পদ্মা সেতু

Estimated Reading Time: 6 Minutes

পদ্মা সেতু বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী ‘পদ্মা’-র উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। নিমার্ণ শেষ হলে সেতুটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষকে সড়ক ও রেলপথে ঢাকার সাথে যুক্ত করবে। সেতুটি সংযুক্ত করবে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুর জাজিরা – কে। কংক্রিট ও স্টিল দ্বারা নির্মিত সেতুটি হবে দ্বিতল বিশিষ্ট এবং ‘S’ আকৃতির। উপরে থাকবে ৭২ ফুটের ৪ লেনের সড়কপথ এবং নিচে থাকবে রেলপথ। সেতুটিতে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা থাকবে।

দৈর্ঘ্য ও প্রস্থ

দৈর্ঘ্য ও প্রস্থ

পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার

পাইল ও পিলার

পাইল ও পিলার

মোট পাইল ২৯৪ টি ও মোট পিলার ৪২টি।

স্প্যান

স্প্যান

৪২ টি পিলার এর উপর স্থাপন করা হয়েছে ৪১ টি স্প্যান। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার।

২০১৭ সালে ৩০ সেপ্টেম্বর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় এবং ২০২০ সালে ১০ ডিসেম্বর ১২ ও ১৩ তম পিলারে ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরো পদ্মা সেতু দৃশ্যমান হয়।

এক নজরে পদ্মা সেতু-

প্রকল্পের নাম

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প

উদ্বোধন

১২ ডিসেম্বর ২০১৫। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী শাসন এবং মূল সেতুর কাজের উদ্বোধন করেন।

নির্মান

সেতু নির্মাণ করছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লি. এবং নদী শাসনের কাজ করছে চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লি.।

ভূমিকম্প সহনশীলতা
রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয়।

ভায়াডাক্ট

পদ্মা সেতুর ভায়াডাক্ট অংশ প্রায় ৩.২ কিলোমিটার এবং ভায়াডাক্ট পিলার (ভূমি অংশের পিলার) ৮১ টি।

উচ্চতা

পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট

খরচ

৩০ হাজার কোটি টাকারও বেশি।

জিডিপিতে অবদান

সেতুটি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ২৩ শতাংশ বাড়াবে। উল্লেখ্য এ হিসাবে রেল সংযোগের বিষয়টি ছিল না।

আরও পোস্ট

Leave a Reply