পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর – ২০২১ | জুনিয়র পরিসংখ্যান সহকারী

Estimated Reading Time: 42 Minutes

Bangladesh Bureau of Statistics (BBS) Job Exam Questions & Answers – 2021
পদের নাম: জুনিয়র পরিসংখ্যান সহকারী
তারিখ: ৩০/১০/২০২১

১। ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার?

(ক) রাজা রামমোহন রায়
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) মোহাম্মদ লুৎফর রহমান
(ঘ) প্রমথ চৌধুরী

উত্তর: প্রমথ চৌধুরী। ‘বই পড়া’ প্রবন্ধে এর উল্লেখ আছে।

২। ‘যে শুনেই মনে রাখতে পারে’ তাকে এক কথায় কী বলে?

(ক) মনযোগী
(খ) মেধাবী
(গ) শ্রুতিধর
(ঘ) স্মৃতিবান

উত্তর: শ্রুতিধর।

৩। ‘উপর্যুক্ত’ শব্দটির অর্থ কী?

(ক) উপযুক্ত
(খ) উপরের
(গ) উপরের উল্লিখিত
(ঘ) কোনটিই নয়

উত্তর: উপরের উল্লিখিত।

৪। ‘হাত করা’ দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) প্রভাব
(খ) পটানো
(গ) প্রহার করা
(ঘ) অনুগ্রহ করা

উত্তর: পটানো।

৫। ‘খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) সন্যাসী
(খ) সাধু
(গ) মহাজন
(ঘ) চেতনা

উত্তর: মহাজন। খাতক অর্থ দেনাদার, ঋণী।

৬। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্ন ব্যবহার করা হয়?

(ক) কমা
(খ) কোলন
(গ) সেমিকোলন
(ঘ) ড্যাশ

উত্তর: কোলন (:)।

৭। অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?

(ক) কাঁচা রাস্তা
(খ) কাঁচা সোনা
(গ) কাঁচা বয়স
(ঘ) কাঁচা আম

উত্তর: কাঁচা বয়স।

৮। ‘মাথা দেওয়া’ শব্দটির অর্থ কী?

(ক) ভাবনা করা
(খ) শপথ করা
(গ) দায়িত্ব গ্রহণ
(ঘ) আগ্রহ

উত্তর: দায়িত্ব গ্রহণ।

৯। ‘পরীক্ষায় সফল হও।’ এটি কী ধরণের বাক্য?

(ক) ইচ্ছাসূচক
(খ) আদেশসূচক
(গ) বিবৃতিমূলক
(ঘ) বিস্ময়সূচক

উত্তর: ইচ্ছাসূচক।

১০। ‘গুণহীন চিরদিন থাকে পরাধীন’ – নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তৃকারকে শূন্য
(খ) কর্মকারকে শূন্য
(গ) করণকারকে শূন্য
(ঘ) অপাদান কারকে শূন্য 

উত্তর: কর্তৃকারকে শূন্য। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাই কর্তৃকারক। ‘গুণহীন’ এখানে বিশেষ্য পদ যা ক্রিয়া (‘থাকে’) সম্পন্ন করছে।

১১। ‘যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাইতো সত্যিকারের পুরুষ’ – এখানে ‘তারাই’ কোন পদ?

(ক) বিশেষ্য
(খ) সর্বনাম
(গ) বিশেষণ
(ঘ) অব্যয়

উত্তর: সর্বনাম। বিশেষ্য বা নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই সর্বনাম। যেমন: আমি, তুমি, তারা ইত্যাদি।

১২। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

(ক) অনুগমন
(খ) সাহিত্য সভা
(গ) পীতাম্বর
(ঘ) রাতকানা

উত্তর: পীতাম্বর (পীত অম্বর যার) অর্থ শ্রীকৃষ্ণ।

১৩। ‘কবিতা’ শব্দের বহুবচন কোনটি?

