পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর – ২০২০ | থানা পরিসংখ্যানবিদ

Estimated Reading Time: 40 Minutes

Bangladesh Bureau of Statistics (BBS) Job Exam Questions & Answers – 2020
পদের নাম: থানা পরিসংখ্যানবিদ
তারিখ: ১১/১/২০২০

১। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি?

(ক) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
(খ) ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
(গ) যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
(ঘ) ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত

উত্তর: স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক। অন্যান্য অপশন:

ভুল বানানশুদ্ধ বানান
ভবিষ্যতভবিষ্যৎ
ভৌগলিকভৌগোলিক
যক্ষ্মাযক্ষা
যশলাভযশোলাভ
সম্বর্ধনাসংবর্ধনা
ঐক্যতানঐকতান
কেবলমাত্রকেবল / মাত্র
উপরোক্তউপর্যুক্ত

২। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

(ক) শেষলেখা
(খ) শেষপ্রশ্ন
(গ) শেষকথা
(ঘ) শেষদিন

উত্তর: শেষলেখা। অন্যদিকে শেষপ্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং শেষকথা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প।

৩। ‘তারাবাঈ’ নাটকের লেখক কে?

(ক) ইসমাইল হোসেন সিরাজী
(খ) মীর মোশাররফ হোসেন
(গ) আব্দুল্লাহ আল মামুন
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়। তবে ‘তারাবাঈ’ নামে ইসমাইল হোসেন সিরাজীর উপন্যাস আছে।

৪। ‘সদ্যোজাত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) সৎ + জাত
(খ) সদ্যো + জাত
(গ) সদ্যঃ + জাত
(ঘ) সদ্য + জাত

উত্তর: সদ্যঃ + জাত। অনুরূপ সন্ধি বিচ্ছেদ – তিরঃ + ধান = তিরোধান, মনঃ + রম = মনোরম, তপঃ + বন = তপোবন ইত্যাদি।

৫। কোন বানানটি শুদ্ধ?

(ক) বিভিষীকা
(খ) বিভীষিকা
(গ) বীভীষিকা
(ঘ) বীভিষীকা

উত্তর: বিভীষিকা।

৬। ‘রাত্রি’ এর সমার্থক কোনটি?

(ক) নিশীথ
(খ) অমানিশা
(গ) আঁধার
(ঘ) ক ও খ

উত্তর: ক ও খ। আঁধার অর্থ অন্ধকার।

৭। অপ্রাণীবাচক শব্দ কোনটি?

(ক) কবিকুল
(খ) পাখিকুল
(গ) কমলনিকর
(ঘ) বুজুর্গান

উত্তর: কমলনিকর। কমল অর্থ পদ্ম (ফুল)। কমলনিকর পদ্মের বহুবচন।

৮। বাক্যের অপরিহার্য শব্দ (পদ) কোনটি?

(ক) নামপদ
(খ) ক্রিয়াপদ
(গ) কর্মপদ
(ঘ) কর্তৃপদ

উত্তর: ক্রিয়াপদ। এটি বাক্যের অপরিহার্য অংশ। ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন সম্ভব নয়। তবে কিছু কিছু বাক্যে ক্রিয়াপদ উহ্য থাকতে পারে।

৯। কোনটি ফারসি শব্দ?

(ক) নামায
(খ) কলেজ
(গ) আনারস
(ঘ) কোনটিই নয়

উত্তর: নামায। ‘কলেজ’ ইংরেজি ও ‘আনারস’ পর্তুগিজ শব্দ।

১০। শ, স, ষ, হ – এই চারটি বর্ণের নাম কি?

(ক) বর্গীয় বর্ণ
(খ) উষ্মবর্ণ
(গ) কণ্ঠ্য বর্ণ
(ঘ) পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ

উত্তর: উষ্মবর্ণ। বর্ণ সম্পর্কে বিস্তারিত: ধ্বনি ও বর্ণ।

১১। ‘আফতাব’ শব্দের অর্থ কী?

(ক) অর্ণব
(খ) রাতুল
(গ) অর্ক
(ঘ) জলধি

উত্তর: অর্ক (অর্থ সূর্য)। অর্ণব, জলধি অর্থ সমুদ্র এবং রাতুল অর্থ লাল বা রক্তবর্ণ।

১২। ‘গৌড়িয় ব্যাকরণ’ গ্রন্থটি রচনা করেছেন কে?

