Cryptocurrency

Estimated Reading Time: 4 Minutes

ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল বা ভারচুয়াল মুদ্রা। এটি ক্রিপ্টোগ্রাফি দ্বারা সুরক্ষিত, যা এ মুদ্রাকে জাল বা দ্বিগুণ খরচ করা প্রায় অসম্ভব করে তোলে। এটি মূলত একটি বিকেন্দ্রীয় নেটওয়ার্ক যা ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। ক্রিপ্টোকারেন্সিগুলোর কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নেই। অর্থ্যাৎ কোন দেশের সরকার এ মুদ্রা বাজারে ছাড়ে নি বা নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে তাত্ত্বিকভাবে সরকারী হস্তক্ষেপ বা হেরফেরের প্রচেষ্টা থেকে এ মুদ্রা সুরক্ষিত।

সুতরাং ক্রিপ্টোকারেন্সি হল ডিজিটাল সম্পদের একটি রূপ যা একটি নেটওয়ার্কের উপর ভিত্তি করে বিপুল সংখ্যক কম্পিউটারে মুদ্রা বিতরণ করা হয়। এই বিকেন্দ্রীভূত কাঠামো তাদের সরকার এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে থাকতে দেয়।

সুবিধা

  • এ মুদ্রা ব্যাবহার ও ট্রান্সফার করা তুলনামূলক দ্রুত ও সহজ
  • বিকেন্দ্রীয় ব্যবস্থা হওয়ায় সরকার বা অন্য কেউ এতে হস্তক্ষেপ করতে পারে না।
  • বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটারে এ ব্যবস্থার তথ্য সংরক্ষিত থাকায় কোন এক কম্পিউটারে তথ্য কারসাজি করলেও সিস্টেমে তার কোনই প্রভাব পরে না। অর্থ্যাৎ ব্যাবস্থাটি এখনও পর্যন্ত একটি সুরক্ষিত অর্থব্যাবস্থা হিসেবে প্রতীয়মান।

অসুবিধা

  • ভার্চুয়াল মুদ্রা মাইন করা ব্যায়বহুল।
  • সন্ত্রাসী কাজে এ মুদ্রা ব্যবহৃত হতে পারে।

Leave a Reply