Noun এর পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাই Pronoun. যেমনঃ I, We, You ইত্যাদি।
Pronoun এর প্রকারভেদঃ
বেশ কিছু ধরনের Pronoun আছে। আবার কিছু Pronoun একাধিক category-তেও পরে। যেমনঃ ‘what’, interrogative বা relative pronoun হতে পারে।
Personal pronoun: ব্যাক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে। যেমনঃ I, We, They, He, It ইত্যাদি।
Demonstrative pronoun: কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এগুলো কোন Noun কে বিশেষভাবে নির্দেশ করে। যেমনঃ this, that, those etc; This is my book, Sylhet tea is better than that of Assam tea.
Interrogative pronoun: যে pronoun দ্বারা কোন কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তাই Interrogative pronoun। যেমনঃ who, which, what., whose etc.
Relative Pronoun: এই pronoun গুলো দুটি বাক্য বা বাক্যের দুটি অংশ – এর মধ্যে সম্মন্ধ বুঝিয়ে দেয়। যেমনঃ who, which ,what, whom etc; The person who called me was my teacher.
Note: Relativeও Interrogative pronoun এর মধ্যে মূল পার্থক্য হল বাক্যে এদের ব্যবহার। একটি দ্বারা প্রশ্ন করা হয় আর অন্যটি দুটি বাক্যের সম্বন্ধ বুঝিয়ে দেয়।
Indefinite Pronoun: বিশেষ কোন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমনঃ every, nobody etc.; Anybody can do this easy task; Indefinite pronoun কে দুই ভাগে ভাগ করা যায়-
- Positive Pronoun: এসব pronoun হ্যাঁ-বোধক। যেমনঃ all, each, every etc.
- Negative Pronoun: এসর pronoun না-বোধক। যেমনঃ none, nobody, nothing etc.
Distributive Pronoun: দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বোঝায়। যেমনঃ each, every, neither etc.
Reflexive Pronoun: Personal pronoun এর সাথে যখন self / selves যুক্ত হয়ে reflexive pronoun গঠিত হয়। যেমনঃ himself, myself etc. ব্যবহারের দিক থেকে reflexive pronoun দুই প্রকার। যথা-
- Basic Reflexive Pronoun: কোন বাক্যে transitive verb-এর object হিসেবে বসে subject কে নির্দেশ করলে সেই reflexive pronoun কে basic reflexive pronoun বলে। যেমন: He killed himself.
- Emphatic Reflexive Pronoun: কোন sentence এর noun (generally subject) কে জোর দেয়ার জন্য ব্যবহৃত হয়। অর্থ্যাৎ subject “নিজেই কাজটি করেছে”- এটি জোরের সাথে বলার জন্য Emphatice reflexive pronoun ব্যবহার করা হয়। যেমনঃ He himself killed the bird.
Reciprocal Pronoun: একাধিক ব্যক্তি ও প্রাণীর মধ্যে পারস্পারিক সম্পর্ক বোঝায়। যেমনঃ each other, one another etc.