৮ এপ্রিল, ২০২১ তারিখে ডি-৮ এর ১০ম সম্মেলনের শেষ দিনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সম্মেলনের আয়োজক বাংলাদেশ এবং সম্মেলনস্থান ছিল ঢাকা। সম্মেলনে বাংলাদেশের কাছে ডি-৮ এর চেয়ারম্যানের দায়িত্বে হস্তান্তর করে বর্তমান চেয়ারম্যান তুরস্ক। ফলে আগামী ২ বছরের জন্য ডি-৮ জোটের চেয়ারম্যানের দায়িত্বে থাকবে বাংলাদেশ। এবারের সম্মেলনে ‘ঢাকা ঘোষণা ২০২১‘ এবং ডি-৮ দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে আগামী ১০ বছরের রূপরেখা গৃহীত হয়েছে। সম্মেলনের-
- ওয়েবসাইট: d8dhaka.com
- মূল প্রতিপাদ্য: ‘একটি রূপান্তরকামী বিশ্বের অংশীদারি: যুব ও প্রযুক্তির ক্ষমতার শক্তি’।
- ঢাকা ঘোষণায় ভ্যাক্সিন উৎপাদনকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে আলোচনায় সহযোগিতা করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
- ইরানে ডি-৮ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া সম্মেলনে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় ডি-৮ ইয়ুথ সামিট।
বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক
ডি-৮ এর সদস্যদেশ
আট সদস্য রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা প্রচারের জন্য ১৯৯৭ সালে ডি-৮ প্রতিষ্ঠিত হয়েছিল। ডি-৮ সচিবালয় ইস্তাম্বুলে অবস্থিত।
বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অবস্থানের উন্নতি করা, বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগকে বৈচিত্র্যময় করা এবং আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি করা।
ডি-৮ উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে
source: daily newspapers