Civil Aviation Authority (CAAB) Senior Officer Job Exam Question 2021

Estimated Reading Time: 34 Minutes

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ – ২০২১
পদের নাম : সিনিয়র অফিসার
পূর্ণমান: ৮০, সময়: ৫০ মিনিট
পরীক্ষা: অক্টোবর, ২০২১

বাংলা ভাষা ও সাহিত্য

১. বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রস্থ?

(ক) কৃপার শাস্ত্রের অর্থভেদ
(খ) মঙ্গল সমাচার
(গ) কথোপকথন
(ঘ) রাজা প্রতাপাদিত্য চরিত্র

উত্তর: ক

২. “আইন-ই-আকবরী” গ্রন্থের রচয়িতা কে?

(ক) টোডারমল
(খ) বীরবল
(গ) আবুল ফজল
(ঘ) তানসেন

উত্তর: গ

৩. বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা

(ক) বাংলা একাডেমি
(খ) বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি
(গ) মুক্তিযুদ্ধ জাদুঘর
(ঘ) দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড

উত্তর: খ

৪. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম-

(ক) মুনীর চৌধুরী
(খ) হাসান হাফিজুর রহমান
(গ) শামসুর রাহমান
(ঘ) গাজীউল হক

উত্তর: খ

৫. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

(ক) আলেয়া
(খ) ঝিলিমিলি
(গ) মধুমালা
(ঘ) কুহেলিকা

উত্তর: ঘ

৬. উপন্যাস কোন যুগের সৃষ্টি?

(ক) সর্ব যুগের
(খ) আধুনিক যুগের
(গ) প্রাচীন যুগের
(ঘ) মধ্য যুগের

উত্তর: খ

৭. কথাসাহিত্য বলতে বুঝায়-

(ক) ছোটগল্প ও উপন্যাস
(খ) কথা নিয়ে সাহিত্য
(গ) নাটক ও আবৃত্তি
(ঘ) সাহিত্যের কথা

উত্তর: ক

৮. “নেমেসিস” নাটকের মূল উপজীব্য বিষয়?

(ক) গ্রামবাংলার দুর্ভিক্ষ
(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনি
(গ) সামাজিক অবিচার ও লাঞ্ছনা
(ঘ) নির্যাতন ও শোষণ

উত্তর: খ

৯. “কিংবদন্তি” শব্দের সঠিক অর্থ-

(ক) অলৌকিক ব্যক্তি
(খ) লোকশ্রুতি
(গ) লোক পরম্পরা
(ঘ) রাজকাহিনি

উত্তর: খ

১০. “নৈসর্গিক” এর বিপরীতার্থক শব্দ-

(ক) প্রাকৃতিক
(খ) কৃত্রিম
(গ) রাত্রিকালীন
(ঘ) দিবাকালীন

উত্তর: খ

১১. ভাষা পরিবর্তন কীসের সাথে সম্পর্কযুক্ত-

(ক) শব্দের পরিবর্তনের সাথে
(খ) বাক্যের পরিবর্তনের সাথে
(গ) ধ্বনির পরিবর্তনের সাথে
(ঘ) পদ পরিবর্তনের সাথে

উত্তর: গ

১২. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর-

(ক) ৩টি
(খ) ২টি
(গ) ৪টি
(ঘ) ১টি

উত্তর: খ

১৩. “চশমা” শব্দটি যে ভাষা থেকে এসেছে?

(ক) ফারসি
(খ) আরবি
(গ) ফরাসি
(ঘ) পতুর্গিজ

উত্তর: ক

১৪. “তন্বী” শব্দের সন্ধিবিচ্ছেদ-

(ক) তম্‌+বি
(খ) তনু+ই
(গ) তনু+ঈ
(ঘ) তনু+ম্বি

উত্তর: গ

১৫. “শোক দূর হয়েছে যার” এর বাক্য সংকোচন-

(ক) বীতশোক
(খ) শোকদূর
(গ) নিঃশোক
(গ) বীতিশোক

উত্তর: ক

১৬. “ঝির ঝির করে বাতাস বইছে” এখানে “ঝির ঝির” দ্বারা বোঝানো হয়েছে-

(ক) ভাবের গভীরতা
(খ) ধ্বনিব্যঞ্জনা
(গ) পৌনঃপুনিকতা
(ঘ) সামান্যতা

উত্তর: খ

১৭. জাতিবাচক বিশেষ্যের উদাহরণ-

(ক) সমাজ
(খ) পানি
(গ) মিছিল
(ঘ) নদী

উত্তর: ঘ

১৮. “বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি” – এ বাক্যে “গিয়ে” কোন ক্রিয়া?

(ক) অসমাপিকা
(খ) সমাপিকা
(গ) দ্বিকর্মক
(ঘ) প্রযোজক

উত্তর: ক

১৯. “বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে” – বাক্যটি কোন শ্রেণির?

(ক) জটিল
(খ) মিশ্র
(গ) যৌগিক
(ঘ) সরল

উত্তর: গ

২০. “আ-মরি বাংলা ভাষা” – এ চরণের “আ” দ্বারা কী প্রকাশ পেয়েছে?

(ক) আশাবাদ
(খ) আবেগ
(গ) আনুগত্য
(ঘ) আনন্দ

উত্তর: ঘ

English Language & Literature




২১. Hurry up! We have to go ____ five minutes.

(ক) in
(খ) on
(গ) by
(ঘ) for

উত্তর: ক

২২. She was sliding ____ depression.

(ক) of
(খ) on
(গ) into
(ঘ) at

উত্তর: গ

২৩. The work was finished ____ time and ____ budget.

(ক) off, on
(খ) in, with
(গ) within, with
(ঘ) on, within

উত্তর: ঘ

২৪. ____ your sincerest cooperation, I would have failed.

(ক) Only for
(খ) But for
(গ) But also
(ঘ) Due to

উত্তর: খ

২৫. I always take an umbrella ____ it rains.

(ক) in case
(খ) incase of
(গ) if
(ঘ) unless

উত্তর: ক

২৬. Build up your career ____ you ____ repent.

(ক) lest, must
(খ) or, should be
(গ) lest, should
(ঘ) and, must

উত্তর: গ

২৭. Prices for bicycles can run ____ TK. 30,000

(ক) as high to
(খ) as high as
(গ) so high as
(ঘ) as high for

উত্তর: খ

২৮. I visit Cox’s Bazar frequently, However, I have never ____ Teknaf.

(ক) went to
(খ) visited to
(গ) gone
(ঘ) been to

উত্তর: ঘ

২৯. Although she ____ apart of the excavation team, she was not allowed to actively ____ in the field.

(ক) is working
(খ) was, work
(গ) was, working
(ঘ) in, worked

উত্তর: খ

৩০. Neela ____ her hand when she was cooking dinner.

(ক) burnt
(খ) is burning
(গ) will burn
(ঘ) was burning

উত্তর: ক

৩১. Would you mind ____ a cup of tea with me?

(ক) having to drink
(খ) having
(গ) drink
(ঘ) to take

উত্তর: খ

৩২. I wish I ____ your shoes.

(ক) were in
(খ) was in
(গ) put on
(ঘ) get into

উত্তর: ক

৩৩. Passive voice of ‘Whom were you calling’? is –

(ক) Who are you called?
(খ) Who were you being called?
(গ) Who was being called by you?
(ঘ) Who called by you?

উত্তর: গ

৩৪. They reached home safe and sound. This is a/an –

(ক) Adjective Phrase
(খ) Noun Phrase
(গ) Proverb
(ঘ) Idiom

উত্তর: ঘ

৩৫. I know you. (make it complex)

(ক) I know who you are.
(খ) I know you.
(গ) I know who are you.
(ঘ) I know what are you.

উত্তর: ক

৩৬. Synonyms of ‘Vituperate’ is –

(ক) Copy
(খ) Appreciate
(গ) Encourage
(ঘ) Abuse

উত্তর: D

৩৭. Find out the odd word from the options –

(ক) Rush
(খ) Expedite
(গ) Impede
(ঘ) Hasten

উত্তর: গ

৩৮. Water : Flood : :

(ক) Rain : River
(খ) Wind : Sleet
(গ) Ice : Floe
(ঘ) Snow : Blizzard

উত্তর: ঘ



৩৯. Who wrote ‘The Taming of the Shrew’?

(ক) William Shakespeare
(খ) G.B. Shaw
(গ) W.B. Yeats
(ঘ) Jhon Dryden

উত্তর: ক

৪০. Who is an essayist?

(ক) J.S. Mill
(খ) Charles Dickens
(গ) W.H. Newman
(ঘ) Francis Bacon

উত্তর: ঘ

গাণিতিক যুক্তি

৪১. বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে?

(ক) ১০০৫০
(খ) ১০৫৪৬
(গ) ১০৬৪৮
(ঘ) ১০৭৪৮

উত্তর: গ

৪২. ৩০ লিটারে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭:৩। এ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?

