধ নয়?

ক) দরিদ্রতা
খ) উর্দ্ধ
গ) উপযোগিতা
ঘ) শ্রদ্ধাঞ্জলি

উত্তর: উর্দ্ধ। সঠিক বানান ‘উর্ধ্ব’।

২২. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?

ক) উপভোগ
খ) উপনেতা
গ) উপসাগর
ঘ) উপগ্রহ

উত্তর: উপভোগ।

২৩. কোনটি ‘শোক’ শব্দের বিপরীত শব্দ?

ক) দুঃখ
খ) অনুতপ্ত
গ) জারি
ঘ) হর্ষ

উত্তর: হর্ষ।

২৪. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ?

ক) বিদেশি
খ) তদ্ভব
গ) অর্ধ-তৎসম
ঘ) দেশি

উত্তর: অর্ধ-তৎসম।

২৫. ‘লাজ’ কোন ধরনের শব্দ?

ক) বিশেষ্যের বিশেষণ
খ) বিশেষ্য
গ) বিশেষণ
ঘ) ক্রিয়া বিশেষণ

উত্তর: বিশেষ্য।

২৬. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না?

ক) প্রয়োগভেদে
খ) লিঙ্গতেদে
গ) অর্থতেদে
ঘ) বচনভেদে

উত্তর: বচনভেদে।

২৭. ‘আনন্দাশ্রু’ শব্দটি কোন সমাস?

ক) রূপক
খ) ষষ্ঠী তৎপুরুষ
গ) উপমিত
ঘ) উপমান

উত্তর: রূপক।

২৮. কবি গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন?

ক) জয়দেব
খ) শ্রী চৈতন্যদেব
গ) বিদ্যাপতি
ঘ) চণ্ডীদাস

উত্তর: বিদ্যাপতি।

২৯. কোনটি গল্পগ্রন্থ?

ক) মধুমালা
খ) শেষ প্রশ্ন
গ) শিউলিমালা
ঘ) বাঁধনহারা

উত্তর: শিউলিমালা

৩০. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) দ্বীপ+অয়ন
খ) দ্বীপ+আয়ন
গ) দ্বিপ+অনটে
ঘ) দ্বীপ+অনট

উত্তর: দ্বীপ+অয়ন।

৩১. মধ্যযুগের কবি নন কে?

ক) গোবিন্দ দাস
খ) জয়নন্দী
গ) বড়ু চণ্ডীদাস
ঘ) জ্ঞানদাস

উত্তর: জয়নন্দী

৩২. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক কোনটি?

ক) উৎকর্ষ
খ) অপকর্ষ
গ) উৎকর্ষতা
ঘ) অপকর্ষতা

উত্তর: উৎকর্ষ

৩৩. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রকাশিত হয়?

ক) ১৯২২
খ) ১৯২৭
গ) ১৯২৫
ঘ) ১৯২৩

উত্তর: ১৯২৩

৩৪. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?

ক) হিন্দি
খ) বাংলা
গ) সংস্কৃত
ঘ) ফারসি

উত্তর: সংস্কৃত

৩৫. “নসীরানামা” কাবা কার রচনা?

ক) দৌলত কাজী
খ) কবি মরদন
গ) কোরেশী
ঘ) মাগন ঠাকুর

উত্তর: কবি মরদন

৩৬. প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

ক) সফল
খ) সুশ্রী
গ) মহাত্মা
ঘ) জেলে

উত্তর: জেলে

৩৭. বিসর্গ (ঃ) বর্ণাটি কোন বর্ণের রূপান্তর?

ক) হ খ) স গ) শ ঘ) ম

উত্তর: হ

৩৮. কোমটি নজরুল ইসলামের উপন্যাস?

ক) রিক্তের বেদন
খ) শিউলিমালা
গ) কুহেলিকা
ঘ) ছায়ানট

উত্তর: কুহেলিকা

৩৯. কোন পদের আগে “অজস্র” বসালে বহ্বচন হয়?

ক) সর্বনাম
খ) বিশেষণ
গ) বিশেষ্য
ঘ) ক্রিয়া

উত্তর: বিশেষ্য

৪০. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

ক) শেষলেখা
খ) শেষকথা
গ) শেষপ্রশ্ন
ঘ) শেষদিন

উত্তর: শেষলেখা

গাণিতিক যুক্তি

৪১. ১, ৪, ৭, ১০, …. ধারার ২৯তম পদটি কত?