(ক) কবিতাগুচ্ছ
(খ) কবিতামালা
(গ) কবিতারাজি
(ঘ) কবিতাসমূহ

উত্তর: কবিতাগুচ্ছ।

১৪। নিচের কোনটি তারিখবাচক শব্দ?

(ক) চার
(খ) দ্বাদশ
(গ) চৌদ্দ
(ঘ) একুশে

উত্তর: একুশে।

১৫। ‘রাজ্ঞী’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

(ক) রাজ্ + নী
(খ) রাগ্ + নী
(গ) রাজ্ + গি
(ঘ) রাজন + গি

উত্তর: রাজ্ + নী।

১৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ এর রচয়িতা কে?

(ক) আব্দুল কাদির
(খ) আনোয়ার পাশা
(গ) সৈয়দ ওয়ালিউল্লাহ
(ঘ) আব্দুল মান্নান সৈয়দ

উত্তর: আনোয়ার পাশা।

১৭। শুদ্ধ বানান কোনটি?

(ক) পীপিলিকা
(খ) পিপীলিকা
(গ) পিপীলীকা
(ঘ) পিপিলীকা

উত্তর: পিপীলিকা।

১৮। ‘বীরবল’ কার ছদ্মনাম?

(ক) কাজী নজরুল ইসলাম
(খ) প্রমথ চৌধুরী
(গ) হুমায়ূন আহমেদ
(ঘ) রাজ শেখর বসু

উত্তর: প্রমথ চৌধুরী।

১৯। ‘চাঁদ’ এর সমার্থক শব্দ নয় কোনটি?

(ক) সবিতা
(খ) সুধাকর
(গ) শশী
(ঘ) শশধর

উত্তর: সবিতা (অর্থ সূর্য)। 

২০। সাধু এবং চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?

(ক) লেখ্য
(খ) কথ্য
(গ) আঞ্চলিক
(ঘ) উপভাষা

উত্তর: লেখ্য।


২১। Which sentence is incorrect?

(ক) He has not came back from the work
(খ) He went to Ramna Park
(গ) They selected me captain
(ঘ) None of the above.

উত্তর: He has not came back from the work. সঠিক ফর্ম: He has not come back from the work. (সে কাজ থেকে ফিরে আসেনি।)

২২। Based on object verb are of –

(ক) 2 types
(খ) 3 types
(গ) 4 types
(ঘ) 5 types

উত্তর: 2 types: with (transitive) or without (intransitive) object.

২৩। Which verb is irregular?

(ক) Break
(খ) Like
(গ) Cook
(ঘ) All of the above

উত্তর: Break. Irregular verb হল এমন verb যেগুলি tense এবং past participle এর সাধারণ প্যাটার্ন অনুসরণ করে না। বেশিরভাগ ইংরেজি regular verb গুলি past tense এবং past participle এর জন্য শেষে “-ed” ব্যবহার করে। কিন্তু Irregular verb গুলির প্রত্যেকটির নিজস্ব স্বতন্ত্র past এবং past participleফর্ম রয়েছে। যেমন: 

VerbPastPast Participle
BreakBrokeBroken
BleedBledBled
GoWentGone

২৪। Which sentence is correct?

(ক) He speaks a story
(খ) He speaks English well.
(গ) All of the above
(ঘ) None of the above

উত্তর: He speaks English well. অন্য অপশনের সঠিক ফর্ম: He tells a story.

২৫। Which one is an example of factitive object?

(ক) I know him to be a doctor
(খ) Pluck the flower
(গ) We made him captain
(ঘ) He lives here

উত্তর: We made him captain. কোন Transitive verb যখন অতিরিক্ত শব্দের (captain) সাহায্য ছাড়া শুধু তার Direct Object (him) দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে Factitive Verb বলে। যেমন: We made him captain. Factitive Verb এর object ই factitive object.

২৬। Which sentence is an example of reflexive pronoun?