(ক) সুকুমার রায়
(খ) আব্দুল হাই
(গ) রাজা রামমোহন রায়
(ঘ) আজিজুল হক

উত্তর: রাজা রামমোহন রায়

১৩। ‘মৃতের মত অবস্থা যার’ তাকে এক কথায় কি বলা হয়?

(ক) মূমূর্ষ
(খ) মুমূর্ষু
(গ) মূমুর্ষু
(ঘ) মৃতবৃৎ

উত্তর: মুমূর্ষু

১৪। ‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) শ্রৎ + √ধা + অ + আ
(খ) শ্রৎ + √ধা + আ
(গ) শ্র + √ধা + আ
(ঘ) শ্রু + √ধা + আ

উত্তর: শ্রৎ + √ধা + অ + আ

১৫। ‘নবনূর’ পত্রিকার সম্পাদক ছিলেন-

(ক) শেখ ফজলুল করিম
(খ) রিয়াজ উদ্দিন আহমেদ
(গ) সৈয়দ এমদাদ আলী
(ঘ) শেখ আব্দুর রহিম

উত্তর: সৈয়দ এমদাদ আলী। নবনূর ১৯০৩ সালে কোলকাত থেকে প্রকাশিত পত্রিকা। বাংলার মুসলমানদের উন্নয়ন এ পত্রিকার মূল উদ্দ্যেশ্য ছিল।

১৬। ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে কি বুঝায়?

(ক) টিকটিকি
(খ) তেলাপোকা
(গ) উইপোকা
(ঘ) মাকড়সা

উত্তর: মাকড়সা। ঊর্ণ অর্থ মেষলোম রচিত, জাল। উইপোকার সমার্থক শব্দ বল্মীক। 

১৭। কোনটি ইবরাহীম খাঁর গ্রন্থ নয়?

(ক) আনোয়ার পাশা 
(খ) ইস্তাম্বুল যাত্রীর পত্র
(গ) কুঁচবরণ কন্যা
(ঘ) সোনার শিকল

উত্তর: কুঁচবরণ কন্যা। এটি বন্দে আলী মিয়া রচিত শিশুতোষ গ্রন্থ। ইবরাহীম খাঁ রচিত নাটক ‘আনোয়ার পাশা’ , ভ্রমণকাহিনী  ‘ইস্তাম্বুল যাত্রীর পত্র’ এবং গল্পগ্রন্থ ‘সোনার শিকল’।

১৮। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

(ক) ধন অপেক্ষা মান বড়
(খ) তোমাকে দিয়ে কিছু হবে না
(গ) ঢং ঢং ঘন্টা বাজে
(ঘ) লেখাপড়া করো নতুবা ফেল করবে

উত্তর: লেখাপড়া করো নতুবা ফেল করবে। যে অব্যয় একটি শব্দ বা বাক্যের সাথে অন্য একটি শব্দ বা বাক্যের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক অব্যয় বলে। যেমন: ‘লেখাপড়া করো নতুবা ফেল করবে’ বাক্যে নতুবা সমুচ্চায়ী অব্যয়।

১৯। কোনটি সূর্যের প্রতিশব্দ?

(ক) সবিতা
(খ) অবনী
(গ) কলানিধি
(ঘ) সুধাকর

উত্তর: সবিতা। অবনী অর্থ পৃথিবী, কলানিধি ও সুধাকর অর্থ চাঁদ।

২০। অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয়  

(ক) বেসতবৃত্তি
(খ) পতঙ্গবৃত্তি
(গ) জলৌকাবৃত্তি
(ঘ) কুম্ভীলকবৃত্তি

উত্তর: কুম্ভীলকবৃত্তি। এর ইংরেজি Plagiarism. বেসতবৃত্তি অর্থ অল্পেই নতিস্বীকার; পতঙ্গবৃত্তি অর্থ পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেওয়া বা বিপজ্জনক বস্তুর মোহে ধাবিত হয়ে আত্মনাশ করা; জলৌকাবৃত্তি অর্থ কোনোরূপ অবদান ব্যতিরেকে অন্যের সম্পদ ভোগ করে জীবন নির্বাহ করা বা নীরবে অন্যের সম্পদ হরণ করে নিজেকে পুষ্ট করা।


২১। What is the synonym of ‘rehearse’?

(ক) report
(খ) remain
(গ) reach
(ঘ) practice

উত্তর: practice. Rehearse অর্থ অনুশীলন বা মোহড়া দেওয়া, report অর্থ প্রতিবেদন, reach অর্থ পৌঁছা, practice অর্থ অনুশীলন।

২২। Which word is closest in meaning to ‘Franchise’?

