যেসব স্বরধ্বনি পুরােপুরি উচ্চারিত হয় না সেগুলােকে অর্ধস্বরধ্বনি বলে। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি: ই, উ, এ এবং ও। স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনােভাবেই দীর্ঘ করা যায় না। যেমন: ‘লাউ’ (ল + আ + উ) শব্দে দুটি স্বরধ্বনি আছে- আ এবং উ। এখানে আ হল পূর্ণ স্বরধ্বনি, উ হল অর্ধস্বরধ্বনি।