(ক) I hurt myself
(খ) I will do it myself
(গ) We saw the king himself
(ঘ) All of the above

উত্তর: All of the above. Reflexive Pronoun বা আত্মবাচক সর্বনাম হল যে Pronoun-এর সাথে –self / selves যুক্ত থাকে এবং যা বাক্যে ব্যবহৃত আগের noun-কে নিদের্শ করে তাই Reflexive Pronoun বলে। যেমন: myself, himself etc.

২৭। What is the meaning of the word ‘Put the screw on’ –

(ক) in defiance
(খ) give offense to them
(গ) in a state of suspense
(ঘ) brought pressure to bear on

উত্তর: brought pressure to bear on. Put the screw on অর্থ (কারো) উপর শক্তিশালী মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা যাতে তারা (কোন নির্দিষ্ট কাজ করতে) ভয় পায় বা আতঙ্কিত হয়। বাক্য: you put the screws on her and she submitted.

২৮। My brother ____ a university for the last two years.

(ক) has gone
(খ) has been
(গ) went
(ঘ) is

উত্তর: has been. My brother has been a university for the last two years অর্থ আমার ভাই গত দুই বছর ধরে ইউনিভার্সিটি যাচ্ছে।

২৯। Synonym of ‘limpid’ –

(ক) moist
(খ) drak
(গ) shallow
(ঘ) transparent

উত্তর: transparent (স্বচ্ছ). limpid অর্থ নির্মল, পরিষ্কার। অন্যান্য অপশন: moist অর্থ ভিজা, আর্দ্র; drak অর্থ অন্ধকার; shallow অর্থ অগভীর।

৩০। ‘Adapt’ means –

(ক) Proficient
(খ) Careful
(গ) Awkward
(ঘ) Naive

উত্তর: Proficient (দক্ষ). Adapt অর্থ মানিয়ে নেওয়া। অন্যান্য অপশন: Careful (সাবধান), Awkward (বেমানান, বিশ্রী), Naive (সাদাসিধা)।

৩১। Which word is correctly spelled?

(ক) Idiosyncrasy
(খ) Gaugi
(গ) Hankerchief
(ঘ) Leniant

উত্তর: Idiosyncrasy অর্থ মেজাজ। অন্যান্য অপশন: Handkerchief (রুমাল), Lenient (নম্র)।

৩২। Which word does not match with the other words?

(ক) Pharynx
(খ) Bronchiole
(গ) Alveoli
(ঘ) Auricle

উত্তর: Pharynx (গলবিল).

৩৩। Which word is wrongly spelled –

(ক) Chauvinism
(খ) Diarrhoea
(গ) Sacrilegious
(ঘ) Supercilous

উত্তর: Supercilous. সঠিক বানান – Supercilious (অতিশয়).

৩৪। Qualifying in the admission test easy –

(ক) Verb Phrase
(খ) Noun Phrase
(গ) Adjective Phrase
(ঘ) Adverbial Phrase

উত্তর: Noun Phrase.

৩৫। ‘Equivocation’ means –

(ক) A true statement
(খ) Equal opportunity to get a job
(গ) Free expression of opinions
(ঘ) To contrary things in the same statement

উত্তর: To contrary things in the same statement. Equivocation অর্থ বাক্যের দুইটি অর্থ হয় এমন ভাব (কৌশল হিসেবে অস্পষ্ট ভাব প্রকাশ)। বাক্য: I say this without equivocation.

৩৬। ‘Cul-de-sac’ means-

(ক) Selection
(খ) Bubble
(গ) Dead end
(ঘ) Error

উত্তর: Dead end. Cul-de-sac অর্থ কানাগলি।

৩৭। Kind of sentence –

(ক) 4
(খ) 5
(গ) 6
(ঘ) 7

উত্তর: 5 (Assertive, Interrogative, Optative, Exclamatory, Imperative).

