বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক ও বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ। তার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তিনি হেনরি লুই ডিরোজিওর শিষ্য ও ভাবশিষ্য ছিলেন।
সম্পাদিত পত্রিকা: মাসিক (১৮৫৪)
উপন্যাস
আলালের ঘরের দুলাল (১৮৫৭): বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এটি। কথ্য বা আলালী ভাষায় রচিত। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল The spoiled child নামে। উল্লেখযোগ্য চরিত্র: বাবুরাম, মতিরাম, বাটলর (ধূর্ত উকিল), বঞ্চারাম, মোকাজান মিঞা বা ঠকচাচা, বক্রেশ্বর (তোষামদকারী)।
অন্যান্য গ্রন্থ
“মদ খাওয়ার কী দায়, জাত থাকার কী উপায়”, গীতাঙ্কুর, কৃষিপাঠ, Agriculture in Bengal, The Zamindar and Royals (চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে রচিত).