শিক্ষাবিদ, সাহিত্যিক
জন্ম: ১৮৯৪, টাঙ্গাইল; মৃত্যু: ১৯৭৮
প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ মুসলিম পুনর্জাগরণের লেখক হিসেবে খ্যাত। একসময় বাংলা, উড়িষ্যা ও বিহারের মধ্যে তিনিই একমাত্র প্রিন্সিপাল ছিলেন। তাই তার নামের সাথে প্রিন্সিপাল শব্দটি যুক্ত হয়েছে। ‘আল হেলাল সাহিত্য সমিতি’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তরুণদের সাহিত্যচর্চায় উৎসাহিত করেছেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা ও ওকালতি পেশনয় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৪৮ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি ব্রিটিশ আমলে ‘খান সাহেব’ ও ‘খান বাহাদুর’ এবং পাকিস্তান আমলে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধিতে ভূষিত হন।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
- নাটক: কামাল পাশা, আনোয়ার পাশা, কাফেলা, বাদশা
- উপন্যাস: বৌ বেগম
- গল্পগ্রন্থ: মানুষ
- স্মৃতিকথা: , লিপি সংলাপ
- ভ্রমণকাহিনী: ইস্তাম্বুল যাত্রীর পত্র, নয়া চীনে এক চক্কর, বেদুঈনের দেশে
- শিশু সাহিত্য: নিজাম ডাকাত
- অনুবাদ: আরব জাতি, বরফের দেশে ইত্যাদি।
উল্লেখ্য ‘কামাল পাশা’ কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম।