Parts of speech: Noun

Estimated Reading Time: 28 Minutes

বাক্যে ব্যবহৃত বিভিন্ন শ্রেণীর শব্দকে Parts of speech বলে। যেহেতু একাধিক শব্দ নিয়েই বাক্য বা speech গঠিত হয় তাই এগুলোকে speech এর অংশ বা Parts of speech বলে। অর্থ্যাৎ বাক্যের সকল অংশ বা parts ই Parts of speech. আর যেহেতু বাক্য মূলত শব্দের সমষ্টি তাই বাক্যে ব্যবহৃত প্রত্যকটি শব্দই একেকটি Parts of speech।

প্রতিটি বাক্যে শব্দগুলোর একটি নির্দিষ্ট কাজ থকে। যেমন: কোন শব্দ নাম প্রকাশ করে আবার কোনটি গুণ বা ক্রিয়া প্রকাশ করে। Parts of speech দ্বারা একই ব্যাকরণগত বৈশিষ্ট্যযুক্ত শব্দগুলোকে এক শ্রেণীতে রেখে বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে উক্ত বাক্যে তাদের কাজ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে (category) ভাগ করা। যেমন: বাক্যের নামবাচক শব্দ Noun শ্রেণীভুক্ত, গুণবাচক শব্দ Adjective শ্রেণীভুক্ত করা হয় ইত্যাদি। বাক্য বা বক্তৃতা বা speech এর অংশগুলির ব্যাকরণ বুঝতে Parts of speech বেশ গুরুত্বপূর্ণ। একই শ্রেণীতে অর্পিত শব্দগুলি সাধারণত ব্যকারণগতভাবে একই রকম আচরণ প্রদর্শন করে। সুতরাং Parts of speech বাক্য বিশ্লেষণ করতে এবং ভাল বাক্য গঠনে সহায়তা করে।

ইংরেজি শব্দগুলিকে বাক্যে তাদের কাজের ওপর ভিত্তি করে ৮ টি Parts of speech ভাগ করা যায়। যথা-

  • Noun
  • Pronoun
  • Adjective
  • Verb
  • Adverb
  • Preposition
  • Conjunction
  • Interjection

Noun

Noun হল নাম। যে কোন নামবাচক পদকে Noun বলে। Noun বলতে শুধু ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নয় বরং দোষ-গুন-অবস্থা বা ভাববাচক নামকেও বোঝায়। যেমন: Karim, Politician, Class, Gold, Honesty ইত্যাদি।

Noun এর অস্তিত্ব বিচারে একে ২ ভাগে ভাগ করা যায়। যথা-

Concrete Noun

Abstract Noun

Concrete Noun

বাহ্যিক অস্তিত্ব (দেখা যায়, স্পর্শ করা যায় ইত্যাদি) আছে এমন কিছুর নামকে Concrete Noun বলে। Concrete Noun ৪ প্রকার। যথা-

Proper Noun

Common Noun

Collective Noun

Material Noun

Proper Noun বা বিশেষ নাম

নির্দিষ্ট কোন কিছুর (ব্যাক্তি / বস্তু / স্থান) নিজস্ব নাম বোঝায়। যেমন: Rahim, Dhaka, The Padma, Africa, New Year, Sunday etc.

Common Noun বা জাতিবাচক নাম

ব্যাক্তি / বস্তু / স্থানের শ্রেণীবাচক বা জাতিবাচক নামকে বোঝায়। এতে একেবারে নির্দিষ্ট কোন নাম না বুঝিয়ে একজাতীয় সকলের সাধারণ নাম বোঝায়। যেমন: Men, City, student, teacher, doctor, book, river, flower, king, capital, country ইত্যাদি।

Collective Noun বা সমষ্টিবাচক নাম

সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়। যেমন: audience, cattle, class, army, committee, family, group, jury, majority, minority, nation, parliament, people, public, team ইত্যাদি।

Material Noun বা বস্তুবাচক নাম

কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বা অবিভাজ্যভাবে বোঝায়। যেমন: Iron, Tea, Water, Salt ইত্যাদি।

