পদাশ্রিত নির্দেশক

Estimated Reading Time: 8 Minutes

যেসব অব্যয় বা প্রত্যয় বাক্যস্থিত পদের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে পদাশ্রয়ী নির্দেশক বলে। যেমন: আজ বাংলা পড়ব, আমাকে ব্যাকরণ বই দাও; এখানে ‘বই’ শব্দ দ্বারা যেকোন ব্যাকরণ বই বোঝাচ্ছে, কোন নির্দেষ্ট বই বোঝাচ্ছে না। বরং অনেকটা ‘আমাকে একটি ব্যাকরণ বই দাও’ বাক্যের মত ভাব প্রকাশিত হয়েছে। অপরদিকে “আজ বাংলা পড়ব, আমাকে ব্যাকরণ বইটি দাও।”- এবাক্যে ‘টি’ প্রত্যয়টি বই শব্দের পরে বসে তাকে নির্দিষ্ট করে দিয়েছে। ইংরেজি Definite Article (‘The’) এর স্থানীয় বা সমতুল্য বিষয় হলো বাংলার পদাশ্রিত নির্দেশক।

বচনভেদে পদার্শ্রিত নির্দেশকের ভিন্নতা দেখা যায়। টি, টা, খানা, খানি, গাছা, গাছি প্রভৃতি নির্দেশক একবচনবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়। অপরদিকে গুলি, গুলো, গুলিন প্রভৃতি নির্দেশক বহুবচনবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়। যেমন:

  • একবচন: বইটি, চুড়িগাছি, একটি ইত্যাদি।
  • বহুবচন: মানুষগুলো, পটলগুলিন ইত্যাদি।

উল্লেখ্য সরু কিন্তু লম্বা এমন জড় বস্তুর সাথে ‘গাছি’ ব্যবহৃত হয়। যেমন: মালাগাছি, লাঠিগাছা ইত্যাদি।

ব্যবহার

সংখ্যাবাচক শব্দের সঙ্গে টা, টি, টু যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন:

  • তিনটি বছর পার হয়ে গেল।
  • তিনি দশটি বছর অপেক্ষা করেছেন এই দিনটির জন্য।

তবে ব্যতীক্রম ‘এক’। ‘এক’-এর সাথে টা, টি, টু যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। যেমন:

  • একটি বই দাও।
  • বাংলাদেশ একটি স্বাধীন দেশ।

বিশেষ্যের পরে টা, টি, খানা, খানি যুক্ত হলে তা নির্দিষ্টতা বোঝায়। যেমন:

  • ছেলেটি ভালো
  • কুকুরটা ডাকছে
  • চেয়ারটা ভাঙা
  • বইখানা দাও তো

নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন:

  • এটি আমার বাড়ি।
  • ওটি আমার তৈরি।
  • এটি আমার প্রিয় বই।

বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কেতা, তা, পাটি ব্যবহৃত হয়। যেমন:

  • তিন কেতা জমির দাম এখন পনের হাজার টাকা মাত্র
  • আমাকে দশ তা কাগজ দেন
  • করিমের এক পাটি জুতা লাগবে

বচনবাচক বা সংখ্যাবাচক শব্দের আগে ‘গোটা’ বা শব্দের পরে খানা, খানি যুক্ত হয়ে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা উভয়ই বোঝাতে পারে। যেমন:

  • গোটা দেশটাই ছারখার হয়ে গেল (নির্দিষ্ট)
  • গোটা তিনেক আম দাও (অনির্দিষ্ট)
  • দুখানা কম্বল দাও (নির্দিষ্ট)
  • একখানা বই দাও (অনির্দিষ্ট)

টাক, টুকু, টুক, টো ইত্যাদি নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা উভয়ই বোঝাতে পারে। যেমন:

  • বিড়ালটাক দুধ দেও। (অনির্দিষ্ট)
  • সবটুকু দুধ খেয়ে ফেল। (নির্দিষ্ট)

উল্লেখ্য কোন সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন:

  • চারটে ভাত দাও
  • দুধটুকু খেয়ে নাও
  • গোটা চারেক আম দিয়ে যাও

নিরর্থকভাবেও টা, টি ব্যবহৃত হয়। যেমন:

  • ন্যাকামিটা এখন রাখ।

Leave a Reply