ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা
১০৬। বাংলাদেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) কাপ্তাই, রাঙ্গামাটি
(খ) সাভার, ঢাকা
(গ) সীতাকুণ্ড, চট্টগ্রাম
(ঘ) বড়পুকুরিয়া, দিনাজপুর
উত্তর: বড়পুকুরিয়া, দিনাজপুর
১০৭। কোন ধরণের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?
(ক) আগ্নেয় শিলায়
(খ) রূপান্তরিত শিলায়
(গ) পাললিক শিলায়
(ঘ) কোনটিই নয়
উত্তর: পাললিক শিলায়
১০৮। নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
(ক) বন্যা
(খ) ভূমিকম্প
(গ) ঘূর্ণিঝড়
(ঘ) খরা
উত্তর: ভূমিকম্প
১০৯। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?
(ক) পূর্বপ্রস্তুতি
(খ) সাড়াদান
(গ) প্রশমন
(ঘ) পুনরুদ্ধার
উত্তর: পুনরুদ্ধার
১১০। কোনটি নবায়নযোগ্য সম্পদ?
(ক) প্রাকৃতিক গ্যাস
(খ) চুনাপাথর
(গ) বায়ু
(ঘ) কয়লা
উত্তর: বায়ু
১১১। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
(ক) বাখরাবাদ
(খ) হরিপুর
(গ) তিতাস
(ঘ) হবিগঞ্জ
উত্তর: তিতাস
১১২। বাংলাদেশে জি-কে প্রকল্প একটি-
(ক) জলবিদ্যুৎ প্রকল্প
(খ) নদী নিয়ন্ত্রণ প্রকল্প
(গ) জল পরিবহন প্রকল্প
(ঘ) সেচ প্রকল্প
উত্তর: সেচ প্রকল্প
১১৩। COP-26 এ COP মানে কী?
(ক) কনফারেন্স অব প্যারিস
(খ) কনফারেন্স অব দ্যা পাওয়ার
(গ) কনফারেন্স অব দ্য পার্টিস
(ঘ) কনফারেন্স অব দ্য প্রটোকল
উত্তর: কনফারেন্স অব দ্য পার্টিস
১১৪। বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?
(ক) ঘন ঘন বন্যা
(খ) সমুদ্র দূষণ
(গ) ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তর: ঘন ঘন বন্যা
১১৫। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
(ক) ব্রহ্মপুত্র নদী
(খ) পদ্মা নদী
(গ) কর্ণুফুলী নদী
(ঘ) মেঘনা নদী
উত্তর: ব্রহ্মপুত্র নদী
সাধারণ বিজ্ঞান
১১৬। সুপরিবাহী পদার্থে valance band এবং conduction band
(ক) আলাদা থাকে
(খ) ওভারল্যাপ থাকে
(গ) অনেক দূরে থাকে
(ঘ) কোনটিই নয়
উত্তর: ওভারল্যাপ থাকে
১১৭। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে –
(ক) সিলভার ব্রোমাইডের
(খ) সিলভার ক্লোরাইডের
(গ) অ্যামোনিয়াম ক্লোরাইডের
(ঘ) সিলভার ফ্লোরাইডের
উত্তর: সিলভার ব্রোমাইডের
১১৮। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
(ক) নাইট্রোজেন
(খ) পটাশিয়াম
(গ) অক্সিজেন
(ঘ) ফসফরাস
উত্তর: নাইট্রোজেন
১১৯। ফলিক এসিডের অন্য নাম কোনটি?
(ক) ভিটামিন বি ১২
(খ) ভিটামিন বি ৬
(গ) ভিটামিন বি ১
(ঘ) ভিটামিন বি ৯
উত্তর: ভিটামিন বি ৯
১২০। যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে তা হলো –
(ক) এইচআইভি/এইডস
(খ) ম্যালেরিয়া
(গ) হাম
(ঘ) যক্ষ্মা
উত্তর: হাম
১২১। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় –
(ক) বছরে একবার
(খ) বছরে দুইবার
(গ) বছরে তিনবার
(ঘ) এর কোনটিই নয়
উত্তর: বছরে দুইবার
১২২। ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো –
(ক) পিল্লি
(খ) ফ্ল্যাজেলা
(গ) শীথ
(ঘ) ক্যাপসুলস
উত্তর: ফ্ল্যাজেলা
১২৩। ‘কেপলার-৪৫২বি’ কী?
