CGA Auditor Exam Question and Answer 2022

Estimated Reading Time: 31 Minutes

Office of the Controller General of Accounts (CGA) Auditor Job Exam question – 2022
Total Marks: 100, Time: 1 hour

প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর। প্রতি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হবে।

১। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

(ক) ২৬৩
(খ) ২৩৩
(গ) ২৫৩
(ঘ) ২৪১

উত্তর: ২৫৩

২। একজন ব্যাটম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে ৯৬ রান করে। তার বাউনারির সংখ্যা কত?

(ক) ১৫
(খ) ১৬
(গ) ১৭
(ঘ) ১৮

উত্তর: ১৫।

৩। কোনটি সবচেয়ে ছোট?

(ক) ২/১১
(খ) ৩/১১
(গ) ২/১৩
(ঘ) ৪/১৫

উত্তর: ২/১৩

৪। \sqrt{1}+\sqrt{1} এর বর্গকত?

(ক) ২
(খ) ৪
(গ) ৩
(ঘ) ২

উত্তর: ৪। 

৫। যদি তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না।

(ক) ১৬%  
(খ) ২০%
(গ) ২৫%
(ঘ) ২৪%

উত্তর: ২০%

৬। কোন সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়?

(ক) ১৬
(খ) ১৮
(গ) ২০
(ঘ) ২৪

উত্তর: 

৭। কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান?

(ক) ১৪০
(খ) ১৬০
(গ) ২০৭
(ঘ) ২৪০

উত্তর: ১৪০।

৮। ০.০১ ✕ ২/৫ =

(ক) ০.০০৫
(খ) ০.০০৪
(গ) ০.০০৬
(ঘ) কোনোটিই নয়

উত্তর: ০.০০৪।

৯। x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?

(ক) ৬
(খ) ৯
(গ) ১০
(ঘ) ১২

উত্তর: ১০

১০। এক নটিক্যাল মাইলে কত মিটার?

(ক) ১৮৫৩.১৮ মি.
(খ) ১৬৫০.২০ মি.
(গ) ১৯৫৩.১৮ মি.
(ঘ) ১৭৫০.১৮ মি.

উত্তর: ১৮৫৩.১৮ মি.।

১১। ১ কিলোগ্রাম কত পাউন্ডের সমান?

(ক) ২
(খ) ২.২১
(গ) ২.৩২
(ঘ) ১.৯৮

উত্তর: ২.২১।

১২। a+b=7, ab = 10হলে a2+b2+3ab= কত?

(ক) 29
(খ) 49
(গ) 59
(ঘ) 69

উত্তর: 59

১৩। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. ও ৮ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

(ক) ১৮
(খ) ২৪
(গ) ২৮
(ঘ) ৩২ 

উত্তর: ২৪

১৪। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রের পরিসীমা কত?

(ক) ১২৮ মি.
(খ) ১৪৪ মি.
(গ) ৬৪ মি.
(ঘ) ৯৬ মি.

উত্তর: ১২৮ মি.।

১৫। ৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?

(ক) ৭
(খ) ১৫
(গ) ১০
(ঘ) ১২ 

উত্তর: ১৫

১৬। একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?

(ক) ২৫৬
(খ) ৩৮৪
(গ) ২৫২
(ঘ) ২৬৫ 

উত্তর: ৩৮৪

১৭। এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সে.মি.?

(ক) ০.০৯২৯
(খ) ৭.৩২
(গ) ৬.৪৫
(ঘ) ৬৪.৫০

উত্তর: ৬.৪৫

১৮। ৯০ কোন সংখ্যার ৭৫%?

(ক) ১২০
(খ) ১২৫
(গ) ১৫০
(ঘ) ২৭৫ 

উত্তর: ১২০ 

১৯। নীচের কোনটি ০.৪৫ এর সমান?

(ক) ০.০৪৫%
(খ) 9.8৫%
(গ) ৪.৫%
(ঘ) 8৫%

উত্তর: 

২০। ৫ এর কত শতাংশ ৭ হবে?

(ক) ৪০
(খ) ১২৫
(গ) ৯০
(ঘ) ১৪০ 

উত্তর: ১৪০


২১। শুদ্ধ বাক্য কোনটি?

(ক) অধ্যায়নই ছাত্রদের তপস্যা
(খ) অধ্যয়নই ছাত্রদের তপস্যা
(গ) ছাত্রদের অধ্যায়ন তপস্যা
(ঘ) ছাত্রগনের অধ্যায়ণই তপস্যা

উত্তর: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

২২। “অশ্রু” শব্দটির সমার্থক শব্দ কোনটি?

