Bangladesh Bureau of Statistics (BBS) Job Exam Questions & Answers – 2020
পদের নাম: জুনিয়র পরিসংখ্যান সহকারী
তারিখ: ১৩/১/২০২০
১। (a-2b)3 এর মান কত?
(ক) a3-8b3-6a2b+12ab2
(খ) a3-8b3-6a2b-12ab2
(গ) a3+8b3-6a2b-12ab2
(ঘ) a3-8b3-12a2b-6ab2
২। x-\frac{1}{x}=2 হলে, x^4-\frac{1}{x^4}= কত?
(ক) 30
(খ) 31
(গ) 32
(ঘ) 34
৩। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
(ক) ৩/৪
(খ) ৫/৯
(গ) ৭/১২
(ঘ) ১১/৮
৪। পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও ১ পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
(ক) ৯ বছর
(খ) ১৫ বছর
(গ) ১৮ বছর
(ঘ) ১৪ বছর
৫। বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ-আসলে ৫৫৮ টাকা হবে?
(ক) ৪ বছর
(খ) ৪.৫ বছর
(গ) ৫ বছর
(ঘ) ৬ বছর
৬। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোণটির মান কত?
(ক) ১১০°
(খ) ২০°
(গ) ২০০°
(ঘ) ২৯০°
৭। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
(ক) ৬ মিটার
(খ) ৯ মিটার
(গ) ১২ মিটার
(ঘ) ১৫ মিটার
৮। দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুটির অনুপাত কত?
(ক) ৩: ১
(খ) ২ : ৩
(গ) ১ : ৪
(ঘ) ২ : ১
৯। ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয়-
(ক) স্থুলকোণ
(খ) সূক্ষ্মকোণ
(গ) সমকোণ
(ঘ) সরলকোণ
১০। একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্ষয়মূল্য ১০% কম হলে কত লাভ হত?
(ক) ১০৫ টাকা
(খ) ১১০ টাকা
(গ) ১০০ টাকা
(ঘ) ১২০ টাকা
১১। 2x=3y+5 হলে 4x-6y = কত?
(ক) 12
(খ) 10
(গ) 15
(ঘ) 20
১২। ১ ইঞ্চি = কত সেন্টিমিটার
(ক) ২.৫৪
(খ) ২.৪৫
(গ) ২.৫০
(ঘ) ২.৪০
১৩। a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে a : b : c = কত?
(ক) 4 : 7 : 6
(খ) 20 : 35 : 24
(গ) 24 : 35 : 30
(ঘ) 20 : 35 : 42
১৪। ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
(ক) ২০
(খ) ২৭
(গ) ২৯
(ঘ) ২৫
১৫। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
(ক) ২৫%
(খ) ২৮%
(গ) ৩০%
(ঘ) ৩২%
১৬। UNDP এর ইংরেজি পূর্ণরূপ কী?
(ক) United Nations Development Programme
(খ) United National Development Programme
(গ) Unity Nations Development Programme
(ঘ) United Nations Develop Programme
১৭। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) নিউইয়র্ক
(খ) প্যারিস
(গ) রোম
(ঘ) জেনেভা
১৮। বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়?
(ক) ৩ বছর
(খ) ৫ বছর
(গ) ১০ বছর
(ঘ) ১২ বছর
১৯। বাংলাদেশে বর্তমানে মানুষের গড় আয়ু কত?
(ক) ৭০.১ বছর
(খ) ৭২.৩ বছর
(গ) ৭৫.১ বছর
(ঘ) ৬৯.৫ বছর
২০। সরকার কর্তৃক কোন বছরকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা করা হয়েছে?
(ক) ২০১৯
(খ) ২০২০
(গ) ২০২১
(ঘ) ২০৪০
২১। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
(ক) ২ বছর
(খ) ৩ বছর
(গ) ৪ বছর
(ঘ) ৫ বছর
২২। SDG এর Goal সংখ্যা কয়টি?
(ক) ১৭টি
(খ) ১৪টি
(গ) ১৫টি
(ঘ) ১৮টি
উত্তর: ১৭টি
২৩। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচী ঘোষণা করেন?
