উত্তমাশা অন্তরীপ
English: Cape of Good Hope
দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত কেপ পেনিনসুয়ালার একটি অন্তরীপ। পর্তুগালের দ্বিতীয় জন অন্তরীপটির নামকরণ করেন Cape of Good Hope বা উত্তমাশা অন্তরীপ। ভারত ও দূরপ্রাচ্যে যাওয়ার নতুন আবিষ্কৃত সমুদ্রপথটি ইউরোপীয়দের মনে যে বিপুল আশার সঞ্চার করেছিল তার প্রতিফলন ঘটেছে অন্তরীপটির নামকরণে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া