পরীক্ষা: ডিসেম্বর ২০২০ | পূর্ণমান: ৮০ | সময়: ৯০ মিনিট
MCQ Part
সময়: ৩০ মিনিট, পূর্ণমান: ২০
Written Part
সময়: ৬০ মিনিট, পূর্ণমান: ৬০
সাধারণ জ্ঞান (প্রতিটি ০.৭৫ নম্বর)
১. মুক্তিযুদ্ধের স্বারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় কোথায়?
৩. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?
৪. ২০২০ সালে ‘অর্থ বিজ্ঞান’-এ নোবেল পুরস্কার পেয়েছেন কে?
৫. নভেল Coronavirus (COVID-19)-এর উৎপত্তিস্থল কোথায়?
৬. আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
৭. বাংলাদেশে উৎপাদিত প্রথম সোলার ল্যাপটপের নাম কী?
৮. মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে?
৯. KAFCO-এর পূর্ণরূপ কী?
১০. মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস-এর উচ্চকক্ষ (Upper Chamber) ও নিম্নকক্ষ (Lower Chamber)-কে কী বলা হয়?
১১. ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?
১২. ‘ফেসবুক’ কে প্রতিষ্ঠা করেন?
১৩. কোন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি স্প্রেডশিট, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের মতন প্রোগ্রামগুলো কে তৈরি করেছে?
১৪. Crl + ] কম্পিউটারে এই কী-বোর্ড কমান্ড দিয়ে কী করা হয়?
১৫. Underline করার জন্য কম্পিউটারে কি-বোর্ড কমান্ড কী?
১৬. বাংলাদেশের কোন বিজ্ঞানী পাট থেকে পলিমার ব্যাগ তৈরি করেন?
১৭. ‘দ্বৈত শাসন ব্যবস্থা’-এর প্রবর্তক কে ছিলেন?
১৮. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?
১৯. এশিয়ান উন্নয়ন ব্যাংক-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
২০. ‘শেষের কবিতা’ উপন্যাসটি কে লিখেছেন?
বাংলা (নম্বর: ১৫)
২১. এক কথায় প্রকাশ করুন: (প্রতিটি ০.৫ নম্বর)
- মহান আশয় যার
- বান্ধবের সাথে বর্তমান
- যা কখনো নষ্ট হয় না
- শোক দ্বারা আতুর
২২. বাগধারাগুলোর অর্থ লিখুন: (প্রতিটি ০.৫ নম্বর)
ইঁদুর কপালে, বিড়াল তপস্বী, নয়ছয়, ভানুমতীর খেলা
২৩. সন্ধি বিচ্ছেদ করুন: (প্রতিটি ০.৫ নম্বর)
অন্যান্য, ততোধিক, অত্যন্ত, স্বাধীন
২৪. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: (প্রতিটি ০.৭৫ নম্বর)
কালান্তর, দুধেভাতে, চুলাচুলি, হাভাত
২৫. ভাবসম্প্রসারণ করুন: অল্পবিদ্যা ভয়ংকরী (নম্বর: ৬)
গণিত (নম্বর: ১৫)
২৬. একটি লাইব্রেরীতে গল্পের বই এবং গল্প ছাড়া বই গুলির সংখ্যার অনুপাত ৪ : ৩ এবং মোট গল্পের বইয়ের সংখ্যা ছিল ১২৪৮। যখন আরও কিছু গল্পের বই কেনা হয়েছিল, তখন অনুপাতটি ৫ : ৩ হয়ে যায়। কেনা গল্পের বইয়ের সংখ্যাটি কত ছিল? (৪ নম্বর)
২৭. যদি (7x)/2 – {(10x-3)/8} = (7x+5)/6 হয়, তাহলে, x= কত? (৪ নম্বর)
২৮. একটি ক্লাসে মোট ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন শিক্ষার্থী অর্থনীতি বিষয় নিয়েছে। ৮ জন শিক্ষার্থীর কেবল অর্থনীতি বিষয় নিয়েছে, রাজনীতি বিষয় নয়। (i) কতজন শিক্ষার্থী অর্থনীতি ও রাজনীতি উভয় বিষয় নিয়েছে। কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়েছে, অর্থনীতি বিষয় নয়? (৪ নম্বর)
২৯. একজন ব্যক্তি ১০০০ টাকার ৪ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখে। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম ২ বছরের জন্য ১০% হারে এবং শেষের ২ বছর ৫% হারে সুদ প্রদান করবে। ৪ বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে? (৩ নম্বর)
English (15 Marks)
30. Translate the following sentences from Bangla to English: (4 marks)
- খবরের কাগজ হল জ্ঞান ভান্ডার
- আয় বুঝে ব্যয় কর
- আমি আপনাকে খাওয়াবো
- খাবারে বৈচিত্র্য স্বাস্থ্যের জন্য ভালো
31. Make the sentences with meanings using the following idioms: (4 marks)
Get rid of, Caught red-handed, Give up, Blue Blood
32. Write an essay on the ‘Social and Economic Impact of COVID-19’. (7 marks)