মদনমোহন তর্কালঙ্কার

Estimated Reading Time: 3 Minutes

কবি; জন্ম: ১৮১৭; মৃত্যু: ১৮৫৮ (কলেরা রোগে)

মদনমোহন তর্কালঙ্কার ঊনবিংশ শতাব্দীর একজন কবি, সমাজ সংস্কারক ও পণ্ডিত ব্যক্তিত্ব। তার পারিবারিক উপাধি ‘চট্টোপাধ্যায়’। তবে ‘তর্কালঙ্কার’ (উপাধি) হিসেবেই তিনি অধিক পরিচিত। তিনি লেখ্য বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তাঁর সতীর্থ ও বন্ধু। বিদ্যাসাগরের সহায়তায় তিনি “সংস্কৃত যন্ত্র” নামক ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এখান থেকে ভারতচন্দ্র রায়গুণকরের “অন্নদামঙ্গল” প্রথম গ্রন্থাকারে মুদ্রিত হয়। কর্মজীবনে তিনি ছিলেন শিক্ষক। তিনি সংস্কৃত কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ প্রভৃতি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি ‘হিন্দু বিধবা বিবাহ’ প্রথার অন্যতম উদ্যোক্তা ছিলেন। এছাড়া নারী শিক্ষার প্রচার ও প্রসারে তার অবদান অনস্বীকার্য।

উপাধি: কাব্যরত্নাকর, তর্কালঙ্কার

সাহিত্যকর্ম:

  • রসতরঙ্গিনী
  • বাসবদত্তা
  • শিশুশিক্ষা (শিশু শিক্ষার উদ্দ্যেশ্যে রচিত)

বিখ্যাত উক্তি:

  • পাখি সব করে রব রাত্রি পোহাইলে
  • কননে কুসুমকলি সকলই ফুটিল
  • সকালে উঠিয়া আমি মনে মনে বলে
  • লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে

Leave a Reply