বারিমণ্ডল ও বায়ুমণ্ডল
Estimated Reading Time: 22 Minutes বারিমণ্ডল ভূত্বকের যে নিচু এলাকা বা অংশগুলো পানি দ্বারা পরিপূর্ণ থাকে তাকে বারিমন্ডল বলে। সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ, নদী প্রভৃতি নিয়ে বারিমন্ডল গঠিত। মহাসাগর চারদিকে উন্মুক্ত জলরাশির বিশাল অঞ্চল হল মহাসাগর। মহাসাগরগুলো একত্রে পৃথিবীর ৭০.৯% ভূপৃষ্ট দখল করে আছে। পৃথিবীতে মহাসাগর ৫টি। যথা: প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর/আর্কটিক মহাসাগর দক্ষিণ/এন্টার্কটিক মহাসাগর সবগুলো মহাসাগরই …