(ক) ৭৫
(খ) ৮০
(গ) ৮২
(ঘ) ৭২

উত্তর: খ

৪৩. একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

(ক) ১৮০ ডিগ্রি
(খ) ১৭০ ডিগ্রি
(গ) ২৭০ ডিগ্রি
(ঘ) ৩৬০ ডিগ্রি

উত্তর: ঘ



৪৪. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সেমি ও ৯ সেমি। ঐ রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেমি?

(ক) ২০
(খ) ৩৬
(গ) ২৪
(ঘ) ৪৪

উত্তর: গ

৪৫. ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?

(ক) ২৫
(খ) ৩০
(গ) ৩৫
(ঘ) ৪৯

উত্তর: ক

৪৬. ৪১ থেকে ৯০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

(ক) ৯
(খ) ১১
(গ) ১২
(ঘ) ১০

উত্তর: গ

৪৭. ২০ জন শ্রমিক কোন কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ১০ জন শ্রমিক অন্যত্র চলে গেলে বাকী শ্রমিক কত দিনে কাজটি শেষ করতে পারবে?

(ক)৬
(খ) ৮
(গ) ১২
(ঘ) ১০

উত্তর: খ

৪৮. a^3-3b^2+(a+b)^3 এর একটি উৎপাদক (a-b) হলে অপর উৎপাদকটি কত?

(ক) 2a^2+5ab-8a^2
(খ) 2a^2-5ab+8a^2
(গ) 2a^2+5ab+8a^2
(ঘ) কোনটি নয়।

উত্তর: গ

৪৯. একটি নল দ্বারা ১২ মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা ১ মিনিটে তা থেকে ১৫ লি. পানি বের হয়। চৌবাচ্চা খালি অবস্থায় ২ টি নল একসাথে খুলে দিলে ৪৮ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?

(ক) ২২০
(খ) ২৪০
(গ) ২২৫
(ঘ) ২৭২

উত্তর: খ

৫০. x-y=8, xy=5 হলে x^3-y^3+8(x+y)^2 =কত?

(ক) ১৩০৪
(খ) ১০৩৪
(গ) ১০৪৪
(ঘ) ১৩৭২

উত্তর: ক

৫১. একটি চতুর্ভূজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্ত জানা প্রয়োজন?

(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬

উত্তর: গ

৫২. ৫, ৪, ৮, ১১, ৭, ৯, ১২, ১০, ১৩ রাশিগুলো উর্ধ্বক্রমে সাজালে কততম রাশিটি মধ্যক হবে?

(ক) ৩য়
(খ) ৫ম
(গ) ৪র্থ
(ঘ) ২য়

উত্তর: খ

৫৩. O কেন্দ্রবিন্দু বিশিষ্ট বৃত্তে D বিন্দু AB জ্যা এর মধ্যবিন্দু হলে ∠ODB=?

(ক) ৪৫
(খ) ৬০
(গ) ৯০
(ঘ) ১৮০

উত্তর: গ

৫৪. ১ শতক = কত বর্গফুট?

(ক) ৪৫৩.৬
(খ) ১৩৫.৬
(গ) ১৪৫.৬
(ঘ) ৪৫০.৫

উত্তর: ক

৫৫. ৫০ মি. দৈর্ঘ্য ও ৪০ মি. প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ দিয়ে আড়াআড়িভাবে ৩ মি. চওড়া দুইটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত?

(ক) ২৫১
(খ) ২৬১
(গ) ১৬১
(ঘ) ১৬৫

উত্তর: খ

৫৬. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

(ক) ২৫/৯
(খ) ৭/২২
(গ) ২২/৭
(ঘ) ৫/৩

উত্তর: গ

৫৭. ১২টি বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়?

(ক) ২২০
(খ) ১২০
(গ) ২১০
(ঘ) ১৮০

উত্তর: ক

৫৮. ২টি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং এদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা দুটির যোগফল কত?

(ক) ৬
(খ) ১৮
(গ) ২৪
(ঘ) ১২

উত্তর: খ

৫৯. কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে –

(ক) ৭৪
(খ) ১১১
(গ) ১৪৮
(ঘ) ২০০

উত্তর: ঘ

৬০. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮:৩ হবে। তাদের বর্তমান বয়স কত?

(ক) ৩২, ৮
(খ) ৩৫, ১০
(গ) ৩৫, ১২
(ঘ) ৩৬, ১০

উত্তর: খ

সাধারণ জ্ঞান

৬১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামীর সংখ্যা ছিলো কত জন?