ক) ৭৯
খ) ৮৫
গ) ৮২
ঘ) ৮৮

উত্তর: ৮৫

৪২. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ, এর ক্ষেত্রফল ২১৬ বর্ণ মি. হলে পরিসীমা কত?

ক) ৬০ মিটার খ) ৫০ মিটার

গ) ৪০ মিটার ঘ) ৩০ মিটার

উত্তর: ৬০ মিটার

৪৩. কত জন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাবে ভাগ করে দেয়া যায়?

ক) ২৫ জন খ) ১৫ জন গ) ১০ জন ঘ) ৫ জন

উত্তর: ৫ জন

৪৪. ১ হতে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

ক) ৮টি খ) ৯টি গ) ১০টি ঘ) ১১টি

উত্তর: ৯টি

8৫. \log_3{81} = কত?

ক) 6 খ) 4 গ) 5 ঘ) 5

উত্তর: 4

৪৬. ০.০৩, ০.১২, ০.৪৮, …… ধারাটির পঞ্চম পদ কোনটি?

ক) ৫.৯৫
খ) ৭.৪৮
গ) ১২.৬৮
ঘ) ৭.৬৮

উত্তর: ৭.৬৮

৪৭. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?

ক) ১০৭ খ) ১০৫ গ) ৯৯ ঘ) ১৪৩

উত্তর: ১০৭

৪৮. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক) ৩ গুণ খ) ৪ গুণ

গ) ৯ গুণ ঘ) ১২ গুণ

উত্তর: ৯ গুণ

৪৯. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩, ক্ষুদ্রতম দুইটি সংখ্যার গুণফল কত?

ক) ১৬০৩ খ) ১৬৫৩

গ) ১৬৪০ ঘ) ১৬৮০

উত্তর: ১৬৪০

৫০. জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট, বশির থেকে ঠিক তত বছরের বড়। জসিম ও বশিরের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে জাকিরের বয়স কত?

ক) ২৮ খ) ৩২

গ) ২০ ঘ) কোনটি নয়

উত্তর: ২৮

৫১. একটি ষড়ভূজের ছয়টি কোণের সমষ্টি কত?

ক) ছয় সমকোণ খ) আট সমকোণ

গ) চার সমকোণ ঘ) তিন সমকোণ

উত্তর: আট সমকোণ

৫২. একজন ব্যক্তি তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও অবশিষ্ট ৪,৮০,০০০ টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের মূল্যমান কত?

ক) ৯,২৮,০০০ টাকা
খ) ৯,৮২,০০০ টাকা
গ) ৯,৬৮,০০০ টাকা
ঘ) ৯,৮৮,০০০টাকা

উত্তর: ৯,২৮,০০০ টাকা

৫৩. একটি ঢাকার ব্যাস ১.৬৭ মিটার, ৪২ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

ক) ১০০০ বার খ) ৩৩০০ বার

গ) ২৫০০ বার ঘ) ৮০০০ বার

উত্তর: ৮০০০ বার

৫৪. একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

ক) ৬০ মিটার খ) ৯০ মিটার

গ) ৮৪ মিটার ঘ) ৪৮ মিটার

উত্তর: ৮৪ মিটার

৫৫. বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়?

ক) ব্যাসার্ধ
খ) জ্যা
গ) ব্যাস
ঘ) পরিধি

উত্তর: জ্যা

৫৬. ABCD সামান্তরিকের B কোণ ১০০ ডিগ্রি হলে ৫ কোণের মান কত?

ক) ১০০ ডিগ্রি
খ) ২৬০ ডিগ্রি
গ) ৯০ ডিগ্রি
ঘ) ৮৩ ডিগ্রি

উত্তর: ৮৩ ডিগ্রি

৫৭. পর পর ১০টি সংখ্যার প্রথম ৫টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষ ৫টি সংখ্যার যোগফল কত?

ক) ৫৮৫ খ) ৪৭০

গ) ৬৭৫ ঘ) ৮৫৫

উত্তর: ৫৮৫

৫৮. ৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাত কত?

ক) ৮০% খ) ৩৫%

গ) ২৫% ঘ) ১৫%

উত্তর: ২৫%

৫৯. ১ ফুট = কত সেন্টিমিটার?

ক) ২.৫৪ সে.মি. খ) ১২ সে.মি.

গ) ৩০.৪৮ সে.মি. ঘ) কোনটি নয়

উত্তর: ৩০.৪৮ সে.মি,

৬০. সমদ্বিবাহু ত্রিভূজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়কে কি বলে?

