মিনস্ক প্রোটকল

Estimated Reading Time: 2 Minutes

মিনস্ক প্রোটোকল হল ইউক্রেনের ডনবাস অঞ্চলে যুদ্ধ অবসানের লক্ষ্যে বেলারুশের রাজধানী মিনস্কে স্বাক্ষরিত একটি চুক্তি। চুক্তির পক্ষগুলো হলো ইউক্রেন, রাশিয়া ও Organization for Security and Co-operation in Europe (OSCE). মূলত ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি স্বাক্ষরিত হয়। মিনস্ক চুক্তি ২০১৪ সালে প্রথম স্বাক্ষরিত হয়। এর বিধানগুলির মধ্যে রয়েছে বন্দী বিনিময়, মানবিক সহায়তা প্রদান এবং ভারী অস্ত্র প্রত্যাহার। কিন্তু উভয় পক্ষের লঙ্ঘনের সাথে চুক্তিটি দ্রুত ভেঙ্গে গেলে পরবর্তীতে ২০১৫ সালে ১৩ দফা সম্বলিত ২য় মিনস্ক চুক্তি স্বাক্ষরিত হয়।

Leave a Reply