(ক) ৩৪
(খ) ৩৫
(গ) ৩৬
(ঘ) ৩৭

উত্তর: খ

৬২. বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ঠদের নাম কবে ঘোষণা করে?

(ক) ১৫ ডিসেম্বর ১৯৭২
(খ) ১৬ ডিসেম্বর ১৯৭২
(গ) ১৫ ডিসেম্বর ১৯৭৩
(ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭৩

উত্তর: গ

৬৩. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা বর্তমানে দায়িত্ব পালন করছেন কয়টি দেশে?

(ক) ১০
(খ) ১১
(গ) ১২
(ঘ) ১৩

উত্তর: ক

৬৪. আফগানিস্তানের রাজতস্ত্রের অবসান ঘটে কত সালে?

(ক) ১৯৭০
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৬
(ঘ) ১৯৭৭

উত্তর: খ

৬৫. North Atlantic Treaty Organization এর প্রতিষ্ঠাকালীন সদরদপ্তর কোথায় ছিলো?

(ক) লন্ডন
(খ) প্যারিস
(গ) ব্রাসেলস
(ঘ) মাদ্রিদ

উত্তর: খ

৬৬. বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন?

(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪

উত্তর: ক

৬৭. “মহামুনি বিহার” কোথায় অবস্থিত?

(ক) দিনাজপুরের ফুলবাড়ীতে
(খ) চট্টগ্রামের রাউজানে
(গ) জামালপুরের দেওয়ানগঞ্জ
(ঘ) কুমিল্লার ময়নামতিতে

উত্তর: খ

৬৮. আজ ২২ অক্টোবর বাংলা ভাষার কোন অন্যতম প্রধান কবির প্রয়াণ দিবস?

(ক) শামসুর রাহমান
(খ) বুদ্ধদেব বসু
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) সমর সেন

উত্তর: গ

৬৯. “বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার” কত একর জমিতে নির্মিত হয়েছে?

(ক) ১০
(খ) ১৫
(গ) ১৮
(ঘ) ২০

উত্তর: ঘ

৭০. ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষা কয়টি?

(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

উত্তর: খ

৭১. কোন মহান দার্শনিক “লাইসিয়াম” নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন?

(ক) সক্রেটিস
(খ) প্লেটো
(গ) এরিস্টটল
(ঘ) ভলতেয়ার

উত্তর: গ

৭২. রাজা ভূমিবল কত বছর থাইল্যান্ডের সিংহাসনে আসীন ছিলেন?

(ক) ৩০
(খ) ৪০
(গ) ৫০
(ঘ) ৭০

উত্তর: ঘ

৭৩. যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কী?

(ক) হাউজ অব কমেন্স
(খ) হাউজ অব সিনেট
(গ) প্রতিনিধি সভা
(ঘ) হাউজ অব লর্ভস

উত্তর: খ

৭৪. “আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র” বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় কত সালে?

(ক) ১৯৭৬
(খ) ১৯৭৭
(গ) ১৯৭৮
(ঘ) ১৯৭৯

উত্তর: গ

৭৫. দক্ষিণ এশিয়ার কোন দেশের পার্লামেন্টে নারী সদস্যের হার সর্বাধিক?

(ক) নেপাল
(খ) ভুটান
(গ) বাংলাদেশ
(ঘ) ভারত

উত্তর: ক

৭৬. বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি?

(ক) সৌদি আরব
(খ) মিশর
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) তুরস্ক

উত্তর: ক



৭৭. ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের সঙ্গে আর কোন দেশগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

(ক) গ্রানাডা ও নাউরু
(খ) ফিজি ও গিনি বিসাউ
(গ) নাউরু ও ফিজি
(ঘ) গ্রানাডা ও গিনি বিসাউ

উত্তর: ঘ

৭৮. বাংলাদেশের জাতীয় পর্যটন সংস্থা কোনটি?

(ক) বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
(খ) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
(গ) ট্যুও অপারেটর আাসেসিয়েশন অব বাংলাদেশ
(ঘ) কোনোটিই নয়

উত্তর: ক

৭৯. বাংলাদেশ রাইফেলস্‌ এর প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক কে ছিলেন?

(ক) চিত্তরঞ্জন দত্ত
(খ) আবু ওসমান চৌধুরী
(গ) আবু তাহের
(ঘ) খালেদ মোশাররফ

উত্তর: ক

৮০. অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদকধারী ফেলপসের স্বর্ণপদকের সংখ্যা কত?

(ক) ১৫
(খ) ২০
(গ) ২২
(ঘ) ২৩

উত্তর: ঘ

Leave a Reply