(ক) জল
(খ) কানা
(গ) জ্যোতি
(ঘ) নেত্রবারি 

উত্তর: নেত্রবারি।

২৩। “আরোহন” শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) নীচে নামা
(খ) ওঠা
(গ) অবরোহণ
(ঘ) উপরে ওঠা

উত্তর: অবরোহণ।

২৪। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

(ক) কাবিলের বোন
(খ) প্রতিদিন একদিন
(গ) আর্তনাদে বিবর্ণ
(ঘ) কোনোটিই নয়

উত্তর: কাবিলের বোন।

২৫। নিচের কোনটি তৎসম শব্দ?

(ক) পাত্র
(খ) চামার
(গ) হাত
(ঘ) দুধ 

উত্তর: পাত্র।

২৬। “এ যে আমাদের চেনা লোক”- বাক্যে ‘চেনা’ শব্দটি কোন পদ?

(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) সর্বনাম
(ঘ) অব্যয় 

উত্তর: বিশেষণ।

২৭। “যদিও তার বয়স বেড়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি”- বাক্যটি কোন ধরনের বাক্য?

(ক) জটিল বাক্য
(খ) সরল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য

উত্তর: যৌগিক বাক্য।

২৮। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

(ক) সংস্কৃত
(খ) ইতস্তত
(গ) কুলটা
(ঘ) সতীশ 

উত্তর: কুলটা।

২৯। কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস?

(ক) রাজপুত্র
(খ) বিয়েপাগল
(গ) ছাত্রাবাস
(ঘ) মৃগশিশু 

উত্তর: রাজপুত্র।

৩০। নিচের কোনটি অব্যয়ীভাব সমাস?

(ক) একচোখা
(খ) দোনলা
(গ) সামীপ্য
(ঘ) উনপাজুরে 

উত্তর: সামীপ্য।

৩১। “তোমাকেই ঢাকা যেতে হবে”- কোন ধরনের বাচ্য?

(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) সম্বন্ধ-কর্তা ভাববাচ্য

উত্তর: ভাববাচ্য।

৩২। “উনপঞ্চাশ বায়ু” বাগধারাটির অর্থ কী?

(ক) উচ্ছৃঙ্খল
(খ) রাগ বাড়ানো
(গ) বেখাপ্পা
(ঘ) পাগলামি 

উত্তর: পাগলামি।

৩৩। এক কথায় প্রকাশ কর- ‘কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে’

(ক) স্বার্থপর
(খ) অকৃতজ্ঞ
(গ) আত্মনিষ্ঠ
(ঘ) কোনোটিই নয়

উত্তর: কোনোটিই নয়।

৩৪। “সুখের লাগিয়া এ ঘর বাধিনু, অনলে পুড়িয়া গেল”- এই বৈষ্ণবপদের রচয়িতা কে?

(ক) জ্ঞানদাস
(খ) চণ্ডীদাস
(গ) গোবিন্দ দাস
(ঘ) দ্বিজ চণ্ডীদাস

উত্তর: জ্ঞানদাস।

৩৫। কোনটি মর্সিয়া সাহিত্য?

(ক) মধুমালতী
(খ) চন্দ্রাবতী
(গ) লায়লী মজনু
(ঘ) জঙ্গনামা 

উত্তর: জঙ্গনামা।

৩৬। “রামায়ণ” কে রচনা করেন?

(ক) মালিক মুহম্মদ জায়সী
(খ) বাল্মীকি
(গ) আলাওল
(ঘ) কৃত্তিবাস 

উত্তর: বাল্মীকি।

৩৭। “তিলোত্তমা” কোন উপন্যাসের প্রধান চরিত্র?

(ক) কপালকুণ্ডলা
(খ) বিষবৃক্ষ
(গ) আনন্দমঠ
(ঘ) দুর্গেশনন্দিনী 

উত্তর: দুর্গেশনন্দিনী।

৩৮। চর্যাপদে কত জন কবির পদ রয়েছে?

(ক) ৩৪ জন
(খ) ৩০ জন
(গ) ২৫ জন
(ঘ) ২৪ জন 

উত্তর: ২৪ জন।

৩৯। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?

(ক) ভারতচন্দ্র রায়
(খ) নরহরি চক্রবর্তী
(গ) বিজয়গুপ্ত
(ঘ) মুকুন্দরাম 

উত্তর: ভারতচন্দ্র রায়।

৪০। “জাপান যাত্রী” এর রচয়িতা কে?

