“বুড় সালিকের ঘাড়ে রোঁ” এর ভাবার্থ যে বুড়োরা খোকা সাজতে চায় অথবা বুড়ো অথর্ব জমিদার, যে সম্পদ দিয়ে নিজের অক্ষমতা ঢেকে ভোগ ইচ্ছায় মেতে উঠে। শালিক শব্দের আলংকারিক ও প্রাহসনিক অর্থ জমিদার এবং ‘রোঁ’ এর প্রহসনিক অর্থ ভীমরতি (অর্থের বলে)।
জমিদার ভক্তপ্রসাদ বাবু, প্রজাদের মঙ্গলের চেয়ে নারী লিপ্সায় বেশি ব্যস্ত থাকেন। প্রজা হানিফ গাজী খাজনা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ভক্তবাবু তার পেয়াদা গদাধরকে হানিফকে আটকের নির্দেশ দেন। গদা ভক্তবাবুকে জানায় হানিফের যুবতী স্ত্রী যথেষ্ট সুন্দরী। ভক্তবাবু খাজনার বদলে হানিফের স্ত্রীকে একবার ডাকতে পারেন। হঠ্যাৎ ভক্তবাবুর মনে পড়ে মুসলমানকে স্পর্শ করলে জাত যাবে। কিন্ত পরক্ষণেই নিজ মনে আবার বলে ওঠে, ‘স্ত্রীলোক -তাদের আবার জাত কি?’ ভক্তবাবু হানিফের বউকে রাজি করাতে পারলে গদাধরকে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে প্রজার কল্যাণে টাকা খরচে ভক্তবাবুর ভীষণ আপত্তি। বাচস্পতি (দরিদ্র বাহ্মণ) তার মায়ের সৎকারের জন্য টাকা চাইলে, তা দিতে অস্বীকার জানান।
ভক্তবাবুর পক্ষে পুঁটি প্রস্তাব নিয়ে ফাতেমার কাছে যায়। ফাতেমা প্রস্তাবে রাজি হয় এবং এ বাবদ টাকা নেয়। এদিকে ফাতেমা হানিফকে সব জানায়। ভক্তবাবুকে জব্দ করার ফন্দি আঁটে ফাতেমা, হানিফ এবং বাচস্পতি। তারা এমন পরিস্থিতির অবতারনা করার পরিকল্পনা করে যাতে ভক্তবাবু বেকায়দায় পড়ে যায়।
রাতে পুঁটি ফাতেমাকে নিয়ে যায় ভাঙ্গা শিবমন্দিরে। এদিকে বাচস্পতি ও হানিফ পূর্বপরিকল্পনা অনুযায়ী মন্দিরের পাশের এক গাছের ওপরে লুকিয়ে থাকে। উল্লেখ্য শিবমন্দিরে ভূতের ভয় আছে। ভক্তপ্রসাদ গদাকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হলে, বাচস্পতি ও হানিফ তাদের ভূতের ভয় দেখায়। হানিফ ভূতের বেশে গদা, ভক্তপ্রসাদ বাবু ও পুঁটিকে উত্তমমধ্যম দিয়ে দ্রুত সরে পড়ে। এতে পুঁটি ও ভক্তপ্রসাদ অজ্ঞান হয়ে যায়, আর গদা জীবন বাচাতে একা পালায়।
পরে বাচস্পতি পরিকল্পনামাফিক সেখানে উপস্থিত হলে ভক্তপ্রসাদ বাবু হাতে নাতে ধরা পড়েন এবং পরিকল্পনা মাফিক হানিফও সেখানে উপস্থিত হয়। লম্পট,ভন্ড ভক্তপ্রসাদ বাবু সমাজে নিজের সম্মান বাঁচাতে বাচস্পতি ও হানিফের শর্তে রাজি হয়। সে বাচস্পতি কে তাঁর জমি ফেরত ও টাকা ধার দিতে রাজি হয় এবং হানিফকেও দুইশত টাকা দিতে রাজি হয়। শেষে ভক্তপ্রসাদ হাত জোড় করে প্রতিজ্ঞা করে আর কখনো মেয়েদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না।
উল্লেখযোগ্য চরিত্র: ভক্তপ্রসাদ বাবু, হানিফ, গদা, পুটি, ফাতেমা, বাচস্পতি
তথ্য: নাটক(প্রহসন), রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
আরও পোস্ট
আরও দেখুন: সংক্ষিপ্ত কাহিনী