পরিমাপের একক ‌ও পরিমাপযন্ত্র

Estimated Reading Time: 15 Minutes

রাশির একক

ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। প্রত্যেক রাশি পরিমাপের জন্য ভিন্ন ভিন্ন একক ব্যবহার করা হয়। বিশ্বে রাশি পরিমাপের বিভিন্ন পদ্ধতি চালু আছে। রাশি পরিমাপের আন্তর্জাতিক একক কে S.I. একক বলে।

রাশিF.P.S. (ব্রিটিশ পদ্ধতি)C.G.S. (মেট্রিক পদ্ধতি)M.K.S. (S.I. পদ্ধতি)
দৈর্ঘ্যফুটসেন্টিমিটারমিটার
ভরপাউন্ডগ্রামকিলোগ্রাম
সময়সেকেন্ডসেকেন্ডসেকেন্ড
বলপাউন্ডালডাইননিউটন
কাজফুট-পাউন্ডালআর্গজুল
ক্ষমতাফুট-পাউন্ডাল/সেকেন্ডআর্গ/সেকেন্ডওয়াট
শক্তিফুট-পাউন্ডালআর্গজুল
***F.P.S. – Foot Pound Second, C.G.S. – Centimeter Gram Second, M.K.S. – Meter, Kilogram, Second

দশকের সূচকের নাম

পেটা1015ডেসি10-1
টেরা1012সেন্টি10-2
গিগা109মিলি10-3
মেগা106মাইক্রো10-6
কিলো103ন্যানো10-9
হেক্টো102পিকো10-12
ডেকা101ফমটো10-15
অ্যাটো10-18

দৈর্ঘ্যের একক

  • ১ ইঞ্চ = ২.৫৪ সেন্টিমিটার
  • ১ ফুট = ০.৩০৫ মিটার = ১২ ইঞ্চি
  • ১ গজ = ০.৯১৪ মিটার
  • ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার। সমুদ্রপথ পরিমাপ করা হয়। ১ নট = স্থলপথের ১.৪ মাইল।
  • ১ ফ্যাদাম = ৬ ফুট। পানির গভীরতা মাপা হয় ফ্যাদাম এককে।
  • ১ সেন্টিমিটার = ০.৩৯ ইঞ্চি
  • ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চ = ৩.২৮ ফুট = ১.০৯৪ গজ
  • ১ কিলোমিটার = ০.৬২ মাইল
  • ১ ইঞ্চ (ইঞ্চ) = ১/৩৬ গজ = ১/১২ ফুট
  • ১ ফুট (ফুট) = ১/৩ গজ
  • ১ রড (রড) = ৫ ১/২ গজ
  • ১ ফারলং (ফার) = ২২০ গজ = ১/৮ মাইল
  • ১ মাইল (মাইল) = ১,৭৬০ গজ = ৫,২৮০ ফুট = ১.৬০৯ কিলোমিটার
  • ১ নটিক্যাল মাইল = ৬,০৭৬.১ ফুট
  • ১ মিলিমিটার (মিমি) = ১/১,০০০ মিটার
  • ১ সেন্টিমিটার (সেমি) = ১/১০০ মিটার
  • ১ ডেসিমিটার (ডেসি) = ১/১০ মিটার
  • ১ ডেকামিটার (ডেকা) = ১০ মিটার
  • ১ কিলোমিটার (কিমি) = ১০০০ মিটার

ক্ষেত্র এর একক

  • ১ বর্গ সেন্টিমিটার = ১/১০,০০০ বর্গ মিটার
  • ১ বর্গ ডেসিমিটার = ১/১০০ বর্গ মিটার
  • ১ এয়র = ১০০ বর্গমিটার
  • ১ বর্গ ইঞ্চ = ৬.৪৫ বর্গ সেন্টিমিটার
  • ১ বর্গ ফুট = ০.০৯৩ বর্গ মিটার
  • ১ বর্গ গজ = ০.৮৪ বর্গ মিটার
  • ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
  • ১ বিঘা = ২০ কাঠা = ১৬০০ বর্গগজ = ১৩৩৮ বর্গ মিটার
  • ১ হেক্টর = ২.৪৭ একর = ১০০ এয়র = ১০,০০০ বর্গ মিটার
  • ১ একর = ০.৪০৫ হেক্টর = ৪,০৪৭ = বর্গ মিটার = ৩ বিঘা ৪ ছটাক।
  • ১ বর্গ মাইল = ২.৫৯ বর্গ কিলোমিটার = ৬৪০ একর
  • ১ বর্গ সেন্টিমিটার = ০.১৫৫ বর্গ ইঞ্চ
  • ১ বর্গ মিটার = ১.২ বর্গ গজ = ১০.৮ বর্গ ফুট
  • ১ বর্গ কিলোমিটার = ০.৩৮৬ বর্গ মাইল = ২৪৭ একর
  • ১ বর্গ ইঞ্চ = ১/১,২৯৬ বর্গ গজ = ১/১৪৪ বর্গ ফুট
  • ১ বর্গ ফুট = ১/৯ বর্গ গজ = ১৪৪ বর্গ ইঞ্চ
  • ১ বর্গ রড = ৩০ ১/৪ বর্গ গজ
  • ১ একর = ৪,৮৪০ বর্গ গজ = ১৬০ বর্গ রড
  • ১ বর্গ মাইল = ৩,০৯৭,৬০০ বর্গ গজ = ৬৪০ একর