৩৮। ‘Manifestation’ means –

(ক) Presentation
(খ) Observation
(গ) Complication
(ঘ) Intermission

উত্তর: Presentation (উপস্থাপনা). Manifestation অর্থ প্রকাশ। অন্যান্য অপশন: Observation (পর্যবেক্ষণ), Complication (জটিলতা), Intermission (বিরতি)।

৩৯। ‘Nota bene’ means –

(ক) for example
(খ) not sure
(গ) next page
(ঘ) mark well

উত্তর: mark well.

৪০। Correct spelling –

(ক) Questionnaire
(খ) Questionaire
(গ) Questionneire
(ঘ) Questionerine

উত্তর: Questionnaire


৪১। ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ – বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান?

(ক) ২৬
(খ) ২৭
(গ) ২৮
(ঘ) ২৯

উত্তর: ২৭.

৪২। বাংলাদেশের সুপ্রীম কোর্ট মোট কয়টি বিভাগ নিয়ে গঠিত?

(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

উত্তর: ২। যথা: হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ।

৪৩। এক মাইক্রো সেকেন্ড সমান কত?

(ক) ০.০০০০০১ সেকেন্ড
(খ) ০.০০০০১ সেকেন্ড
(গ) ০.০০০০০০১ সেকেন্ড
(ঘ) ০.০০০০০০০১ সেকেন্ড

উত্তর: ০.০০০০০১ সেকেন্ড.

৪৪। Optical Mark Reader (OMR) আলোর কোন নীতির ভিত্তিতে কাজ করে?

(ক) প্রতিসরণ
(খ) প্রতিফলন
(গ) প্রতিবিম্ব
(ঘ) ব্যাতিচার

উত্তর: প্রতিফলন।

৪৫। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

(ক) MS word
(খ) MS Access
(গ) MS Powerpoint
(ঘ) MS Excel

উত্তর: MS Powerpoint.

৪৬। স্টিফেন হকিং একজন –

(ক) পদার্থ বিজ্ঞানী
(খ) রসায়ন বিজ্ঞানী
(গ) ব্যবসায়ী
(ঘ) কম্পিউটার বিজ্ঞানী

উত্তর: পদার্থ বিজ্ঞানী।

৪৭। ম্যানগ্রোভ কী?

(ক) শালবন
(খ) চিরহরিৎ বন
(গ) উপকূলীয় বন
(ঘ) সামাজিক বন

উত্তর: উপকূলীয় বন।

৪৮। বি-৫২ কী?

(ক) এক ধরনের বোমা
(খ) এক ধরনের বিমান
(গ) এক ধরনের কেমিক্যাল
(ঘ) এক ধরনের হেলিকাপ্টার

উত্তর: এক ধরনের বিমান।

৪৯। বীরশ্রেষ্ঠগণের মধ্যে বিমানবাহিনীর কয়জন ছিলেন?

(ক) ২ জন
(খ) ৩ জন
(গ) ৪ জন
(ঘ) ১ জন

উত্তর: ১ জন।

৫০। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?

(ক) ইয়েমেন
(খ) সৌদি আরব
(গ) ইরাক
(ঘ) লেবানন

উত্তর: ইরাক

৫১। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?

(ক) ঢাকা
(খ) নারায়ণগঞ্জ
(গ) পার্বত্য রাঙ্গামাটি
(ঘ) পার্বত্য বান্দরবন

উত্তর: পার্বত্য রাঙ্গামাটি।

৫২। ‘ওভাল’ ক্রিকেট মাঠটি কোথায় অবস্থিত?

(ক) যুক্তরাজ্য
(খ) ওয়েস্ট ইন্ডিজ
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) শ্রীলঙ্কা

উত্তর: যুক্তরাজ্য।

৫৩। ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের কোন রোগ হয়?

(ক) খর্বাকৃতি
(খ) বুদ্ধিহীনতা
(গ) অন্ধত্ব
(ঘ) কম ওজন

উত্তর: অন্ধত্ব।

৫৪। ঢাকা কত সালে সুবা-বাংলার রাজধানী হয়?