(ক) একটি মহাকাশযান
(খ) পৃথিবীর মতো একটি গ্রহ
(গ) সূর্যের মতো একটি নক্ষত্র
(ঘ) এর অত্যাধুনিক টেলিস্কোপ
উত্তর: পৃথিবীর মতো একটি গ্রহ
১২৪। ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
(ক) বয়লিং
(খ) বেনজিন ওয়াশ
(গ) ফরমালিন ওয়াশ
(ঘ) কেমিক্যাল স্টেরিলাইজেশন
উত্তর: কেমিক্যাল স্টেরিলাইজেশন
১২৫। সাবানের আয়নিক গ্রুপ হলো –
(ক) R_3NH+
(খ) SO3-Na+
(গ) R_2NH_2+
(ঘ) COO-Na+
উত্তর: COO-Na+
১২৬। কোন জোড়াটি বেমানান?
(ক) যক্ষ্মার জীবাণু : রবার্ট কচ
(খ) হোমিওপ্যাথি : হ্যানিম্যান
(গ) ব্যাকটেরিয়া : রবার্ট হুক
(ঘ) এনাটমি : ভেসলিয়াস
উত্তর: ব্যাকটেরিয়া : রবার্ট হুক
১২৭। এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান –
(ক) প্রোটিন
(খ) ক্যালসিয়াম
(গ) ভিটামিন
(ঘ) লবণ
উত্তর: প্রোটিন
১২৮। মকরক্রান্তি রেখা কোনটি?
(ক) ২৩° ৩০’ দক্ষিণ অক্ষাংশ
(খ) ২৩° ৩০’ উত্তরের অক্ষাংশ
(গ) ২৩° ৩০’ পূর্ব দ্রাঘিমাংশ
(ঘ) ২৩° ৩০’ পশ্চিম দ্রাঘিমাংশ
উত্তর: ২৩° ৩০’ দক্ষিণ অক্ষাংশ
১২৯। পরম শূন্য তাপমাত্রা কোনটি?
(ক) ২৭৩° সেন্টিগ্রেড
(খ) -২৭৩° ফারেনহাইট
(গ) ০° সেন্টিগ্রেড
(ঘ) ০° কেলভিন
উত্তর: ০° কেলভিন
১৩০। আদর্শ ভোল্টেজ উতসের অভ্যন্তরীণ রোধ কত?
(ক) অসীম
(খ) শূন্য
(গ) অতি ক্ষুদ্র
(ঘ) অনেক বড়
উত্তর: শূন্য
কম্পিউটার
১৩১। নিচের কোনটি Structured Query Language নয়?
(ক) Java
(খ) MySQL
(গ) Oracle
(ঘ) উপরের সবগুলো
উত্তর: Java
১৩২। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে –
(ক) FTP Server
(খ) Firewal
(গ) DNS Server
(ঘ) Gateway
উত্তর: DNS Server
১৩৩। নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
(ক) CaaS
(খ) IaaS
(গ) PaaS
(ঘ) SaaS
উত্তর: CaaS
১৩৪। আমাজনের ক্লাউড প্লাটফর্ম কোনটি?
(ক) Azure
(খ) AWS
(গ) Cloudera
(ঘ) উপরের সবগুলো
উত্তর: AWS
১৩৫। নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
(ক) Phishing
(খ) Denial of Service
(গ) Ransomware
(ঘ) Man-in-the-Middle
উত্তর: Ransomware
১৩৬। SCSI
(ক) Small Computer System Interface
(খ) Small Computer Software Interface
(গ) Small Computer Storage Interface
(ঘ) Small Computer Standard Interface
উত্তর: Small Computer System Interface
১৩৭। নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?
(ক) Scanner
(খ) Mouse
(গ) Touch Screen
(ঘ) Projector
উত্তর: Touch Screen.
১৩৮। নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?
(ক) ৫৫
(খ) ৭৭
(গ) ৬৭
(ঘ) ৮৭
উত্তর: ৬৭
১৩৯। নিচের কোনটি System software নয়?
(ক) Linux
(খ) Android
(গ) Mozilla Firefox
(ঘ) Apple iOS
উত্তর: Mozilla Firefox
১৪০। নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
(ক) FTP
(খ) HTTPS
(গ) TCP
(ঘ) DNS
উত্তর: HTTPS
১৪১। Piconet কী?
(ক) Wifi Network
(খ) Wide Area Network
(গ) Bluetooth Network
(ঘ) 5G Network
উত্তর:
১৪২। এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
(ক) FTP
(খ) RPC
(গ) SNMP
(ঘ) SMTP
উত্তর: SMTP
১৪৩। যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ____ বলে?
