ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস। উপন্যাসটি ১৯৬৯ সালে প্রকাশিত হয়েছিল। রক্তক্ষয়ী ভাষা আন্দোলনের তিন বছর পর ১৯৫৫ সালের ২১শে ফেব্রুয়ারী বায়ান্ন’র ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ছাত্রদেরকে ‘শহীদ দিবস’ পালন করতে বাধা দেয় সরকার। কিন্তু সকল বাধা উপেক্ষা করে তিন ফাল্গুন আগে ভাষা আন্দোলনে হারানো শহীদদের স্মৃতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ‘শহীদ দিবস’ পালন করার প্রস্তুতি ও সংগ্রামকে কেন্দ্র করে উপন্যাসটি আবর্তিত হয়েছে। এর কাহিনীর স্থিতিকাল মাত্র তিনদিন দুই রাত। প্রথম দুই দিন ও দুই রাত ধরে চলেছে একুশে ফেব্রুয়ারি পালনের প্রস্তুতি এবং তৃতীয় দিনে শহীদ দিবস পালনের মিছিলে ছাত্র-পুলিশ সংঘর্ষ এবং প্রতিবাদী ছাত্রদের গ্রেফতারের মাধ্যমে দমিয়ে রাখার ব্যর্থ প্রয়াস চিত্রায়ণের মাধ্যমে জেলগেটের সামনে এ উপন্যাসের পরিসমাপ্তি ঘটেছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মুনিম।