মুজিব বর্ষ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপণ উপলক্ষে বঙ্গবন্ধুর এক জন্মদিন থেকে আরেক জন্মদিন পর্যন্ত বছরব্যাপী বাংলাদেশ সরকারের ঘোষিত বর্ষ। এর সময়কাল ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত।
উল্লেখ্য বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ১০ জানুয়ারি থেকে। তবে বর্ষ হিসাব করা হবে ১৭ মার্চ ২০২০ থেকে।
৬ জুলাই ২০১৮ তারিখে ২০২০-২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণগণনা শুরু করেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস অর্থাৎ ১০ জানুয়ারি ২০২০ থেকে। ইউনেস্কো বাংলাদেশের সাথে যৌথভাবে বৈশ্বিকভাবে এ দিবস পালনে সম্মতি জানিয়েছে। ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয় (২৫ নভেম্বর ২০১৯)। এছাড়া ইউনেস্কো ২০২০ সাল থেকে বঙ্গবন্ধুর নামে পুরষ্কার দিতে যাচ্ছে। ২০১৯ সালে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করে। তাই মুজিব বর্ষ পালন করবে বর্তমান ইউনেস্কো সদস্য ১৯৩টি দেশ। মুজিববর্ষ উপলক্ষে আযোজিত বঙ্গবন্ধু বিপিএল(৭) – ২০১৯ এর চ্যাম্পিয়ন দল – রাজশাহী রয়্যালস। ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন রাইলি রুশো এবং সর্বচ্চ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৭ মার্চ ১৯২০ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। তাঁর বাবার নাম শেখ লুৎফর রহমান, মা- সায়েরা খাতুন। ছয় ভাই-বোনের মধ্যে শেখ মুজিব ছিলেন তৃতীয়। বিবিসি জরিপে জনপ্রিয় ভোটে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এক নজরে মুজিব বর্ষ
- মুজিববর্ষ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)।
- সময়কাল: ১৭ মার্চ ২০২০—১৭ মার্চ ২০২১।
- ঘোষণা করা হয়: ১২ জানুয়ারি ২০১৯।
- ঘোষণা করেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ক্ষণগণনা শুরু হয়: ১০ জানুয়ারি ২০২০ থেকে।
- লোগো ডিজাইনার: সব্যসাচী হাজরা।
- থিম সং: “বাংলার ধ্রুবতারা”। গীতিকার: কবি কামাল চৌধুরি। সুরকার ও সংগীত পরিচালক: নাকিব খান।
- মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান আয়োজিত হয়: তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা। উদ্বোধন করেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মুজিব বর্ষ উদযাপনে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কি? উত্তর: www.mujib100.gov.bd
- ইউনেসকোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? উত্তর: ৪০তম।
- ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়? উত্তর: ১ মার্চ।
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কয়টি স্মারক মুদ্রা প্রকাশ করে? উত্তর: চারটি। একটি স্বর্ণমুদ্রা, একটি স্মারক মুদ্রা, ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট।
- ৫ সেপ্টেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে? উত্তর: ডক্টর অব লজ (মরণোত্তর)।
- অমর একুশে বইমেলা ২০২০ কাকে উত্সর্গ করা হয়েছে? উত্তর: ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
- মুজিব বর্ষে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়: বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি।
- মুজিব বর্ষে উপলক্ষে “বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ” ঘোষণা করা হয়: হালদা নদীকে।