সমীভবনের

পাশাপাশি উচ্চারিত দুটি ভিন্ন ব্যঞ্জনের একটি অপরটির প্রভাবে বা দুটিই পরস্পরের প্রভাবে অল্পবিস্তর সমতা লাভ করলে বা পরিবর্তিত হয়ে এক‌ই বা এক‌ই ধরনের ব্যঞ্জনে পরিণত হলে তাকে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি বলে। যেমন: জন্ম > জম্ম।