পার্থক্য/সম্পর্ক

Proper noun এবং Common Noun এর মধ্যে পার্থক্য হল- Proper noun এ একটি নির্দিষ্ট নাম বোঝায়; যেমন Dhaka একটি নির্দিষ্ট স্থানের নাম। আর Common Noun এ একজাতীয় সকলকে বোঝায়। যেমন ‘City’ শব্দ দ্বারা নির্দিষ্ট একটি শহরকে না বুঝিয়ে সকল শহরকে সাধারণভাবে বোঝায়। ‘City’ শব্দ দ্বারা শহুরে স্থান (পৃথিবীতে বহু শহর আছে) বোঝায় কিন্তু শব্দটি কোন একটি শহরকে নির্দিষ্ট করে না। অর্থ্যাৎ Common Noun সংখ্যায় একের অধিক হয় এবং এদের গণনা করা যায়।

সহজ ভাষায়, Collective noun দ্বারা কিছু Common Noun এর সমষ্টি নির্দেশ করে। যেমনঃ student একটি Common Noun যা দ্বারা শিক্ষার্থীদের সাধরণভাবে বোঝায়। অপরদিকে Class দ্বারা একাধিক student এর সমষ্টিকে বোঝায়। অনুরূপভাবে, sheep – flock, book- library, cows-cattle ইত্যাদি।

Material Noun- কে গণনা করা যায় না তবে অন্য ভাবে পরিমাপ করা যায়। কোন বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় তাকে বা বস্তুর উপাদানকে Material Noun বলে। Common Noun এর মধ্যে পার্থক্য হল- Common Noun দ্বারা Material Noun থেকে উৎপন্ন জিনিসকে বোঝায় যা গণনাযোগ্য। যেমনঃ ‘River’ শব্দটি নদীর সাধারণ নাম যা Common Noun আর ‘Water’ শব্দটি (যা River এর উপাদান) হল Material Noun। অনুরুপভাবে, Book : Paper, Ring : Gold ইত্যাদি।

Some Collective Noun

A herd of cows/cattle/swine/deerগরুর/শুয়োরের/হরিণের দলA school of fishমাছের ঝাঁক
A pack of asses/wolves/houndsগাধার/নেকড়ের/শিকারি কুকুরের দলA hive of beesচাকের মৌমাছির ঝাঁক
A board of directorsপরিচালকদের সভাA heap of filesফাইলের স্তুপ
A cluster of wordsশব্দ সমষ্টিA clump/row of treesগাছের সারি
A grove of trees
A clump of trees/bamboos
তরুদল
বাশ/বৃক্ষের ঝাঁড়
A pride of lionসিংহের দল
A brood of chickenমুরগির ছানার ঝাঁকA wad of bank notesনোটের গাঁট
A host of sparrowsএক ঝাঁক চড়াই পাখি
A flight/volley/shower/quiver of arrowsতীরের ঝাঁক

Abstract Noun

অবস্তুগত ধারণা বা গুণের নাম যাদের বাহ্যিক অস্তত্ব নেই অথবা ইন্দ্রিয়ের সাহায্যে উপলদ্ধি করা যায় না। যেমন: Agency, Wisdom, Laughter, Length, Height, Humility, childhood, Hatred. Choice, Life, Motion, Sight, Advice, Belief, Death, Action, Knowledge, Discovery, Occupation etc. কিছু কিছু শব্দের verb ও Abstract রূপ একই হয়ে থাকে। বাক্যে এদের অর্থ দেখে Parts of speech নির্ধারণ করতে হয়। যেমন: Desire, Taste, Work ইত্যাদি।

Gerunds এবং Infinitive আকারে সম্পূর্ণ এক না হলেও প্রকৃতপক্ষে এক প্রকার Abstract Noun। এদের অর্থেরও পার্থক্য নেই। যেমনঃ

  • Service is better than idleness ( Abstract Noun)
  • Serving is better than idleness(Gerund)
  • To serve is better than idleness (Infinitive)

Gerund/Verbal Noun

Gerund এমন একটি শব্দ যা verb এর সাহায্যে গঠিত কিন্তু একইসাথে verb ও Noun এর কাজ করে। তবে Gerund মূলত Noun এবং বাক্যে একটি সাধারণ Noun এর মতই ব্যবহৃত হয়। যেমন: Working in the morning is good for health.

বাক্যে Gerund খুজতে কিছুটা সমস্যা হতে পারে। কারণ verb এর present participle-এর শেষেও ing যুক্ত থাকে। present participle গুলো বাক্য কখনোই Noun এর মত কাজ করে না। তাই লক্ষ্য রাখতে হবে বাক্য verb+ing Noun এর কাজ করছে কিনা। ইংরেজীতে Gerund একইসাথে Noun এবং verb এর কাজ করে। অর্থ্যাৎ Noun হলেও এতে কিছু verb এর properties বা বৈশিষ্ট্য (অবশিষ্ট) থাকে।

অন্যদিকে Verbal Noun মূলত Gerund এরই সমার্থক শব্দ তবে Gerund এর মত এর verbal force থাকে না। যেমনঃ The killing of animals is an offence. এখানে killing এ verb এর কোন বৈশিষ্ট্য নেই।

Infinitive

Infinitive হচ্ছে verb এর base form অথবা to+base form. যেমন: To err is human, He likes to play cricket.

