Q. ‘Laissez faire’ means –
(a) intimate friend
(b) letting alone
(c) among others
(d) by the law itself
Answer
letting alone. ফরাসি “Laissez faire” অর্থ “করতে দাও (allow to do)”। Laissez faire হল অবাধ বাণিজ্যের নীতি বা ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক বিষয়ে ন্যূনতম সরকারি হস্তক্ষেপের নীতি। এটি মূলত একটি অর্থনৈতিক ব্যাবস্থা যেখানে মানুষের মধ্যে লেনদেন বা ব্যাবসা-বাণিজ্যে কোন বিশেষ স্বার্থ গোষ্ঠীর (যেমন: সরকার) হস্তক্ষেপ (যেমন: ভর্তুকি) থাকে না। অর্থ্যাৎ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ বা কার্যকলাপের ওপর সরকারি নিয়ন্ত্রণ অনুপস্থিত থাকে। ফলে এ ব্যাবস্থায় স্বাভাবিকভাবেই একটি প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হয়; বাজারে কোন গোষ্ঠী হস্তক্ষেপ করে না। রাষ্ট্রের এধরণের দৃষ্টিভঙ্গীকে অবাধনীতি বলা হয়।
Q. What is the meaning of the word ‘inter alia’?
(a) Between the place
(b) Among other things
(c) Above all
(d) None of the above
Answer
Among other things (অন্যান্য সবকিছুর মধ্যে, প্রসঙ্গত). বাক্য: The study includes, inter alia, computers, aircraft, and pharmaceuticals.
Q. The term ‘Lingua franca’ is related to –
(a) the French language
(b) language of brothers
(c) A mixed language
(d) the first language
Answer
A mixed language. বিভিন্ন ভাষার মিশ্রণে গঠিত একটি ভাষা যা ভিন্ন ভিন্ন ভাষা-ভাষীদের মধ্যে একটি সাধারণ ভাষা হিসাবে গৃহীত হয়। যেমন: a mixture of Italian with French, Greek, Arabic, and Spanish, formerly used in the eastern Mediterranean.
Q. The phrase ‘nouveau riche’ means –
(a) Riche rich
(b) Well off
(c) New high class
(d) New rich
Answer
New rich. nouveau riche দ্বারা এমন লোকদের বোঝায় যারা সম্প্রতি সম্পদ অর্জন করেছে এবং সাধারণত যাদেরকে দাম্ভিক বা যাদের মধ্যে ভালো রুচির অভাব রয়েছে বলে মনে করা হয়। বাক্য: The long-term wealthy and the nouveau riche came flocking to Saint Laurent’s show.
Q. Full expression of ‘N.B.’ is –
(a) note before
(b) nota bene
(c) note beside
(d) note better
Answer
nota bene (দ্রষ্টব্য, observe carefully or take special notice).
Q. N.B. means –
(a) Mark well
(b) Take notice
(c) Look into
(d) All
Answer
All.
Q. ‘Modus Operandi’ means –
(a) failed operation
(b) suitable object
(c) opera song
(d) method of operation
Answer
method of operation (কার্যপ্রণালী). বাক্য: Every killer has his own special modus operandi.
Q. ‘Prima facie’ means –
(a) last supper
(b) premier value
(c) famous person
(d) at the first sight/view
Answer
at the first sight/view (প্রথম দৃষ্টিতে; অন্যথা প্রমাণিত না হওয়া পর্যন্ত সঠিক হিসাবে গৃহীত). বাক্য:
- a prima facie case of professional misconduct
- the original lessee prima facie remains liable for the payment of the rent.
Q. What is the meaning of the word ‘Post mortem’?
(a) Before operation
(b) After death
(c) Before death
(d) Surgical operation
Answer
After death. Post mortem হল মৃত্যুর কারণ নির্ধারণের জন্য মৃতদেহের পরীক্ষা। বাক্য: The hospital will want to carry out a post-mortem.
Q. What is the full form of the a.m. and p.m.?
(a) ante merideam and pre merideam
(b) after merideam and post merideam
(c) ante meridiem and post meridiem
(d) ante midnight and post midnight
Answer
ante meridiem and post meridiem.
Q. The word ‘Quorum’ means –
(a) number
(b) required number
(c) allowed number
(d) additional number
Answer
required number. একটি সভা, দল বা সোসাইটির ন্যূনতম সংখ্যক সদস্য যাদের ঐ দল আয়োজিত কোন নীতিনির্ধারণী সভার কার্যধারাকে বৈধ করার জন্য অবশ্যই উপস্থিত থাকতে হয়।
Q. The phrase ‘sine die’ means –
(a) fixed
(b) uncertain
(c) unknown
(d) changing
Answer
uncertain (অনির্দিষ্টকাল, পুনরায় চালু করার জন্য কোন নির্ধারিত তারিখ নেই). বাক্য: The case was adjourned sine die.
Q. Sub Judice – এর সঠিক অর্থ বাংলায় নিচের কোনটি?
(a) বিচারকের বেঞ্চ
(b) বিশেষ আদালত
(c) বিচারাধীন
Answer
বিচারাধীন, বিচারিক বিবেচনার অধীনে এবং তাই অন্য কোথাও জনসাধারণের আলোচনা থেকে নিষিদ্ধ এমন। বাক্য: The cases were still sub judice.
Q. The Latin word ‘Salarium’ means –
(a) salt
(b) salary
(c) soldiers
(d) the Salt Raod
Answer
salary (বেতন).
Q. The meaning of ‘Status quo’ is –
(a) equal status
(b) state of affair that existed previously
(c) high status
(d) the former state
Answer
the former state (স্থিতাবস্থা, the existing state of affairs). বাক্য: They have a vested interest in maintaining the status quo.
Q. What is the meaning of the word ‘Ultra vires’?
(a) Hanker after money
(b) Beyond the legal power
(c) Within the legal power
(d) Within the legal authority
Answer
Beyond the legal power (নিয়মবিরূদ্ধ, beyond one’s legal power or authority). বাক্য:
- They argued that the legislation is ultras vires.
- The Government will take action against anybody acting ultra vires.
Q. What is the meaning of the word ‘vice versa’?
(a) For example
(b) Face to Face
(c) Namely
(d) The terms being exchanged
Answer
The terms being exchanged (তদ্বিপরীত, উলটাভাবে, with the main items in the preceding statement the other way round). বাক্য: Cruise from Cairo to Aswan or vice versa (means Aswan to Cairo).
Q. The abbreviation ‘e.g.’ means –
(a) very important
(b) for example
(c) please note
(d) namely
Answer
for example.
Q. ‘ab initio’ means –
(a) From the beginning
(b) Alternating current
(c) Towards the end
(d) In the meantime
Answer
From the beginning (প্রথমাবধি, প্রারম্ভে). বাক্য: The agreement should be declared void ab initio.
Q. ‘i.e.’ means –
(a) that is to say
(b) no date
(c) note please
(d) for example
Answer
that is to say.