ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ রচনা

Estimated Reading Time: 13 Minutes

ভাষা আন্দোলন বিষয়ক

ভাষা আন্দোলন ভিত্তিক বেশ কিছু সাহিত্যকর্ম থাকলেও এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যকর্মের উল্লেখ করা হল।

ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৫৩)। এর সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। প্রকাশের তিন সপ্তাহের মধ্যে এটি পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করে।

উপন্যাস

লেখকসহিত্যকর্ম
জহির রায়হানআরেক ফাল্গুন (১৯৬৯)
শওকত ওসমানআর্তনাদ (১৯৮৫)
সেলিনা হোসেননিরন্তর ঘণ্টাধ্বনি (১৯৮৭)

ছোটগল্প

লেখকসহিত্যকর্ম
জহির রায়হানএকুশের গল্প
শওকত ওসমানমৌন নয়
রাবেয়া খাতুনপ্রথম বৌদ্ধভূমি
আনিসুজ্জামানদৃষ্টি

কবিতা

লেখকসহিত্যকর্ম
মাহবুব উল আলম চৌধুরিকাঁঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
আলাউদ্দীন আল আজাদস্মৃতির মিনার
শামসুর রাহমানবর্ণমালা, আমার দুখিনী বর্ণমালা
মহাদেব সাহাএকুশের গান

গান

লেখকসহিত্যকর্মতথ্য
আবদুল গাফফার চৌধুরিআমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিপ্রথম সুরকার – আব্দুল লতিফ, বর্তমান সুরকার- আলতাফ মাহমুদ।
ফজল এ খোদাসালাম সালাম হাজার সালামসুরকার ও শিল্পী- আব্দুল জব্বার।
আবদুল লতিফওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়

নাটক

লেখকসহিত্যকর্ম
মুনির চৌধুরীকবর

চলচ্চিত্র

লেখকসহিত্যকর্ম
জহির রায়হানজীবন থেকে নেওয়া
Let there be light

গবেষণা গ্রন্থ

লেখকসহিত্যকর্ম
এম আর আখতার মুকুলএকুশের দলিল ও
ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা
হুমায়ুন আজাদভাষা আন্দোলন
রফিকুল ইসলামশহীদ মিনার
বাংলা ভাষা আন্দোলন

মুক্তিযুদ্ধ বিষয়ক

২০১৫ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রায় ৪৫০০+ বই প্রকাশিত হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ কিছু রচনার উল্লেখ করা হয়েছে।

ষোল খণ্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা করেছেন – হাসান হাফিজুর রহমান।

নাটক

লেখকরচনা
মমতাজ উদ্দীন আহমেদকি চাহ শঙ্খচিল, বর্ণচোর, বকুলপুরের স্বাধীনতা
নীলিমা ইব্রাহীমযে অরণ্যে আলো নেই
সৈয়দ শামসুল হকপায়ের আওয়াজ পাওয়া যায়
সাইদ আহমদপ্রতিদিন একদিন
আলাউদ্দীন আল আজাদনরকে লাল গোলাপ
জিয়া হায়দারপঙ্কজবিভাস
মোহাম্মদ এহসানুল্লাহকংশুক মরুতে

উপন্যাস

লেখকরচনা
আনোয়ার পাশারাইফেল রোটি আওরাত
হুমায়ুন আহম্মেদশ্যামল ছায়া
জোছনা ও জননীর গল্প
আগুনের পরশমণি
দেয়াল
শওকত ওসমানদুই সৈনিক
নেকড়ে অরণ্য
জাহান্নাম হতে বিদায়
জলাঙ্গী
সৈয়দ শামসুল হকনীলদংশন, নিষিদ্ধ লোবান
সেলিনা হোসেনহাঙর নদী গ্রেনেড, যুদ্ধ
শওকত আলীযাত্রা
আল-মাহমুদউপমহাদেশ
আবু জাফর শামসুদ্দিনদেয়াল
শামসুর রাহমানঅদ্ভুত আঁধার এক
সরদার জয়েনউদ্দিনবিধ্বস্ত রোদের ঢেউ
ইমদাদুল হক মিলনকালো ঘোড়া
রাবেয়া খাতুনফেরারী সূর্য
তাহমিনা আনামএ গোল্ডেন এজ
রশীদ করীমআমার যত গ্লানি

প্রবন্ধ

লেখকরচনা
মেজর আব্দুল জলিলA search for Identity
মেজর জেনারেল সুখওয়অন্ত সিংThe liberation of Bangladesh
ড. নীলিমা ইব্রাহিমআমি বীরাঙ্গনা বলছি
সেলিনা হোসেনএকাত্তরের ঢাকা

স্মৃতিকথা

লেখকরচনা
এম আর আখতার মুকুলআমি বিজয় দেখেছি
জাহানারা ইমামএকাত্তরের দিনগুলি
সুফিয়া কামালএকাত্তরের ডায়েরি

