ফকির সন্ন্যাসী বিদ্রোহ

ভারতে ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে ফকির সন্ন্যাসীরা (১৭৬০-১৮০০)। ইংরেজরা ফকির সন্ন্যাসীদের চলাচলে বিধি নিষেধ আরোপ করলে এবং ভিক্ষা ও মুষ্টি সংগ্রহে বাধা দিলে ফকির সন্ন্যাসী বিদ্রোহের সূত্রপাত হয়। ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ এবং সন্নাসীদের নেতা ছিলেন ভবানী পাঠক। পশ্চিমবঙ্গের বর্ধমানে সন্নাসীরা প্রথম বিদ্রোহ করেন। অন্যদিকে মজনু শাহের নেতৃত্বে ফকিররা প্রথম বিদ্রোহ করেন উত্তরবঙ্গে। সন্নাসী বিদ্রোহ নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় ‘আনন্দমঠ’ উপন্যাস লেখেন।