ওয়াটারলুর যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস
ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হওয়ার পর ইউরোপের অন্যান্য দেশ দখল করতে শুরু করেন। ফলে ১৮১৪ সালে প্রুশিয়া, অস্ট্রিয়াসহ বেশ কিছু দেশের সেনাবাহিনী ফ্রান্স আক্রমণ করে এবং নেপোলিয়নকে ক্ষমতাচ্যুত করে সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেয়। নেপোলিয়নের অনুপস্থিতিতে ষোড়শ লুইকে ফ্রান্সের ক্ষমতায় বসায় মিত্রশক্তি; কিন্তু ফরাসি জনগণ লুইকে গ্রহণ করেনি। নেপোলিয়ন এ সুযোগ কাজে …