(ক) Program Virus
(খ) Worms
(গ) Trojan Horse
(ঘ) Boot Virus
উত্তর: Program Virus
১৪৪। নিচের কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?
(ক) ISO
(খ) ITU
(গ) 3GPP
(ঘ) ETSI
উত্তর: ITU
১৪৫। নিচের কোনটি Open Source Software?
(ক) Google Chrome
(খ) Microsoft Windows
(গ) Zoom
(ঘ) Adobe Photoshop
উত্তর: Google Chrome এবং Zoom Open Source component ব্যবহার করলেও কোনটিই Open Source Software নয়।
বাংলাদেশ
১৪৬। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
(ক) জাতীয় সংসদ
(খ) শাসন বিভাগ
(গ) সুপ্রিম কোর্ট
(ঘ) আইন মন্ত্রণালয়
উত্তর: সুপ্রিম কোর্ট
১৪৭। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
(ক) পুণ্ড্র
(খ) তাম্রলিপ্ত
(গ) গৌড়
(ঘ) হরিকেল
উত্তর: পুণ্ড্র
১৪৮। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভূক্ত ছিল?
(ক) সমতট
(খ) পুণ্ড্র
(গ) বঙ্গ
(ঘ) হরিকেল
উত্তর: বঙ্গ
১৪৯। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল “বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে?
(ক) মৌর্য
(খ) গুপ্ত
(গ) পাল
(ঘ) মুসলিম
উত্তর: মুসলিম
১৫০। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
(ক) শশাঙ্ক
(খ) মুর্শিদ কুলি খান
(গ) সিরাজউদ্দৌলা
(ঘ) আব্বাস আলী মীর্জা
উত্তর: মুর্শিদ কুলি খান
১৫১। চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
(ক) হিউয়েন সাং
(খ) ফা-হিয়েন
(গ) আই সিং
(ঘ) এঁদের সকলেই
উত্তর: ফা-হিয়েন
১৫২। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
(ক) পূর্ববঙ্গ ও বিহার
(খ) পূর্ববঙ্গ ও আসাম
(গ) পূর্ববঙ্গ ও উড়িষ্যা
(ঘ) পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
উত্তর: পূর্ববঙ্গ ও আসাম
১৫৩। “তমদ্দুন মজলিশ” কে প্রতিষ্ঠা করেন?
(ক) হাজী শরিয়তউল্লাহ
(খ) শেরে বাংলা এ কে ফজলুল হক
(গ) আবুল কাশেম
(ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তর: আবুল কাশেম
১৫৪। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’-গানটি কে রচনা করেন?
(ক) মুনীর চৌধুরী
(খ) জহির রায়হান
(গ) আবদুল গাফফার চৌধুরী
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: আবদুল গাফফার চৌধুরী
১৫৫। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
(ক) লাইবেরিয়া
(খ) নামিবিয়া
(গ) হাইতি
(ঘ) সিয়েরা লিওন
উত্তর: সিয়েরা লিওন
১৫৬। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা-
(ক) ২০
(খ) ৪৮
(গ) ২৫
(ঘ) ৩২
উত্তর: ৪৮
১৫৭। নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বণী পাঠিয়েছিলেন?
(ক) সবুজপত্র
(খ) শনিবারের চিঠি
(গ) কল্লোল
(ঘ) ধূমকেতু
উত্তর: ধূমকেতু
১৫৮। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছেঃ
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর: ৪টি
১৫৯। বাঙালির মুক্তির সনদ “ছয় দফা” কোন তারিখে অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
(ক) ২১ ফেব্রুয়ারি ১৯৫৪
(খ) ২২ মার্চ ১৯৫৮
(গ) ২০ এপ্রিল ১৯৬২
(ঘ) ২৩ মার্চ ১৯৬৬
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
১৬০। “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”-জাতির পিতা কবে এই ঘোষণা দেন?
(ক) ২৬ মার্চ ১৯৭১
(খ) ৭ মার্চ ১৯৭১
(গ) ৩ মার্চ ১৯৭১
(ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
উত্তর: ৭ মার্চ ১৯৭১
১৬১। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?
