অর্থবিল

সরকার যদি দেশের উন্নয়নের জন্য কোন ঋণ গ্রহণ করেন এবং এই সম্পর্কিত কোন বিল সংসদে উত্থাপন করেন তাহলে সেই বিলকে অর্থবিল বলে। যেমন: বাজেটের মধ্যে যে ঋণ থাকে তা একটি অর্থবিল। বাজেট নিজেই একটি অর্থবিল।

অনুচ্ছেদ ৮১(১) অনুসারে, অর্থবিল বলতে নিন্মলিখিত বিষয়সমূহের যেকোন একটি অথবা সবগুলোকেই বোঝাবে:-
ক) কোন কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ বা রহিতকরণ: জনগণ সরকারকে আয়কর (Income Tax)দেন, মূল্য সংযোজন কর (Value Added Tax-VAT) দেন, শুল্ক (Customs) দেন, সরকার চাইলে এই আয়কর, ভ্যাটের হার পরিবর্তন করতে পারেন আবার কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে আয়কর-ভ্যাট মওকুফ করে দিতে পারেন। এই সম্পর্কিত কোন বিল সংসদে উত্থাপিত হলে সেই বিলকে অর্থবিল বলা হয়।
খ) সরকার কর্তৃক ঋণগ্রহণ বা কোন গ্যারান্টিদান, কিংবা সরকারের আর্থিক দায়-দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন: সরকার যদি দেশের উন্নয়নের জন্য ঋণ গ্রহণ করেন এবং এই ঋণ সম্পর্কিত কোন বিল সংসদে উত্থাপন করেন তাহলে সেই বিলকে অর্থবিল বলে।
গ) সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ, অনুরূপ তহবিলে অর্থপ্রদান বা অনুরূপ তহবিল হইতে অর্থ দান বা নির্দিষ্টকরণ: সংযুক্ত তহবিলে অর্থদান কিংবা উক্ত তহবিল থেকে অর্থ উত্তোলন করা হলে সেই সম্পর্কিত বিলকে অর্থবিল বলে।
ঘ) সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ কিংবা অনুরূপ কোন দায় রদবদল বা বিলোপ: সাংবিধানিক পদধারীদের বেতন সম্পর্কিত কোন বিল সংসদে উত্থাপিত হলে তাকে অর্থবিল বলে। যেমন- রাষ্ট্রপতির বেতন সংক্রান্ত কোন প্রস্তাব সংসদে উত্থাপন করা হলে তা একটি অর্থবিল।
ঙ) সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব বাবদ অর্থপ্রাপ্তি, কিংবা অনুরূপ অর্থ রক্ষণাবেক্ষণ বা দান, কিংবা সরকারের হিসাব-নিরীক্ষা: সংযুক্ত তহবিল কিংবা প্রজাতন্ত্রের সরকারি হিসাবে অর্থপ্রাপ্তি সংক্রান্ত কোন বিল সংসদে উত্থাপিত হলে তাকে অর্থবিল বলে।
অনুচ্ছেদ ৮১(৩) অনুসারে, প্রতিটি অর্থবিলে রাষ্ট্রপতির সম্মতিদানের সময় স্পীকার স্বাক্ষর করে সার্টিফিকেট দিবেন যে, এটি একটি অর্থবিল। এই সার্টিফিকেট নিয়ে কোন আদালতে প্রশ্ন তোলা যাবে না।
(সংগৃহিত)