আন্তঃআণবিক শক্তি

পদার্থের অনুগুলো পরস্পরকে যে শক্তিতে আকর্ষণ করে তাকে আন্তঃআণবিক শক্তি বলে। এ শক্তি বা বলের ফলে অনুগুলো পরস্পরের কাছাকাছি থাকতে চায়। অণুগুলো সর্বদা কম্পমান অবস্থায় থাকে। পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করা হলে অণুগুলোর কম্পনও বৃদ্ধি পায়। ফলে অণুগুলো পরস্পর থেকে দুরে সরে পদার্থের অন্য অবস্থার সৃষ্টি করে। কোন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাংক নির্ভর করে এর অণুগুলোর আন্তঃআণবিক শক্তির ওপর। আন্তঃআণবিক শক্তি বেশি হলে পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাংক বেশি হয় (যেমন কঠিন পদার্থের) এবং কম হলে গলনাঙ্ক ও স্ফুটনাংক (যেমন: গ্যাসীয় পদার্থের গলনাঙ্ক ০ এর নিচে) কম হয়।