(ক) ১৯৬৬ সালের ৫ জানুয়ারি
(খ) ১৯৬৬ সালের ৫ মার্চ
(গ) ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
(ঘ) ১৯৬৬ সালের ৫ এপ্রিল
২৪। বাংলাদেশের স্বাধীনতার ‘সুবর্ণ জয়ন্তী’ কোন বছর উদযাপন করা হবে?
(ক) ২০২০
(খ) ২০২১
(গ) ২০২২
(ঘ) ২০২৩
২৫। বাংলাদেশে খেতাবপ্রাপ্ত ‘বীরবিক্রম’ কত জন?
(ক) ৬৮ জন
(খ) ৭ জন
(গ) ৪২৬ জন
(ঘ) ১৭৫ জন
২৬। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
(ক) সৈয়দ মাইনুল হোসেন
(খ) হামিদুর রহমান
(গ) লুই আই কান
(ঘ) তানভীর কবির
২৭। বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি?
(ক) ৬টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ৯টি
২৮। বাংলাদেশের সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয়?
(ক) ৪ নভেম্বর ১৯৭২
(খ) ১৬ ডিসেম্বর ১৯৭২
(গ) ৪ ডিসেম্বর ১৯৭১
(ঘ) ২৬ মার্চ ১৯৭১
২৯। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(ক) সৈয়দ নজরুল ইসলাম
(খ) তাজউদ্দীন আহমদ
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(ঘ) ক্যাপ্টেন এম. মনসুর আলী
৩০। সৌদি আরবের রাজধানী কী?
(ক) জেদ্দা
(খ) রিয়াদ
(গ) দোহা
(ঘ) কায়রো
৩১। Which is the correct sentence?
(ক) He is the most perfect judge
(খ) He is a most perfect judge
(গ) He is a very perfect judge
(ঘ) He is a perfect judge
৩২। What kind of noun is ‘Girl’?
(ক) collective
(খ) material
(গ) proper
(ঘ) common
৩৩। Translate into English – ‘সে সাঁতার দিয়ে নদী পার হলো’
(ক) She swam through the river
(খ) She swam across the river
(গ) She crossed river by through swimming
(ঘ) She passed the river through swimming
৩৪। Fill in the blank. He is callous ________ his studies.
(ক) on
(খ) to
(গ) for
(ঘ) in
৩৫। ‘Maiden speech’ means-
(ক) first speech
(খ) last speech
(গ) late speech
(ঘ) early speech
৩৬। Which one is the correct spelling?
(ক) accesible
(খ) acesible
(গ) accessible
(ঘ) acsecible
৩৭। What is the adjective of the word ‘Heart’?
(ক) heartening
(খ) hearty
(গ) heart
(ঘ) heartful
৩৮। ‘By and large’ means-
(ক) very large
(খ) mostly
(গ) everywhere
(ঘ) nowhere
৩৯। What is the verb form of word ‘Habit’?
(ক) habitable
(খ) habitation
(গ) habitual
(ঘ) habituate
৪০। She told me his name after he ________
(ক) left
(খ) had left
(গ) has left
(ঘ) has been leaving
৪১। The synonym of ‘prohibit’?
(ক) ban
(খ) protest
(গ) detest
(ঘ) support
৪২। What you (to do) last night?
(ক) you did
(খ) did you do
(গ) had you done
(ঘ) did you
৪৩। T.S. Eliot was born in –
(ক) Ireland
(খ) England
(গ) Wales
(ঘ) USA
৪৪। Which one is the reflexive pronoun?
(ক) who
(খ) he
(গ) myself
(ঘ) each
৪৫। The man was accused ________ murder.
(ক) to
(খ) of
(গ) for
(ঘ) after
৪৬। The antonym of ‘Scarcity’ is –
(ক) Abundance
(খ) Dense
(গ) Veracity
(ঘ) Avoidance
৪৭। Mantaz was married ________ Shahjahan.
(ক) with
(খ) to
(গ) for
(ঘ) of
৪৮। Khadija prefers mutton ________ beef.
(ক) to
(খ) of
(গ) on
(ঘ) by
৪৯। Who is the author of India wins freedom?