(ক) utility
(খ) frankness
(গ) privilege
(ঘ) superficial

উত্তর: privilege . Franchise অর্থ ভোটাধিকার, অধিকার। Toyota granted the group a franchise. অপশনগুলো:

  • utility (উপযোগ, কার্যকারিতা, the state of being useful, profitable, or beneficial.): He had a poor opinion of the utility of book learning
  • frankness (অকপটতা): Lisa spoke with disarming frankness about the accident
  • privilege (বিশেষাধিকার, a special right, advantage, or immunity granted or available only to a particular person or group.): Education is a right, not a privilege.
  • superficial (পৃষ্ঠস্থ, ঘনিষ্ঠভাবে পরীক্ষা করা আগ পর্যন্ত যা সত্য বা বাস্তব বলে মনে হয়): The resemblance (সদৃশতা) between the breeds is superficial. The building suffered only superficial damage

২৩। ‘Once a blue moon’ means –

(ক) always
(খ) very rarely
(গ) newly
(ঘ) awarely

উত্তর: very rarely. Once a blue moon অর্থ কদাচিৎ। বাক্য: He comes round once in a blue moon.

২৪। Tag question of ‘All’s well that ends well’ –

(ক) doesn’t it
(খ) does it
(গ) isn’t it
(ঘ) is it

উত্তর: isn’t it.

২৫। ‘Hold water’ means –

(ক) keep water
(খ) bear examination
(গ) drink water
(ঘ) store water

উত্তর: bear examination. Hold water অর্থ ধোপে টেকা; কার্যকরি হওয়া। বাক্য: This policy will not hold water in this situation.

২৬। Which one is correct?

(ক) I was candidate for the post.
(খ) I was candidate to the post
(গ) I was candidate of the post
(ঘ) I was a candidate to the post

উত্তর: I was a candidate to the post.

২৭। I am looking forward _______ you.

(ক) to seeing
(খ) seeing
(গ) to see
(ঘ) have seen

উত্তর: to seeing.

২৮। At least one of the students ______ full marks every time.

(ক) get
(খ) are getting
(গ) gets
(ঘ) have got

উত্তর: gets.

২৯। Compound sentence of ‘I saw him going to market’-

(ক) I saw him and he was going to market.
(খ) I saw him who was going to market.
(গ) I saw him to go to market.
(ঘ) I go to market which he was.

উত্তর: I saw him and he was going to market.

৩০। What does the idiom ‘Tooth & Nail’ mean?

(ক) terribly
(খ) with utmost effort
(গ) pleasantly
(ঘ) awfully

উত্তর: with utmost effort. Tooth & Nail অর্থ প্রাণপণে।

৩১। What is the comparative form of ‘Alam is the best in the class’?

(ক) Alam is better than any other boy in the class.
(খ) Alam is better than most other boys in the class.
(গ) Alam is better than all other boy in the class.
(ঘ) Other boy in the class are better than Alam

উত্তর: Alam is better than any other boy in the class.

৩২। ‘The rainbow’ is-

(ক) a poem by Wordsworth
(খ) a short story by Somerset Maugham
(গ) a novel by D. H. Lawrance
(ঘ) a verse by Coleridge

উত্তর: a novel by D. H. Lawrance.

৩৩। What is the single word for ‘A hater of mankind’?

(ক) Philanthropist
(খ) Misanthropist
(গ) Humanisaran
(ঘ) Hatred

উত্তর: Misanthropist.

৩৪। He has assured me ________ safety.

(ক) with
(খ) of
(গ) for
(ঘ) at

উত্তর: of. Assure of অর্থ নিশ্চিত করা। 

৩৫। What is the synonym of ‘incite’?

(ক) Urge
(খ) Permit
(গ) Instigate
(ঘ) Deceive

উত্তর: Instigate. incite অর্থ উদ্দীপিত/উত্তেজিত করা। বাক্য: They conspired to incite riots. অপশনগুলো:

  • Urge (তাড়া দেওয়া)
  • Permit (অনুমতি দেওয়া)
  • instigate (প্ররোচিত করা): They instigated a reign of terror
  • Deceive (প্রতারণা করা): I didn’t intend to deceive people into thinking it was French champagne.

৩৬। What is the antonym of ‘Queer’?

