English literature: Periods

Estimated Reading Time: 7 Minutes

The Old English Period (450-1066)

  • এ যুগের অন্য নাম The Anglo Saxon Period. এ সময় জার্মানির বিভিন্ন জাতিগোষ্ঠী ইংল্যান্ডকে দখলে রেখেছিল।

The Middle English Period (1066 – 1500)

  • The Anglo Norman Period (1066 – 1340)
  • The Age of Chaucer (1340 – 1400)
  • The Dark/Barren Period(1400 – 1500)

The Renaissance (1500 – 1660)

এ যুগকে Early Modern Periodও বলা হয়।

  • Preparation (1500 – 1558)
  • The Elizabethan Period (1558 – 1603)
    • Henry VIII এর কন্যা রাণী এলিজাবেথের নামানুসারে এ যুগের নামকরণ করা হয়েছে।
    • এ যুগকে স্বর্ণযুগ বলা হয়।
  • The Jacobian Period (1603 – 1625)
    • King James এর নাম অনুসারে এ যুগের নামকরণ
    • 1590 – 1616: Age of Shakespeare
    • 1620 – 1660: Puritan Period
  • The Caroline Period (1625 – 1649)
    • King Charles I এর নাম অনুসারে এ যুগের নামকরণ
  • The Commonwealth Period (1649 – 1660)

The Neo-Classical Period (1660 – 1798)

  • The Restoration Period (1660 – 1700)
    • কবি John Dryden এর যুগও বলা হয়।
  • The Augustan Period (1700 – 1745)
    • Alexander Pope এর যুগও বলা হয়। তরুণ বয়সে পোপ কঠিন ব্যাধিতেআক্রান্ত হয়েছিলেন। ফলে তাঁর শরীর একেবারে ভেঙ্গে পড়েছিল। বিধ্বস্ত,অপমানিত, লাঞ্ছিত, সমাজচ্যুত পোপের অন্তরে জমেছিল সমাজের প্রতি ঘৃণাএবং এ ঘৃণাই তাঁর কাব্যের জগতেপ্রভাব ফেলেছিল।
  • The Age of Sensibility (1745 – 1785/98)
    • অন্য নাম The age of Reason/Transition
    • Dr. Samuel Jhonson এর যুগও বলা হয়।

The Romantic Period (1798 – 1832)

এলিজাবেথান পিরিয়ডের পর ইংরেজি সাহিত্যের আরেকটি আদিপত্য বিস্তারকারী যুগ হচ্ছে রোম্যান্টিক পিরিয়ড।

The Victorian Period (1832 – 1901)

কুইন ভিক্টোরিয়ার নামানুসারে এ যুগের নামকরণ করা হয়েছে।

  • The Pre-Raphaelites (1848 – 1860)
  • Aestheticism and Decadence (1880 – 1901)

এই সময়টিকে অগ্রগতি এবং সমৃদ্ধির সময় হিসাবে বিবেচনা করা হয়। এসময়ের কিছু ঐতিহাসিক ঘটনা –

  • 1833: ক্রীতদাসদের মুক্ত ঘোষণা করা হয়েছিল।
  • 1833: the Fabian society প্রতিষ্ঠিত হয়েছিল।
  • শিল্প বিপ্লবের ফলে কৃষি সমাজ সংকুচিত হয়েছিল।

The Modern Period (1901 – 1939)

  • The Edwardian Period (1901 – 1910)
  • The Georgian Period (1910 – 1936)

The Post Modern Period (1939 – Continue)

Leave a Reply