(ক) Gandhi
(খ) Neheru
(গ) Abul Kalam Azad
(ঘ) Jinnah
৫০। The author of ‘A Farewell to Arms’ is –
(ক) G. Orwell
(খ) G.B. Shaw
(গ) Sir Walter
(ঘ) Ernest Hemingway
৫১। উপস্থিত বুদ্ধি আছে যার –
(ক) বুদ্ধিমান
(খ) বুদ্ধিমতি
(গ) বিচক্ষণ
(ঘ) প্রত্যুৎপন্নমতি
৫২। ‘সাপের খোলস’ – কে এককথায় কী বলে?
(ক) অজিন
(খ) নির্মোক
(গ) কৃত্তি
(ঘ) করভ
৫৩। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) বর্ণ
(খ) শব্দ
(গ) অক্ষর
(ঘ) ধ্বনি
৫৪। বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি?
(ক) ৩৫টি
(খ) ৩৭টি
(গ) ৩৯টি
(ঘ) ৪১টি
৫৫। ‘বিদ্রোহী’ কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) বিষের বাঁশি
(খ) দোলনচাঁপা
(গ) অগ্নিবীণা
(ঘ) সিন্ধু-হিন্দোল
৫৬। ‘সংবিধান’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) সং + অভিধান
(খ) সম্ + বিধান
(গ) সং + বিধান
(ঘ) সঙ + বিধান
৫৭। ‘যাযাবর’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) সর্বজনীন
(খ) সার্বিক
(গ) স্থির
(ঘ) স্থায়ী
৫৮। ‘কপোল’ শব্দটির অর্থ কী?
(ক) গাল
(খ) কপাল
(গ) গলা
(ঘ) ওষ্ঠ
৫৯। সঠিক বানান কোনটি?
(ক) পিপীলিকা
(খ) পীপিলিকা
(গ) পীপীলিকা
(ঘ) পিপিলীকা
৬০। ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলি’ এর রচয়িতা কে?
(ক) ভানু বন্দ্যোপাধ্যায়
(খ) চণ্ডীদাস
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) ভারতচন্দ্র
৬১। ‘যে ভূমিতে ফসল জন্মায় না’ – এক কথায় প্রকাশ কী হবে?
(ক) পতিত
(খ) বন্ধ্যা
(গ) ঊষর
(ঘ) অনুর্বর
৬২। ‘মনিকাঞ্চনযোগ’ এর সমার্থক বাগধারা কোনটি?
(ক) দহরম-মহরম
(খ) কেতাদুরস্ত
(গ) সোনায় সোহাগা
(ঘ) শিরে সংক্রান্তী
৬৩। জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কাহিনীকাব্য কোনটি?
(ক) নকশী কাঁথার মাঠ
(খ) সেজনবাদিয়ার ঘাট
(গ) সকিনা
(ঘ) রাখালী
৬৪। ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের লেখক কে?
(ক) আহসান হাবিব
(খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(গ) শওকত ওসমান
(ঘ) আবুল ফজল
৬৫। ‘জনৈক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) এক + ঐক
(খ) জন + এক
(গ) জনে + এক
(ঘ) জন + অক
৬৬। ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থ কী?
(ক) রোগ বিশেষ
(খ) সম্ভাব্য ঘটনা
(গ) অসম্ভব ঘটনা
(ঘ) প্রতারণা
৬৭। ‘মাছের মা’ বাগধারাটির অর্থ –
(ক) অত্যাচারী
(খ) নিষ্ঠুর
(গ) কঠোর
(ঘ) নীতিহীন
৬৮। বাংলা লিপির উৎস কী?
(ক) সংস্কৃত লিপি
(খ) চীনা লিপি
(গ) আরবি লিপি
(ঘ) ব্রাহ্মী লিপি
৬৯। গঠন অনুসারে বাক্য কত প্রকার?
(ক) তিন প্রকার
(খ) পাঁচ প্রকার
(গ) দুই প্রকার
(ঘ) ছয় প্রকার
৭০। বেগম রোকেয়ার রচনা কোনটি?
(ক) মতিচুর
(খ) কাফেলা
(গ) কারাবাস
(ঘ) রায়নন্দিনী