(ক) বান্দরবান
(খ) ময়মনসিংহ
(গ) রাজশাহী
(ঘ) দিনাজপুর
উত্তর: বান্দরবান
১৬২। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
(ক) চট্টগ্রাম
(খ) সিলেট
(গ) পঞ্চগড়
(ঘ) মৌলভীবাজার
উত্তর: মৌলভীবাজার
১৬৩। “ধর্মীয় স্বাধীনতা” বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?
(ক) অনুচ্ছেদ ৩৮
(খ) অনুচ্ছেদ ৫০
(গ) অনুচ্ছেদ ৪১
(ঘ) অনুচ্ছেদ ১০০
উত্তর: অনুচ্ছেদ ৪১
১৬৪। বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্টিত হয়?
(ক) ১৯৭২ সালে
(খ) ১৯৭৩ সালে
(গ) ১৯৭৪ সালে
(ঘ) ১৯৭৫ সালে
উত্তর: ১৯৭৪ সালে
১৬৫। বাংলাদেশের জিডিপি (07)7) -তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
(ক) কৃষি
(খ) শিল্প
(গ) বাণিজ্য
(ঘ) সেবা
উত্তর: সেবা
১৬৬। ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (01)7) প্রবৃদ্ধির হার কত?
(ক) ৫.৬৮%
(খ) ৯.৯৪%
(গ) ৭.৬৬%
(ঘ) ৬.৯৪%
উত্তর: ৬.৯৪%
১৬৭। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?
(ক) ১ জুন ২০১৪
(খ) ১ জুন ২০১৫
(গ) ১ জুলাই ২০১৫
(ঘ) ১ জুলাই ২০১৬
উত্তর: ১ জুলাই ২০১৫
১৬৮। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?
(ক) কমিউনিকেশন স্যাটেলাইট
(খ) ওয়েদার স্যাটেলাইট
(গ) আর্থ অবজারভেশন স্যাটেলাইট
(ঘ) ন্যাভিগেশন স্যাটেলাইট
উত্তর: আর্থ অবজারভেশন স্যাটেলাইট
১৬৯। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
(ক) ৪৪
(খ) ৪৭
(গ) ১০২
(ঘ) ১০৩
উত্তর: ১০২
১৭০। বাংলাদেশের সরকার পদ্ধতি-
(ক) এককেন্দ্রিক
(খ) যুক্তরাষ্ট্রীয়
(গ) রাজতন্ত্র
(ঘ) রাষ্ট্রপতিশাসিত
উত্তর: এককেন্দ্রিক
১৭১। BSTI-এর পূর্ণ অভিব্যক্তি কী?
(ক) Bangladesh Salt Testing Institute
(খ) Bangladesh Strategic Training Institute
(গ) Bangladesh Standards and Testing Institution
(ঘ) Bangladesh Socity for Telecommunication and Information
উত্তর: Bangladesh Standards and Testing Institution
১৭২। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়?
(ক) ৭ জন
(খ) ৬৮ জন
(গ) ১৭৫ জন
(ঘ) ৪২৬ জন
উত্তর: ১৭৫ জন
১৭৩। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
(ক) তাজউদ্দিন আহমেদ
(খ) এ এইচ এম কামরুজ্জামান
(গ) সৈয়দ নজরুল ইসলাম
(ঘ) এম মনসুর আলী
উত্তর: এ এইচ এম কামরুজ্জামান
১৭৪। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
(ক) ব্যথার দান
(খ) দোলনচাঁপা
(গ) শিউলি মালা
(ঘ) সোনার তরী
উত্তর: সোনার তরী
১৭৫। UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
(ক) ১৮ নভেম্বর ১৯৯৯
(খ) ১৭ নভেম্বর ১৯৯৯
(গ) ১৯ নভেম্বর ২০০১
(ঘ) ২০ নভেম্বর ২০০১
উত্তর: ১৭ নভেম্বর ১৯৯৯
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
১৭৬। যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’-এর পার্থক্য নির্ধারণ করতে পারে তা হচ্ছে –
(ক) সততা
(খ) সদাচার
(গ) কর্তব্যবোধ
(ঘ) মূল্যবোধ
উত্তর: মূল্যবোধ
১৭৭। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে –
(ক) শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
(খ) সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
(গ) সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
(ঘ) দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
উত্তর: সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
১৭৮। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে –
(ক) ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
(খ) ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
(গ) ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
(ঘ) উপরের সবগুলোতে
উত্তর: উপরের সবগুলোতে
১৭৯। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে –
(ক) বিনিয়োগ বৃদ্ধি পায়
(খ) দুর্নীতি দূর হয়
(গ) প্রতিষ্ঠানের সুনাম হয়
(ঘ) যোগাযোগ বৃদ্ধি পায়
উত্তর: বিনিয়োগ বৃদ্ধি পায়