(ক) জসীমউদ্‌দীন
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ইব্রাহীম খা
(ঘ) আহমদ ছফা

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


৪১। হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি?

(ক) সাবাস বাংলাদেশ
(খ) মিশুক
(গ) স্টেপস
(ঘ) জাতীয় স্মৃতিসৌধ

উত্তর: স্টেপস।

৪২। মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় কত তারিখে?

(ক) ১০.১.২০১৯
(খ) ১০.১.২০২০
(গ) ১০.১.২০২১
(ঘ) ১০.২.২০২০

উত্তর: ১০.১.২০২০।

৪৩। “নোয়া ১৮” কী?

(ক) আন্তর্জাতিক টিভি চ্যানেল
(খ) বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট
(গ) বাংলাদেশের তৈরি প্রথম রকেট
(ঘ) কোনোটিই নয়

উত্তর: কোনোটিই নয়।

৪৪। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে?

(ক) ৭০টি দেশে
(খ) ৭৫টি দেশে
(গ) ৬৮টি দেশে
(ঘ) ৫৮টি দেশে

উত্তর: ৫৮টি দেশে।

৪৫। “জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক” চুক্তি কোনটি?

(ক) শেনজেন
(খ) কার্টাগোনা
(গ) কায়রো চুক্তি
(ঘ) তাসখন্দ চুক্তি

উত্তর: কার্টাগোনা।

৪৬। ‘প্রতিসরণ’ এর উদাহরণ-

(ক) আকাশ নীল দেখা
(খ) আকাশে রংধনু দেখা
(গ) পানিতে নৌকার ছায়া দেখা
(ঘ) পানিতে নৌকার বৈঠা বাকা দেখা 

উত্তর: পানিতে নৌকার বৈঠা বাকা দেখা।

৪৭। নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়-

(ক) বায়োগ্যাস
(খ) কয়লা
(গ) তেল
(ঘ) কোনোটিই নয়

উত্তর: কয়লা, তেল।

৪৮। নাইট্রিক এসিড ব্যবহৃত হয়-

(ক) পাকস্থলীতে খাদ্য হজমে
(খ) সোনার গহনা তৈরিতে
(গ) মাইক বাজানোর কাজে
(ঘ) আচার সংরক্ষণের কাজে

উত্তর: সোনার গহনা তৈরিতে।

৪৯। সরিষার তেলে কোন উপাদানটি পাওয়া যায়?

(ক) এসকরবিক এসিড
(খ) ডেটুরিন
(গ) ইরোসিক এসিড
(ঘ) লিনোলিক এসিড

উত্তর: ইরোসিক এসিড।

৫০। পিসিকালচার

(ক) চিংড়িচাষ বিষয়ক বিদ্যা
(খ) মৎস্যচাষ বিষয়ক বিদ্যা
(গ) পাখিপালন বিষয়ক বিদ্যা
(ঘ) কোনোটিই নয়

উত্তর: মৎস্যচাষ বিষয়ক বিদ্যা।

৫১। “সোয়াইন ফ্লু’ রোগের বাহুক-

(ক) শূকর
(খ) বাদুড়
(গ) এডিস মশা
(ঘ) মুরগি 

উত্তর: শূকর।

৫২। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে?

(ক) অশোক
(খ) শশাঙ্ক
(গ) মগদ
(ঘ) ধর্মপাল 

উত্তর: শশাঙ্ক।

৫৩। বাংলার কোন সুলতানের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়?

(ক) শামসুদ্দীন ইলিয়াস শাহ
(খ) নাসিরুদ্দীন মাহমুদ শাহ
(গ) আলাউদ্দিন হোসেন শাহ
(ঘ) গিয়াস উদ্দিন আজম শাহ

উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ।

৫৪। ঐতিহাসিক ছয়দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভূক্ত ছিল না-

(ক) শাসনতান্ত্রিক কাঠামো
(খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
(গ) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
(ঘ) বিচার ব্যবস্থা

উত্তর: বিচার ব্যবস্থা।

৫৫। ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি?

(ক) অবকাঠামোগত
(খ) প্লাটফর্মভিত্তিক
(গ) সফটওয়্যার
(ঘ) উপরের সবগুলো

উত্তর: উপরের সবগুলো।

৫৬। বাংলাদেশে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে?

(ক) ৫টি
(খ) ৬টি
(গ) ৮টি
(ঘ) ৭টি

উত্তর: ৬টি।

৫৭। ২০২১-২২ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি?