(ক) ১৬১০
(খ) ১৬১১
(গ) ১৬১২
(ঘ) ১৬১৩

উত্তর: ১৬১০। ১৬১০ সালের সুবেদার ইসলাম খাঁ বার ভূইয়াদের নেতা মুসা খাঁ কে পরাজিত করে বাংলা দখল করেন এবং ঢাকার নাম রাখেন জাহাঙ্গীর নগর। এই সময় বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করা হয়। ১৬৩৯ সালে শাহ সুজা বাংলার রাজধানী ঢাকা থেকে রাজমহলে স্থানান্তরিত করেন। ১৬৬০ সালে মীর জুমলা ঢাকাকে পুনরায় রাজধানী করেন। ১৯০৫ সালে বাংলা ও বিহার নিয়ে গঠিত প্রদেশের রাজধানী হয় ঢাকা কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের ফলে ঢাকা রাজধানীর মর্যাদা হারায়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্থানের রাজধানীর হয় করাচি এবং পূর্ব পাকিস্থানের রাজধানীর হয় ঢাকা। ১৯৭১ সালে স্বাধীনতার পর ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয়।

৫৫। জাপানের হিরোশিমা শহরের কোন তারিখে আনবিক বোমা ফেলা হয়?

(ক) ৯ আগস্ট ১৯৪৫
(খ) ৬ আগস্ট ১৯৪৫
(গ) ৯ আগস্ট ১৯৪৬
(ঘ) ৬ আগস্ট ১৯৪৬

উত্তর: ৬ আগস্ট ১৯৪৫। অপর বোমাটি ফেলা হয় ৯ আগস্ট ১৯৪৫, নাগাসাকিতে।

৫৬। জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন এশীয় দেশ কয়টি?

(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ১

উত্তর: ১ (চীন)।

৫৭। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত কতটি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে?

(ক) ৫
(খ) ৬
(গ) ৪
(ঘ) ৭

উত্তর: ৫ (১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১)।

৫৮। OIC Statcom এর সদর দপ্তর কোথায়?

(ক) ইস্তানবুল
(খ) আংকারা
(গ) কায়রো
(ঘ) রিয়াদ

উত্তর: আংকারা।

৫৯। বাংলাদেশে সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক কোনটি?

(ক) স্বাধীনতা পদক
(খ) একুশে পদক
(গ) বাংলা একাডেমি পদক
(ঘ) কোনটিই নয়

উত্তর: স্বাধীনতা পদক।

৬০। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?

(ক) ১৯৫৯
(খ) ১৯৬০
(গ) ১৯৬১
(ঘ) ১৯৬২

উত্তর: ১৯৬২। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র।


৬১। abc একটি সংখ্যা হালে abc-a-b-c সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য?

(ক) 7
(খ) 8
(গ) 9
(ঘ) 10

উত্তর: 9

৬২। \frac{২}{৩},\frac{৪}{৯},\frac{১}{৬}এর গ.সা.গু. কত?

(ক) ১/৬
(খ) ১/৯
(গ) ২/৩
(ঘ) ২/৯

উত্তর: ১/৯

৬৩। কোন সংখ্যার ৩৯% হতে ৩৯ বিয়োগ করলে বিয়োগফল ৩৯ হবে?

(ক) ৩৯০
(খ) ৭৮০
(গ) ১০০
(ঘ) ২০০

উত্তর: ২০০

৬৪। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩ হলে তাদের ল.সা.গু কত?

(ক) ৩৯০
(খ) ২৬০
(গ) ১৩০
(ঘ) ৫২০

উত্তর: ২৬০

৬৫। একটি সংখ্যা ২২০ থেকে যত বড় ৪৯০ থেকে তত ছোট সংখ্যাটি কত?

(ক) ৩৫৫
(খ) ৩৬৫
(গ) ৩৪৫
(ঘ) ৩৫০

উত্তর: ৩৫৫

৬৬। ৮টি সংখ্যার গড় ৮। প্রত্যেকটি সংখ্যা হতে ২ বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?

