টেরিসট্রিয়াল চ্যানেল

টেরিসট্রিয়াল টেলিভিশন হল এক ধরনের টেলিভিশন সম্প্রচার যেখানে টেলিভিশন সংকেত একটি রেডিও তরঙ্গ দ্বারা একটি পার্থিব টেলিভিশন স্টেশনের (পৃথিবী ভিত্তিক) ট্রান্সমিটার থেকে একটি টিভির রিসিভারে প্রেরণ করা হয় যার একটি অ্যান্টেনা থাকে। যেসব চ্যানেল টেরেস্ট্রিয়াল সম্প্রচার ব্যবস্থার মাধ্যমে প্রচারিত হয় সেগুলোকে টেরিসট্রিয়াল চ্যানেল বলে। এটি একটি পুরাতন প্রযুক্তি। এর বিপরীতে বর্তমানে অধিকাংশ টিভি চ্যানেল স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। এগুলোকে স্যাটেলাইট চ্যানেল বলা হয়।