(ক) integrated
(খ) ordinary
(গ) abnormal
(ঘ) odd

উত্তর: ordinary. Queer অর্থ অদ্ভুত, অস্বাভাবিক। বাক্য: he was feeling rather queer. অপশনগুলো:

  • integrated (সংহত)
  • ordinary (স্বাভাবিক)
  • abnormal (অস্বাভাবিক)
  • odd (অদ্ভুত)

৩৭। Pass away means –

(ক) fall
(খ) disappear
(গ) die
(ঘ) erase

উত্তর: die. Pass away অর্থ মারা যাওয়া।

৩৮। This agent is acting ________ Alico.

(ক) of
(খ) for
(গ) to
(ঘ) at

উত্তর: for. Act for অর্থ কারো পক্ষে কাজ করা।

৩৯। His father care to see him ________.

(ক) of
(খ) after
(গ) off
(ঘ) away

উত্তর: off. Come off  অর্থ সম্পন্ন হওয়া, come of অর্থ জন্মগ্রহণ করা, come away অর্থ পলায়ন করা।

৪০। What type of noun is ‘Kindness’?

(ক) abstract
(খ) proper
(গ) common
(ঘ) material

উত্তর: abstract. Abstract noun হল একটি বিশেষ্য যা একটি ধারণা, গুণ বা অবস্থা নির্দেশ করে।


৪১। দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ১০ জন লোক একটি কাজ ৭ দিনে করতে পারে। দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করে ১৪ জনে ৬ দিনে ওই কাজটি করতে পারবে?

(ক) ৫ ঘণ্টা
(খ) ১৫ ঘণ্টা
(গ) ১০ ঘণ্টা
(ঘ) ৭ ঘণ্টা

উত্তর: ৫ ঘণ্টা

৪২। ১২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দ্বারা একটি মেঝের ৬০% মোড়ানো যায়। মেঝেটির আয়তন কত বর্গফুট?

(ক) ১৬ বর্গফুট
(খ) ১৬০ বর্গফুট
(গ) ৬৪ বর্গফুট
(ঘ) ১৮০ বর্গফুট

উত্তর: ১৬০ বর্গফুট

৪৩। ৮ টি প্যান্টের বিক্রয় মূল্য ১০ টি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত?

(ক) ১৫%
(খ) ২০%
(গ) ২৫%
(ঘ) ৩০%

উত্তর: ২৫%

৪৪। ৯, ৩৬, ৮১, ১৪৪, … এর পরবর্তী সংখ্যা কত?

(ক) ১৬৯
(খ) ২২৫
(গ) ২৫৬
(ঘ) ২৭২

উত্তর: ২২৫

৪৫। ১ পাউন্ড = কত আউন্স?

(ক) ১৪ আউন্স
(খ) ১২ আউন্স
(গ) ১৮ আউন্স
(ঘ) ১৬ আউন্স

উত্তর: ১৬ আউন্স

৪৬। \sqrt{(x+3)}=\sqrt{x}+ \sqrt{3}হলে x = কত?

(ক) 3
(খ) -3
(গ) 0
(ঘ) \sqrt{3}

উত্তর: 0 

৪৭। যদি \frac{Q}{P}=\frac{1}{4} হয় তবে \frac{P+Q}{P-Q} এর মান কত?

(ক) \frac{3}{3}
(খ) \frac{2}{3}
(গ) \frac{5}{3}
(ঘ) \frac{3}{9}

উত্তর: \frac{5}{3} 

৪৮। p এর মান কত হলে, 4x^2-px+9 একটি পূর্ণবর্গ হবে?

(ক) 8
(খ) 12
(গ) 10
(ঘ) 15

উত্তর: 12

৪৯। সমাধান করুন: ax-cy=0;ay-ca-a^2-c^2

(ক) x=c, y=a
(খ) x=a, y=c
(গ) x=-c, y=a
(ঘ) x=c, y=-a

উত্তর: x=c, y=a 

৫০। 4 কিলোমিটার/ঘন্টা বেগে চলে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে ৫ কিলোমিটার/ঘন্টা বেগে চলে তার চেয়ে ১/২ ঘন্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?

(ক) ৮ কিমি
(খ) ১০ কিমি
(গ) ১২ কিমি
(ঘ) ১১ কিমি

উত্তর: ১০ কিমি।

৫১। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?

(ক) ৬৬ সেমি
(খ) ৪২ সেমি
(গ) ২১ সেমি
(ঘ) ২২ সেমি

উত্তর: ৪২ সেমি

৫২। ৭ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

(ক) ১৬ বর্গসেমি
(খ) ৯৮ বর্গসেমি
(গ) ১৯৬ বর্গসেমি
(ঘ) ১৪৯ বর্গসেমি

উত্তর: ৯৮ বর্গসেমি

৫৩। ঘড়িতে এখন আটটা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটি কত?