১৮০। জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম –
(ক) UNCLOS
(খ) UNCTAD
(গ) UNCAC
(ঘ) CEDAW
উত্তর: UNCAC
১৮১। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-
(ক) নেতৃত্বের প্রতি আনুগত্য
(খ) স্বচ্ছ নির্বাচন কমিশন
(গ) শক্তিশালী রাজনৈতিক দল
(ঘ) পরমতসহিষ্ণুতা
উত্তর: পরমতসহিষ্ণুতা
১৮২। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে-
(ক) সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে
(খ) প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে
(গ) সরকারি স্বার্থ জড়িত থাকে
(ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে
উত্তর: সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে
১৮৩। রাষ্ট্র ও সমাজে দর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী –
(ক) আইনের প্রয়োগের অভাব
(খ) নৈতিকতা ও মূল্যবোধের অভাব
(গ) দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
(ঘ) অসৎ নেতৃত্ব
উত্তর: নৈতিকতা ও মূল্যবোধের অভাব
১৮৪। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে-
(ক) সমাজে বসবাসের মাধ্যমে
(খ) বিদ্যালয়ে
(গ) পরিবারে
(ঘ) রাষ্ট্রের মাধ্যমে
উত্তর: পরিবারে
১৮৫। ‘সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন –
(ক) ডেকার্ট
(খ) ডেভিড হিউম
(গ) ইমানুয়েল কান্ট
(ঘ) জন লক
উত্তর: ইমানুয়েল কান্ট
মানসিক দক্ষতা
১৮৬। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিত্রটি বসবে?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
উত্তর: ২
১৮৭। P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর –
(ক) পুত্র
(খ) ভাই
(গ) পিতা
(ঘ) চাচা
উত্তর: চাচা
১৮৮। স্পেটলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন –
(ক) ছিদ্র
(খ) কাপড়
(গ) সুতা
(ঘ) সেলাই মেশিন
উত্তর: সুতা
১৮৯। 165135 যদি Peace হয়, তবে 1215225 হবে –
(ক) Lead
(খ) Love
(গ) Loop
(ঘ) Castle
উত্তর: Love
১৯০। নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
(ক) ১০টি
(খ) ১২টি
(গ) ১৪টি
(ঘ) ১৬টি
উত্তর: ১৬টি
১৯১। ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বামদিকে কত ওজন রাখতে হবে?
(ক) ৪ কেজি
(খ) ৬ কেজি
(গ) ৮ কেজি
(ঘ) ১০ কেজি
উত্তর: ৬ কেজি
১৯২। ২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
(ক) শনিবার
(খ) সোমবার
(গ) বৃহস্পতিবার
(ঘ) শুক্রবার
উত্তর: শনিবার
১৯৩। ৫, ৭, ১০, ১৪, …, ২৫ ধারার শূন্যস্থতানের সংখ্যাটি কত?
(ক) ১৭
(খ) ১৮
(গ) ১৯
(ঘ) ২১
উত্তর: ১৯
১৯৪। “MEMORY” শব্দটির আয়নার প্রতিবিম্ব কোনটি?
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তর:
১৯৫। প্রশ্ন-চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
(ক) ৬৪
(খ) ৬৬
(গ) ৬৮
(ঘ) ৭২
উত্তর: ৬৮
১৯৬। কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?
(ক) how
(খ) what
(গ) why
(ঘ) who
উত্তর: why
১৯৭। নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজানো হয়েছে?
(ক) নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
(খ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
(গ) নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
(ঘ) নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
উত্তর: নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
১৯৮। যদি PLAY-এর কোড ৮২১৩ এবং RHYME-এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALe-এর কোড হবে-
(ক) ৬৩২৩
(খ) ৬১৯৮
(গ) ৬২১৭
(ঘ) ৬২৮৫
উত্তর: ৬২১৭
১৯৯। এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত?
৩ ৫ ৮ ১২ ২১
(ক) ২৪
(খ) ২৬
(গ) ২৯
(ঘ) ৩৪
উত্তর: ৩৪
২০০। একটি দেয়ালঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বদিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
(ক) উত্তর
(খ) পশ্চিম
(গ) দক্ষিণ
(ঘ) পূর্ব
উত্তর: উত্তর