পয়ার

পয়ার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের ৮+৬ মাত্রার বৈশিষ্ট্যপূর্ণ একটি শ্রেণীবিভাগ। এ ছন্দের মূল বর্গের অক্ষর সংখ্যা ১৪টি। ১৪টি বর্ণ বিশিষ্ট একেকটি পংক্তিতেই এক একটি চরণ নিষ্পন্ন হয় এবং পরপর দুইটি পংক্তির বা চরণের অন্ত্যমিল থাকে, অথবা ক্ষেত্রবিশেষে প্রথম ও তৃতীয় এবং দ্বিতীয় ও চতুর্থ চরণ বা প্রথম ও চতুর্থ এবং দ্বিতীয় ও তৃতীয় চরণের অন্ত্যমিল রক্ষিত হয়। মধ্য যুগের বাংলা কাব্যে প্রধান ছন্দরীতি ছিল পয়ার। রামায়ণ, মহাভারত, বিভিন্ন মঙ্গলকাব্য ইত্যাদি পয়ার ছন্দে রচিত হয়েছে।