কবি; জন্ম: ১৮৮২; মৃত্যু: ১৯২২ (ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়ে)
বাংলা কবিতায় ছন্দের ঝংকার তোলার জন্য সত্যেন্দ্রনাথ দত্ত বিখ্যাত হয়ে আছেন। বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর মৌলিক কীর্তি। নানাবিধ ছন্দোনির্মাণ ও ছন্দ উদ্ভাবনে পারদর্শীতার জন্য তাকে “
“, “ছন্দের রাজা” বলা হয়। তিনি ‘বৈদিক গায়ত্রী’ ছন্দে কবিতা রচনা করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন ভাষার কবিতা বাংলায় অনুবাদ করে বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন। তার পিতামহ অক্ষয়কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর কাজী নজরুল ইসলাম ‘সত্যেন প্রয়াণ’ কবিতাটি রচনা করেন।ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর
সাহিত্যকর্ম
কবিতা
মৌলিক কাব্য: সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, বেলা শেষের গান, কাব্য সঞ্চায়ন ইত্যাদি
অনুদিত কাব্য: মণি-মুঞ্জুষা
উল্লেখযোগ্য কবিতা: , ঝর্ণার গান, মানুষ জাতি, খাঁটি সোনা ইত্যাদি।
অন্যান্য রচনা
রচনা | রচনার ধরন | তথ্য |
---|---|---|
জনম দুঃখী | উপন্যাস | এটি একটি অনুদিত রচনা। |
রঙ্গমল্লী | নাটক | অনুদিত রচনা। |
চীনের ধূপ | প্রবন্ধ | |
ছন্দ-সরস্বতী | প্রবন্ধ | ১৯১৮ সালে ভারতী পত্রিকায় ছন্দ সম্পর্কিত প্রসিদ্ধ এ রচনাটি প্রকাশিত হয়। |
বিখ্যাত পঙক্তি
মধুর চেয়ে আছে মধুর / সে আমার এই দেশের মাটি
আমার দেশের পথের ধুলা / খাঁটি সোনার চেয়ে খাঁটি। – খাঁটি সোনা
কালো আর ধলো বাইরে
ভিতরে সবারই সমান রাঙা – মানুষ জাতি