আয়তনের একক

  • ১ ঘন লিটার = ১০০০ লিটার
  • ১ ঘন ফুট = ২৮৬৭ লিটার
  • ১ টেবিল-চামচ = ১/২ আউন্স = ৩ চা-চামচ
  • ১ আউন্স(US) = ১/১২৮ গ্যালন(US) = ১/১৬ পহসট(US)
  • ১ ইমপেরিয়াল আউন্স = ১/১৬০ ইমপেরিয়াল গ্যালন
  • ১ গিল = ১/৩২ গ্যালন = ৪ আউন্স
  • ১ ইউ এস গ্যালন = ২৩১ ঘন ইঞ্চ
  • ১ ইমপেরিয়াল গ্যালন = ২৭৭.৪ ঘন ইঞ্চ
  • ১ ইউ এস বুশেল = ২,১৫০.৪ ঘন ইঞ্চ
  • ১ ইমপেরিয়াল বুশেল = ২,২১৯.৪ ঘন ইঞ্চ
  • ১ আউন্স = ২৯.৬ মিলিলিটার
  • ১ পহসট (US) = ০.৪৭৩ লিটার
  • ১ গ্যালন (US) = ০.৮৪ ইমপেরিয়াল গ্যালন = ৩.৭৮৫লিটার
  • ১ গ্যালন (British) = ১.২ গ্যালন (US) = ৪.৫ লিটার
  • ১ ব্যারেল (US) = ৪২ গ্যালন (US)
  • ১ ইউ এস বুশেল = ০.৯৭ ইমপেরিয়াল বুশেল = ৩৫.২৪ লিটার
  • ১ ইমপেরিয়াল বুশেল = ১.০৩ ইউ এস বুশেল = ৩৬.৩৭ লিটার

ভর বা ওজন

  • ১ গ্রেইন = ৬৪ মিলিগ্রাম
  • ১ মিলিগ্রাম = ০.০১৫ গ্রেইন
  • ১ গ্রাম = ০.০৩৫ আউন্স (avoirdupois)
  • ১ পাউন্ড = ১৬ আউন্স = ০.৪৫ কিলোগ্রাম
  • ১ কিলোগ্রাম = ২.২০৫ পাউন্ড (avoirdupois)
  • ১ সের = ০.৯৩ কিলোগ্রাম = ১৬ ছটাক
  • ১ টন = ১০০০ কিলোগ্রাম
  • ১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
  • ১ মন = ৩৭.৩২ কিলোগ্রাম = ৪০ সের
  • ১ মেট্রিক টন (t) = ১,০০০ কিলোগ্রাম
  • ১ মেট্রিক টন = ১.১ ছোট টন
  • ১ কেজি = ২.২০ পাউন্ড =৩৫.২৭৪ আউন্স = ১.০৭ সের
  • ১ ক্যারেট = ২ গ্রাম।মুল্যবান ধাতু ও পাথর সামগ্রী ক্যারেট এককে প্রকাশ করা হয়।
  • ১ বেল = ৪০০ পাউন্ড = ৫ মন (প্রায়)। পাট বা তুলা পরিমাপ করা হয় বেল এককে।

৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ১ লিটার পানির ওজন ১ কেজি

তাপমাত্রা

  • সেলসিয়াস = (১০০/১৮০) X ( ফারেনহাইট – ৩২)
  • ফারেনহাইট = (১.৮ X সেলসিয়াস) + ৩২
  • কেলভিন = সেলসিয়াস + ২৭৩.১৫
  • সেলসিয়াস = কেলভিন – ২৭৩.১৫
  • কেলভিন = [(১০০/১৮০) X ( ফারেনহাইট – ৩২)] +২৭৩.১৫
  • ফারেনহাইট = [১.৮ X ( কেলভিন – ২৭৩.১৫)] + ৩২

অন্যান্য একক

  • ১ মিলিয়ন = ১০ লাখ
  • ১ কোটি = ১০ মিলিয়ন
  • ১ বিলিয়ন = ১০০ কোটি
  • ১ ট্রিলিয়ন = ১ লক্ষ কোটি

পরিমাপ যন্ত্র

চাপ

  • ম্যানোমিটার – গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র
  • ব্যারোমিটার – বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র

গতি

  • ওডোমিটার – মোটরগাড়ির গতি নির্ণায়ক যন্ত্র
  • এনিমিটার – বাতাসের গতিবেগ নির্ণায়ক যন্ত্র
  • ট্যাকোমিটার – বিমানের গতি নির্ণায়ক যন্ত্র
  • কার্ডিওগ্রাফ – হৃতপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র

অন্যান্য পরিমাপ যন্ত্র

  • জাইরোকম্পাস – জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র
  • ক্রনোমিটার – সময় নির্ণায়ক যন্ত্র (জাহাজের)
  • স্ফিগমোম্যানোমিটার – মানবদেহের রক্ষচাপ নির্ণায়ক যন্ত্র
  • সিসমোগ্রাফ – ভূমিকম্প তরঙ্গ নির্ণায়ক যন্ত্র

Leave a Reply