চলচ্চিত্র

লেখকরচনা
জহির রায়হানStop Genocide
চাষী নজরুল ইসলামওরা ১১ জন
নাসিরউদ্দিন ইউসুফএকাত্তরের যীশু
খান আতাউর রহমানআবার তোরা মানুষ হ

অন্যান্য

লেখকরচনা
শওকত ওসমানজন্ম যদি তব বঙ্গে (গল্প)
শেখ মুজিবুর রহমানআমার কিছু কথা
মেজর এম. এ. জলিলঅরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা
এস এম এ ভূইয়ামুক্তিযুদ্ধের নয়মাস
পান্না কায়সারহৃদয়ে বাংলাদেশ
রামেশ মজুনদারবাংলাদেশ আমার বাংলাদেশ
গাজীউল হকএবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
আব্দুল গাফফার চৌধুরীআমরা বাংলাদেশী না বাঙ্গালী
আলাউদ্দিন আল আজাদফেরারী ডায়েরী
অক্সফামদ্য টেস্টিমনি অব সিক্সটি (একাত্তরের সংকলন)
অ্যান্থনি মাসকারেনহাসদ্য রেইপ অব বাংলাদেশ, লিগাসি অব ব্লাড (বাংলাদেশ রক্তের ঋণ)
ড. মুনতাসির মামুনপাকিস্তানি জেনারেলের মন
গ্রামীণফোন ও প্রথম আলোএকাত্তরের চিঠি (পত্র সংকলন)
অ্যালেন গিনসবার্গসেপ্টেম্বর অন যশোর রোড (কবিতা)

একনজরে-

  • মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিকথা ‘একাত্তরের দিনগুলি’ লিখেছেন জাহানারা ইমাম এবং ‘একাত্তরের ডায়েরি’ লিখেছেন সুফিয়া কামাল। প্রবন্ধ ‘একাত্তরে ঢাকা’ লিখেছেন সেলিনা হোসেন। ‘একাত্তরের চিঠি’ পত্র সংকলন প্রকাশ করেছে প্রথম আলো। এছাড়া ‘একাত্তরের যীশু’ চলচিত্র নাসিরউদ্দিন ইউসুফের।
  • ‘ফেরারী সূর্য’ উপন্যাস লিখেছেন রাবেয়া খাতুন এবং ‘ফেরারী ডায়েরী’ গ্রন্থটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ।
  • ‘দেয়াল’ নামে মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস লিখেছেন আবু জাফর শামসুদ্দীন ও হুমায়ুন আহমেদ।
  • বিদেশীদের গুরুত্বপূর্ণ রচনা – The liberation of Bangladesh (মেজর জেনারেল সুখওয়অন্ত সিং, ভারত), দ্য রেইপ অব বাংলাদেশ, লিগাসি অব ব্লাড (অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তান), সেপ্টেম্বর অন যশোর রোড (অ্যালেন গিনসবার্গ, যুক্তরাষ্ট্র)।
76

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ রচনা

বিগত সালের প্রশ্ন

1 / 34

ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?

2 / 34

বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

3 / 34

'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?

4 / 34

কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

5 / 34

'বাংলাদেশ কথা কয়' বইটির লেখক কে?

6 / 34

মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?

7 / 34

নীচের কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক?

8 / 34

মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য নয় কোনটি?

9 / 34

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

10 / 34

নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তক গ্রন্থ নয়?

11 / 34

'জীবন আমার বোন' কার রচনা?

12 / 34

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?

13 / 34

নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?

14 / 34

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি?

15 / 34

নিচের কোন গ্রন্তটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত?

16 / 34

মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটি রচনা করেছিলেন?

17 / 34

'একাত্তরের চিঠি' কোন ধরনের রচনা?

18 / 34

'একাত্তরের দিনগুলি' কে লিখেছেন?

19 / 34

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা?

20 / 34

মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি?

21 / 34

'আমি বিজয় দেখেছি' গ্রন্থের লেখক কে?

22 / 34

'আমি বীরাঙ্গনা বলছি' গ্রন্থের লেখক কে?

23 / 34

মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-

24 / 34

'এ গোল্ডেন এজ' উপন্যাসটির রচয়িতা -

25 / 34

'একাত্তরের বিজয় গাঁথা' কার রচনা?

26 / 34

'লক্ষ প্রাণের বিনিময়ে' গ্রন্থটির রচয়িতা কে?

27 / 34

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-

28 / 34

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

29 / 34

নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

30 / 34

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

31 / 34

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

32 / 34

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-

33 / 34

'দ্যা লিবারেশন অফ বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা -

34 / 34

'A Search for Identity' বইটি কার লেখা?

Your score is

The average score is 60%

0%

Leave a Reply