নিরন্তর ঘণ্টাধ্বনি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচিত উপন্যাস। ১৯৪৭-এ দেশ ভাগ, রাজনৈতিক-সাম্প্রদায়িক দাঙ্গা, ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ভয়াবহতায় ধ্বংস হয়ে যাওয়া কিছু পরিবারের চিত্র উঠে এসেছে এই উপন্যাসে। উপন্যাসের কেন্দ্রীয় নায়ক মার্কসবাদে বিশ্বাসী সোমেন চন্দ। এছাড়া বিশিষ্ট কয়েকটি বাস্তব চরিত্র আছে উপন্যাসটিতে। যেমন- রণেশ দাশগুপ্ত, চিত্রশিল্পী জয়নুল আবেদিন, সত্যেন সেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ, শাহ আজিজুর রহমান, তাজউদ্দীন, শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, হাসান হাফিজুর রহমান প্রমূখ। এসব চরিত্রের কর্মতৎপরতার মধ্য দিয়ে এগিয়ে যায় উপন্যাসটি। সাহিত্যিক মুনির চৌধুরীর জীবনীর উল্লেখ আছে উপন্যাসটিতে যা ভাষা আন্দোলনের পটভূমিকে কেন্দ্র করে রচিত।