(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৭

উত্তর: ৬

৬৭। {(\sqrt{2})}^8\times{(\sqrt[3]{2})}^9 = কত?

(ক) 16
(খ) 64
(গ) 128
(ঘ) 256

উত্তর: 128

৬৮। কোন দেশের স্থুল জন্মহার ২৫ এবং স্থুল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?

(ক) ১৫%
(খ) ১.৫%
(গ) ০.১৫%
(ঘ) কোনটিই নয়

উত্তর: ১.৫%।

৬৯। 3x+\frac{1}{3x}=9 হলে x^2+\frac{1}{81x^2} এর মান কত?

(ক) 79
(খ) 79/4
(গ) 79/9
(ঘ) 79/3

উত্তর: 79/9.

দেওয়া আছে, 
3x+\frac{1}{3x} = 9
বা, x+\frac{1}{9x} = 3 [উভয় পক্ষকে ৩ দ্বারা ভাগ করে]
বা, (x+\frac{1}{9x})^2 = 3^2 [উভয় পক্ষকে বর্গ করে]
বা, x^2+\frac{1}{81x^2}+2\times x \times \frac{1}{9x}=9
বা, x^2+\frac{1}{81x^2}=9-\frac{2}{9}
বা, x^2+\frac{1}{81x^2}=\frac{79}{9}

৭০। ১৫ এবং ৩৫ দ্বারা বিভাজ্য চার অঙ্গের বৃহত্তম সংখ্যা কোনটি?

(ক) ৯৯৪০
(খ) ৯৯৬০
(গ) ৯৯৭৫
(ঘ) ৯৯৯০

উত্তর: ৯৯৭৫

৭১। \frac{1}{6!}+\frac{1}{7!}=\frac{x}{9!} হলে এর মান কত?

(ক) 42
(খ) 48
(গ) 56
(ঘ) 64

উত্তর: 64

৭২। ৩০ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২০ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

(ক) ২০%
(খ) ২৫%
(গ) ৪০%
(ঘ) ৫০%

উত্তর: ৫০%

৭৩। বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?

(ক) ৮ বছর
(খ) ১০ বছর
(গ) ১২ বছর
(ঘ) কোনটিই নয়

উত্তর: কোনটিই নয়

৭৪। একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোনের মান কত?

(ক) ১৮০°
(খ) ৯০°
(গ) ৬০°
(ঘ) কোনটিই নয়

উত্তর: ৯০°

৭৫। একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে তিনগুণ হয়। মূল্য বৃদ্ধি সনা করে পণ্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

(ক) ৫০%
(খ) ১০০%
(গ) ২০০%
(ঘ) ১৫০%

উত্তর: ১০০%

৭৬। ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৮ : ১০ হলে, লাভের পরিমাণ কত?

(ক) ২০%
(খ) ২৫%
(গ) ৪০%
(ঘ) কোনটিই নয়

উত্তর: ২৫%

৭৭। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

(ক) ৫৪০°
(খ) ৪৫০°
(গ) ৩৬০°
(ঘ) কোনটিই নয়

উত্তর: ৫৪০°

৭৮। ১০ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ২০ জন লোকের কাজটি করতে কত দিন লাগবে?

(ক) ২৫ দিন
(খ) ২০ দিন
(গ) ১৫ দিন
(ঘ) ১০ দিন

উত্তর: ১০ দিন

৭৯। ৯, ০, ৭, ৮ এর গড় কত?

(ক) ৪
(খ) ৬
(গ) ৭
(ঘ) ৮

উত্তর: ৬

৮০। 2x-\frac{2}{x} হলে 8(x^3-\frac{1}{x^3}) এর মান কত?

(ক) 60
(খ) 64
(গ) 63
(ঘ) 69

উত্তর: 63

আরও পোস্ট

প্রশ্নব্যাংক

Leave a Reply