ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনামকে পক্ষ বা পুরুষ বলে। বাক্যে পুরুষকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়। পুরুষ তিন প্রকার। যথা:
উত্তম পুরুষ: বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে বা যে পদ দ্বারা বক্তা নিজেকে নির্দেশ করে তাকে উত্তম পুরুষ বলে। যেমন: আমি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাই। অর্থাৎ স্বয়ং বক্তাই উত্তম পুরুষ।
মধ্যম পুরুষ: বক্তা প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তিকে সম্বোধন করতে যেসব সম্বোধনবাচক শব্দ ব্যবহার করে তাকে মধ্যম পুরুষ বলে। যেমন: তুমি, তোমরা, তোমাকে, তোমার, তোমাদের ইত্যাদি; তুমি কোথায় যাচ্ছ।
নাম পুরুষ: পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে সম্বোধন করতে যেসব সম্বোধনবাচক শব্দ ব্যবহার করে তাকে নাম পুরুষ বলে। অর্থাৎ আমি বাচক ও তুমি বাচক পদ ব্যতীত অন্য সব বিশেষ্য পদ ও সর্বনাম পদই নাম পুরুষ। যেমন: সে, তারা, তার ইত্যাদি; সে ভাল ছেলে।
পুরুষভেদে বাক্যে ক্রিয়ার রূপের পার্থক্য হয়। যেমন:
- আমি (উত্তম পুরুষ) কাজটি করেছি।
- আপনি (মধ্যম পুরুষ) কাজটি করেছিলেন।
- তিনি (নাম পুরুষ) কাজটি করেছেন।
সাধারণ, সম্প্রমাত্মক ও তুচ্ছার্থক শব্দভেদে মধ্যম ও নাম পুরুষের ক্রিয়ার রূপের পার্থক্য হয়ে থাকে, কিন্তু উত্তম পুরুষে পার্থক্য হয় না। যেমন:
- তুই কাজটি করেছিলি।
- তুমি কাজটি করেছিলে।
- সে কাজটি করেছিল।
- তিনি কাজটি করেছিলেন।