কখন Gerund কখন Infinitive ব্যবহার করা হয়?

বাস্তব বা সম্পূর্ণ, বা যেগুলি সম্পন্ন হয়েছে এমন বাক্যগুলিতে ব্যবহারের জন্য Gerunds সেরা। যেমন: I stopped worrying about the future. এখানে ‘worrying’ বাস্তব ঘটনা এবং আমি থামার আগ পর্যন্ত ‘চিন্তা’ হচ্ছিল। অনুরূপভাবে, We really enjoy climbing mountains. এখানে ‘the climbing’ বাস্তব ঘটনা।

অবাস্তব বা বিমূর্ত, বা ভবিষ্যতে ঘটতে পারে এমন ক্রিয়া সম্পর্কে বাক্যগুলিতে ব্যবহারের জন্য Infinitive সেরা। যেমন: I’d like you to think about something. এখানে আমি আপনাকে কিছু সম্পর্কে ভাবতে বলছি, কিন্তু ‘চিন্তা (think)’ এখনও ঘটেনি।

গননা করা যায় কিনা তার ওপর ভিত্তি করে Noun কে আরও দুই ভাগে ভাগ করা যায়। যথা-

Countable noun: গননা করা যায়। এর পূর্বে বসে। যেমনঃ The window is made of glass.

Uncountable noun: গননা করা যায় না। এর পূর্বে বসে না। যেমনঃ Please give me a glass of water.

একটি শব্দ কি একাধিক Parts of speech হতে পারে?

একটি বাক্যে শব্দ কি হিসেবে ব্যবহৃত হয়েছে তার ওপর ভিত্তি করে শব্দটি কোন Parts of speech এর অন্তর্গত তা নির্ধারন করতে হয়।একই শব্দ বিভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন কাজ করতে পারে। তাই একটি শব্দকে বাক্যে তার ব্যবহার অনুযায়ী নামকরণ করা হয়। সুতরাং একটি শব্দ একাধিক Parts of speech হতে পারে। যেমনঃ

Noun : That brick is yellow.
Adjective : Here is a brick house.

এখানে ‘brick’ শব্দটি প্রথম বাক্য Noun ও দ্বিতীয় বাক্যে Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।

Transformation of Noun

বাক্যে ব্যবহৃত Noun বিভিন্ন Articles ও Numbers দ্বারা প্রভাবিত হয়। যেমন: “Nazrul is the Byron of Bangladesh”. এখানে Byron একজন নির্দিষ্ট মানুষের নাম যা ‘Proper noun’ হওয়ার কথা কিন্তু এখানে Byron এর পূর্বে the বসে Nazrul এর সাথে Byron এর সাদৃশ্য তুলনা করছে। তাই Byron এ বাক্যে Common Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।

Position of Noun

সাধারণত verb এর subject হিসেবে noun ব্যবহৃত হয়। যেমন: Honesty is the best policy.

সাধারণত transitive verb এর object হিসেবে noun ব্যবহৃত হয়। যেমন: Painters study art.

Article এর পরে একটিমাত্র word থাকলে বা Article ও preposition এর মাঝে একটিমাত্র word থাকলে তা অবশ্যই noun হবে। যেমন: I walked for a while, This is the go of the world.

Article এর পর দুইটি word থাকলে প্রথমটি Adjective ও পরের word টি হবে noun. যেমন: He is a school boy.

preposition এর পর সাধারণত noun বসে। যেমন: There is some cause for concern but no need for alarm.

the + superlative adjective. a/an + positive adjective এর পরের word টি noun হয়। যেমন: Bangladesh has a good prospect in cricket.

Possessive এবং preposition/verb/adverb এর মাঝে একটিমাত্র word থাকলে তা অবশ্যই noun হবে। যেমন: We shall not see his look again. Possessive এর পরে সাধারণত noun হয়।

Demonstrative Adj. এবং preposition/verb/conjunction এর মাঝে একটিমাত্র word থাকলে তা অবশ্যই noun হবে। যেমন: Find out this text in your text book. Demonstrative Adj. এএর পরে সাধারণত noun হয়।

Leave a Reply