(ক) ১৫০°
(খ) ৬০°
(গ) ১০°
(ঘ) ১২০°

উত্তর: ১২০°

৫৪। বৃত্তস্থ চতুর্ভূজের বিপরীত কোণদ্বয়ের যোগফল –

(ক) ৩৯০°
(খ)  ২৭০°
(গ) ১৮০°
(ঘ) ১৬০°

উত্তর: ১৮০°

৫৫। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি m হয় তবে এর ক্ষেত্রফল কত?

(ক) \frac{\sqrt{3}}{2}m^2
(খ) \frac{\sqrt{3}}{4}m^2
(গ) \frac{3}{2}m
(ঘ) \frac{1}{x^3 2}m^2

উত্তর: \frac{\sqrt{3}}{4}m^2

৫৬। আন্তর্জাতিক নারী দিবস-

(ক) ৮ এপ্রিল
(খ) ৮ মার্চ
(গ) ৭ মার্চ
(ঘ) ৭ এপ্রিল

উত্তর: ৮ মার্চ 

৫৭। ১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় –

(ক) জাতীয় পরিষদে
(খ) জাতীয় সংসদে
(গ) গণপরিষদে
(ঘ) সুপ্রীম কোর্টে

উত্তর: গণপরিষদে।

৫৮। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ এর –

(ক) ২ মার্চ
(খ) ৪ মার্চ
(গ) ৭ মার্চ
(ঘ) ৩ মার্চ

উত্তর: ৩ মার্চ

৫৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন?

(ক) ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
(খ) ২৪ সেপ্টেম্বর ১৯৭৪
(গ) ২৩ সেপ্টেম্বর ১৯৭৪
(ঘ) ২২ সেপ্টেম্বর ১৯৭৪

উত্তর: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪।

৬০। UNHCR এর সদর দপ্তর কোথায়?

(ক) নিউইয়র্ক
(খ) রোম
(গ) জেনেভা
(ঘ) লন্ডন

উত্তর: জেনেভা।


৬১। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

(ক) অ্যানোফিলিস
(খ) এডিস
(গ) কিউলেন্স
(ঘ) কোনটি নয়

উত্তর: এডিস।

৬২। বাংলাদেশের জাতীয় পতাকেআর ডিজাইনার –

(ক) জয়নুল আবেদীন
(খ) হামিদুর রহমান
(গ) কামরুল হাসান
(ঘ) হাশেম খান

উত্তর: কামরুল হাসান

৬৩। ‘মুক্তির গান’ চলচ্চিত্র কে পরিচালনা করেছেন?

(ক) জহির রায়হান
(খ) আলমগীর কবির
(গ) গীতা মেহতা
(ঘ) তারেক মাসুদ

উত্তর: তারেক মাসুদ

৬৪। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত?

(ক) ২০০০ মার্কিন ডলার
(খ) ১৯০৯ মার্কিন ডলার
(গ) ১৯৫২ মার্কিন ডলার
(ঘ) ১৯১৯ মার্কিন ডলার

উত্তর: 

৬৫। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়?

(ক) ১২ মে ২০১৮
(খ) ১৪ মে ২০১৮
(গ) ৮ মে ২০১৮
(ঘ) ২১ মে ২০১৮

উত্তর: ১২ মে ২০১৮

৬৬। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৭২
(খ) ১৯৭৪
(গ) ১৯৭৬
(ঘ) ১৯৭৭

উত্তর: ১৯৭৪

৬৭। অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ কোনটি?

(ক) ব্রাজিল
(খ) চীন
(গ) জাপান
(ঘ) অস্ট্রেলিয়া

উত্তর: জাপান

৬৮। সুন্দরবনকে World Heritage ঘোষণা করেছে-

(ক) UNDP
(খ) ILO
(গ) UNICEF
(ঘ) UNESCO

উত্তর: UNESCO

৬৯। গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত?

(ক) বগুড়া
(খ) সিলেট
(গ) রাজশাহী
(ঘ) চট্টগ্রাম

উত্তর: রাজশাহী 

৭০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডো সেক্টর-

(ক) সেক্টর ১
(খ) সেক্টর ২
(গ) সেক্টর ১০
(ঘ) সেক্টর১১

উত্তর: সেক্টর ১০

আরও পোস্ট

প্রশ্নব্যাংক

Leave a Reply