কোয়ালিশন সরকার

কোয়ালিশন সরকার বা জোট সরকার হল একাধিক রাজনৈতিক দল নিয়ে গঠিত সরকারের একটি বিশেষ রূপ। কোনও একক দল নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সাধারণত একাধিক দল মিলে সংসদে সংখ্যাগরিষ্টতা অর্জন করে এ ধরনের সরকার গঠন করে। এছাড়া জাতীয় সমস্যা বা সঙ্কটের সময়ে (উদাহরণস্বরূপ, যুদ্ধকালীন বা অর্থনৈতিক সঙ্কটের সময়) একটি সরকারকে উচ্চতর রাজনৈতিক বৈধতা বা সমষ্টিগত পরিচয় দেওয়ার জন্যও একটি জোট সরকার তৈরি হতে পারে। অভ্যন্তরীণ রাজনৈতিক কলহ হ্রাস করতেও জোট সরকার ভূমিকা নিতে পারে। এই সময়ে দলগুলি সর্বদলীয় জোট গঠন করে।