ক) স্থুলকোণ খ) সূক্ষ্মকোণ

গ) সমকোণ ঘ) বিপ্রতীপকোণ

উত্তর: স্থুলকোণ

বাংলাদেশ, আন্তর্জাতিক ও অন্যান্য

৬১. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

ক) ময়মনসিংহ
খ) রাঙ্গামাটি
গ) দিনাজপুর
ঘ) চট্টগ্রাম

উত্তর: রাঙ্গামাটি

৬২. নিম্নের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম?

ক) মালদ্বীপ
খ) নেপাল
গ) ভুটান
ঘ) শ্রীলংকা

উত্তর: মালদ্বীপ

৬৩. বাংলাদেশের সুপ্রিমকোর্টের বিভাগ কয়টি?

ক) ৩টি
খ) ৫টি
গ) ৪টি
ঘ) ২টি

উত্তর: ২টি

৬৪. মানব উন্নয়ন সূচক, ২০২০ অনুযারী বাংলাদেশের অবস্থান কত?

ক) ১৪০ খ) ১৩৯ গ) ১৩৩ ঘ) ১৩৫

উত্তর: ১৩৩

৬৫. “রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ”- বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

ক) ১৩ খ) ৭(১) গ) ২৭ ঘ) ২১(১)

উত্তর: ৭(১)

৬৬. বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?

ক) মিশরীয়
খ) পারস্য
গ) চৈনিক
ঘ) মেসোপটেমীয়

উত্তর: মেসোপটেমীয়

৬৭. বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়?

ক) ১৯৭২ খ) ১৯৭১ গ) ১৯৯১ ঘ) ১৯৭৫

উত্তর: ১৯৭২

৬৮. চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?

ক) ৬,৫০০ কি.মি.
খ) ৯,০১৩ কি:মি.
গ) ৮,৮৫০ কি.মি.
ঘ) ৭,৮১০ কি.মি.

উত্তর: ৮৮৫০ কি.মি.

৬৯. কবিশুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সংগীত রচনা করেন?

ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি

উত্তর: ২টি

৭০. পৃথিবীর মানচিত্র প্রথম কারা অংকন করেন?

ক) গ্রীক
খ) মিশরীয়
গ) রোমান
ঘ) ভারতীয়

উত্তর: গ্রীক

৭১. ‘শ্রীকান্ত’ উপন্যাস কার লেখা?

ক) কাজী নজরুল ইসলাম
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) জীবনান্দ দাস
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৭২. এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে?

ক) ৪ খ) ৫ গ) ১ ঘ) ৬

উত্তর: ৪

৭৩. মুজিববর্ষের লোগোর নকশাকার কে?

ক) মোস্তফা জাববার 
খ) কামরুল হাসান
গ) মইনুল ইসলাম
ঘ) সবাসাচী হাজরা

উত্তর: সবাসাচী হাজরা

৭৪. ইসরাইলের আইনসভার নাম কী?

ক) পার্লামেন্ট
খ) ডায়েট
গ) নেসেট
ঘ) সিনেট

উত্তর: নেসেট

৭৫. স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে?

ক) এ.এইচ.এম কামরুজ্জামান
খ) তাজউদ্দীন আহমদ
গ) এম. মনসুর আলী
ঘ) সৈয়দ নজরুল ইসলাম

উত্তর: তাজউদ্দীন আহমদ

৭৬. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?

ক) হাইড্রোজেন
খ) নাইট্রোজেন
গ) অক্সিজেন
ঘ) সিএফসি

উত্তর: সিএফসি

৭৭. বাংলাদেশের নিজন্ব মুদ্রা চালু হয় কত তারিখে?

ক) ৪ মার্চ, ১৯৭২
খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ) ২৬ মার্চ, ১৯৭২
ঘ) ৩ মার্চ, ১৯৭২

উত্তর: ৪ মার্চ, ১৯৭২

৭৮. বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?

ক) জিম্বাবুয়ে
খ) কাতার
গ) ভেনেজুয়েলা
ঘ) দুবাই

উত্তর: জিম্বাবুয়ে

৭৯. বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না?

ক) ১৮ বছর খ) ১৪ বছর

গ) ১৬ বছর ঘ) ১২ বছর

উত্তর: ১৪ বছর

৮০. জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি?

ক) সুইজারল্যান্ড
খ) পূর্ব তিমুর
গ) ফিলিন্তিন
ঘ) দক্ষিণ সুদান

উত্তর: দক্ষিণ সুদান

Leave a Reply