(ক) ভারত
(খ) কুয়েত
(গ) ভিয়েতনাম
(ঘ) জাপান 

উত্তর: ভারত।

৫৮। কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত?

(ক) কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা
(খ) ভূমিকম্প
(গ) সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
(ঘ) মরুকরণ 

উত্তর: সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।

৫৯। ই-গভর্নেন্স এর উদ্দেশ্য-

(ক) সুশাসন নিশ্চিত করা
(খ) জবাবদিহিতা নিশ্চিত করা
(গ) প্রশাসনকে গতিশীল করা
(ঘ) সব কয়টি

উত্তর: সব কয়টি।

৬০। “কসমিক ইয়ার”-

(ক) মহাশূন্য থেকে আগত রশ্মির সময়কাল
(খ) ছায়াপথের নিজ অক্ষে বিবর্তনকাল
(গ) ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
(ঘ) কোনোটিই নয়

উত্তর: ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল।


৬১। Which is the feminine form of ‘Captain’?

(ক) Coward
(খ) Knight
(গ) Czarina
(ঘ) None of them

উত্তর: None of them.

৬২। “All spoke in his favour”- here ‘all? is-

(ক) pronoun
(খ) noun
(গ) adverb
(ঘ) none of them

উত্তর: pronoun.

৬৩। A doctor who treats eye diseases-

(ক) curator
(খ) optician
(গ) ophthalmologist
(ঘ) polyglot

উত্তর: 

৬৪। Fill in the gap with the correct form of verb: “The police ____ informed yesterday.”

(ক) is
(খ) are
(গ) was
(ঘ) were

উত্তর: were.

৬৫। Who is the author of “A Farewell to Arms”?

(ক) T.S. Eliot
(খ) John Milton
(গ) Plato
(ঘ) Ernest Hemingway

উত্তর: Ernest Hemingway.

৬৬। A speech full of too many words is-

(ক) A big speech
(খ) Maiden speech
(গ) An unimportant speech
(ঘ) A verbose speech

উত্তর: A verbose speech.

৬৭। What is the meaning of ‘soft soap’?

(ক) Flattery for self motives
(খ) To speak ill of others
(গ) To speak high of others
(ঘ) To recognize others good deeds

উত্তর: 

৬৮। Which one of the following words is dissimilar to the other three?

(ক) Leukemia
(খ) Cataract
(গ) Diphtheria
(ঘ) Leukocyte

উত্তর: Leukocyte.

৬৯। Which one of the four below is most unlike the other three?

(ক) steady
(খ) ephemeral
(গ) temporary
(ঘ) short-lived

উত্তর: steady.

৭০। Water is to Oxygen as salt to-

(ক) Iron
(খ) sodium
(গ) calcium
(ঘ) protein

উত্তর:  sodium.

৭১। ‘Hold water’ means-

(ক) keep water
(খ) drink water
(গ) bear examination
(ঘ) store water

উত্তর: bear examination.

৭২। Trace the odd pair in the following-

(ক) Hospital and patient
(খ) teacher and student
(গ) nest a bird
(ঘ) prison and culprit

উত্তর: 

৭৩। What is the synonym of ‘jovial’?

(ক) A jolly
(খ) Gay
(গ) jealous
(ঘ) happy

উত্তর: Gay.

৭৪। What is the synonym of ‘emancipate’.

(ক) set free
(খ) take back
(গ) make worse
(ঘ) enable

উত্তর: set free.

৭৫। “What are you so angry ____?” the word in the gap is-

(ক) about
(খ) at
(গ) with
(ঘ) for

উত্তর: 

৭৬। “There are ____ dangerous drivers.” the word in the gap is-

(ক) a very lot of 
(খ) very many of
(গ) very much of
(ঘ) a lot of

উত্তর: a lot of

৭৭। The phrase ‘Achilles Heel’ means-

(ক) a strong point
(খ) a weak point
(গ) a permanent solution
(ঘ) a serious idea

উত্তর: a weak point.

৭৮। “Credit Tk. 50 ____ my account.” the word in the gap is-

(ক) in
(খ) with
(গ) against
(ঘ) to

উত্তর: to. 

৭৯। An Ordinance Is-

(ক) a book
(খ) an arms factory
(গ) a rule
(ঘ) a law

উত্তর: a law.

৮০। Syntax means-

(ক) manner of speech
(খ) sentence building
(গ) supplementary tax
(ঘ) synchronizing act

উত্তর: sentence building.

আরও পোস্ট

Leave a Reply